বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারি তাসকিন

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

ছবি- সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তিনি আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে এক মেডেন এবং ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে।

রোববার (৩০ অক্টোরব) ব্রিসবেনে সুপার টুয়েলভের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ জেতে ৩ রানে। ১৫০ রানে পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে ১৪৭ রানে থামিয়ে দেয় বাংলাদেশ দল।

এদিন জিম্বাবুয়ের বিপক্ষে রেজিস চাকাভাকে ফিরিয়ে ৮ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন টাইগার এই পেসার। আজকের ম্যাচ শুরুর আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিলো ৫টি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে তাসকিন পৌঁছে গেলেন শীর্ষ উইকেট শিকারির তালিকায়।

এরআগে আজ (৩০ অক্টোরব) দিনের প্রথম ম্যাচে প্রথম ওভারেই প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় বলে ওয়েসলি মাধেভেরের কাছে চার হজমের পর তৃতীয় বলে তাকে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান বাংলাদেশের ডানহাতি পেসার। ৩ বলে ৪ রান করেন মাধেভেরে।

এরপর তাসকিন আহমেদ তার দ্বিতীয় ওভারেও পেয়ে যান আরেকটি উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনের কাছে চার খাওয়ার পরের বলে তাকে পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন। ৮ রান করেন জিম্বাবুয়ান অধিনায়ক। ইনিংসের ১২তম ওভারে টাইগার পেসার ফেরান চাকাভাকে। তাতেই তিনি বনে যান বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা বোলার।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের তালিকার শীর্ষে অবস্থান করছিলেন স্যাম কারান। ইংলিশ এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা ছিল ৭টি। তবে কারানকে টপকে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি। আর টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

Nagad

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫০/৭ (সৌম্য ০, নাজমুল হোসেন শান্ত ৭১, লিটন ১৪, সাকিব ২৩, আফিফ ২৯, ইয়াসির ১*, নুরুল ১, সৈকত ৭; মুজারাবানি ২-০-১৩-২, এনগারাভা ৪-০-২৪-২, চাতারা ৩-০-১৮-০, সিকান্দার রাজা ৪-০-৩৫-১, উইলিয়ামস ২-০-১০-১)।

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৮ (মাধেভেরে ৪, আরভিন ৮, মিল্টন শাম্বা ৮, উইলিয়ামস ৬৪, রাজা ০, চাকাভা ১৫, রায়ান ২৭ , ইভান্স ২, এনগারভা ৬ ; তাসকিন ৪-১-১৯-৩, মুস্তাফিজ ৪-০-১৫-২ , হাসান ৪-০-৩৬-০ , সাকিব ৪-০-৩৪-০, মোসাদ্দেক ৪-০-৩৪-২ )।

ফল: ৩ রানে জয়ী বাংলাদেশ।

প্লেয়ার অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।

সারাদিন/৩০ অক্টোবর/এমবি