আন্তর্জাতিক দাতব্য সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থাটি কক্সবাজারে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোস্যাল ইনক্লুশন টিমে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-জেন্ডার জাস্টিস অ্যান্ড সোস্যাল ইনক্লুশন। বিভাগ: ইন্টারন্যাশনাল। পদসংখ্যা: একজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় ছয় মাস থেকে এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রোটেকশন ও জেন্ডার ইস্যু বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। কর্মস্থল: কক্সবাজার। কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা।

বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ৪ লাখ ৩৮ হাজার ৪৫৯ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা-সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role -এ ক্লিক করে আবেদন করতে হবে।

Nagad

আবেদনের শেষ তারিখ: আগামী ০৭ নভেম্বর, ২০২২।

সূত্র-প্রথম আলো

সারাদিন/৩১ অক্টোবর/এমবি