আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

টুইটারের সিইও হিসেবে কাজ করবেন ইলন মাস্ক

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করবেন। গতকাল সোমবার দাখিল করা এক নথিতে মাস্ক এ কথা বলেছেন। খবর রয়টার্সের-গতকাল দাখিল করা আরেক নথি থেকে জানা যায়, টুইটারের মালিকানা গ্রহণের পর বিশ্বের শীর্ষ ধনী মাস্ক কোম্পানিটির একমাত্র পরিচালক হয়েছেন। মালিকানা বদলের আগে টুইটারের বোর্ডে নয়জন পরিচালক ছিলেন। কিন্তু এখন তাঁদের কেউ আর বোর্ডে নেই। অর্থাৎ টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন মাস্ক। তারপর নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। সূত্র: প্রথম আলো

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, পানি নেই কিয়েভের ৮০% ঘরে

ইউক্রেনজুড়ে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের ৮০ শতাংশ ঘরে পানি সরবরাহ বন্ধ আছে বলে জানান ওই অঞ্চলের মেয়র ভিতালি ক্লিতসকো। এ ছাড়া সাড়ে তিন লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি।মেয়র ভিতালি বলেন, ‘কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা পানি সরবরাহ চালুর জন্য সম্ভাব্য সব চেষ্টা করছেন।’ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।কিয়েভ জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গতকাল অন্তত ৫০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ৪৪টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সূত্র: কালের কণ্ঠ

জ্বালানি কোম্পানির ওপর বিধিনিষেধের হুমকি জো বাইডেনের

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানি তেল ও গ্যাস কোম্পানিগুলোর সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি উচ্চ করারোপ ও নিষেধাজ্ঞার হুমকি দিলেন তিনি। খবর রয়টার্স। গতকাল সোমবার বাইডেন বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সুবিধা নিয়ে জ্বালানি কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে জনগণকে স্বস্তি দিতে জ্বালানির দাম কমানো ও উৎপাদন বাড়ানোর প্রস্তাব দেন তিনি। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উচ্চ করারোপ ও নিষেধাজ্ঞার হুমকি দেন। তিনি বলেন, জ্বালানি তেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও জনগণকে সাহায্য করার প্রতিশ্রুতি রাখেনি। তারা অবিশ্বাস্য রকমের মুনাফা করছে।ইউক্রেন যুদ্ধের কারণে কোম্পানিগুলো উচ্চ মুনাফা করছে। যে যুদ্ধ ইউক্রেনকে ধ্বংস করছে, সেখানে তাদের দায়িত্ব রয়েছে বলে মনে করেন বাইডেন। তিনি বলেন, আমি মনে করি এটি আপত্তিজনক। এ মুনাফা যদি ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া যায়, তাহলে পেট্রলের দাম প্রায় ৫০ সেন্ট কমবে।সতর্ক করে জো বাইডেন বলেন, কোম্পানিগুলো যদি দাম না কমায়, তাহলে অতিরিক্ত মুনাফার ওপর উচ্চ কর দিতে হবে এবং অন্যান্য বিধিনিষেধের সম্মুখীন হবে তারা। সূত্র: বণিক বার্তা।

Nagad

এনপিএল এবং ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টে আরো সচেতন হওয়ার আহ্বান আইএমএফ’এর

ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় ও রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় আরো সতর্ক হতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফ।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন, ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টের সঙ্গে আইএমএফ এর মিশনের তৃতীয় দিনের বৈঠক হয়। এসময় কেন্দ্রীয় ব্যাংকের ডিপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, আবু ফারাহ মো. নাসের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।বৈঠকে কোভিডকালে অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বিভিন্ন প্রণোদনা প্যকেজ ও খেলাপি ঋণ কমাতে বিভিন্ন নীতি পদক্ষেপ আইএমএফএর কাছে তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ বলেন, “আজকে আইএমএফএর সঙ্গে দুটি সেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের বর্তমান তফসিলি ব্যাংকগুলোর পুরো চিত্র তুলে ধরা হয়।”তিনি আরও বলেন, বিশেষ করে রাষ্ট্রায়ত্ব ব্যাংক এর রিক্স মেনেজমেন্ট, নন পারফর্মিং লোন (এনপিএল) ও দেশের এসএমই খাতের অগগতিতে ব্যাংকগুলোর কার্যক্রম তুলে ধরা হয়।কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “কোভিডকালে আমাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পর আইএমএফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সঙ্গে বাংলাদেশের নীতি পদক্ষেপ মেলানোর চেষ্টা করে।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মান বাঁচাতে মাঠে ওবামা

প্রায় দু’শ বছরের পুরোনো যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির ‘প্রাণ ভোমরা’ এখন বারাক ওবামা (৬১)। দলের দুঃসময়ের কান্ডারি। বিপদের দিনের বন্ধু। ২০০৯-১৭ পর্যন্ত পরপর দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সফল প্রেসিডেন্ট। তারপরই অবসর। চলে গেছেন পর্দার অন্তরালে। লেখালেখি আর জনহিতৈষী কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছেন নিজেকে। কিন্তু একেবারে ছেড়ে যাননি প্রিয় দলকে। ভুলে যাননি সতীর্থদের। ডাক পড়লেই ছুটে চলে আসেন দুর্দিনে। ভরাডুবির কলঙ্ক থেকে দলের মুখ-মান বাঁচাতে নেমে পড়েন ভোটের মাঠে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যেমন ছিলেন হিলারি ক্লিনটনের পাশে, তেমনই ২০২০ সালের নির্বাচনেও একইভাবে ছিলেন পেসিডেন্ট জো বাইডেনের পাশেও। আবার ফিরলেন মধ্যবর্তী নির্বাচনে। ‘ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে বাঁচান’। ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের ৭ দিন আগেই শুক্রবার জর্জিয়ার নির্বাচনি প্রচারণায় এই ভোটারদের মন জয় করলেন ওবামা। স্থানীয় গণমাধ্যমের খবর, উইসকনসিন মিশিগান এবং জর্জিয়ায় ওবামার বক্তব্য অভিবাসন, গর্ভপাত ও বন্দুক আইন দাবিতে কোণঠাসা বাইডেন সরকারের ওপর নিরপেক্ষ ভোটারদের সমর্থন বাড়ছে। সূত্র: যুগান্তর।

দিল্লির বায়ুদূষণ বিপৎসীমার অনেক ওপরে

ফের দিল্লির বায়ুদূষণ মাত্রা যথেষ্ট উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত কয়েক দিন ধরে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বিরাজ করছে ৪০০ থেকে ৫০০ মাত্রায়। চলতি বছর দিল্লির দূষণমাত্রা কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। সব রকম বাজি বিক্রি, পোড়ানো এবং কেনার ওপর জারি করেছিল নিষেধাজ্ঞা। তার ফলও পেয়েছিল হাতেনাতে। ২০১৫ সালের পর এবার দীপাবলির শেষে দিল্লির বায়ুদূষণের মাত্রা ছিল বেশ কম।কিন্তু সেই স্বস্তি বেশি দিন টিকল না। দেশটির রাজধানীর বায়ুদূষণের মাত্রা তৈরি করেছে উদ্বেগ। এ জন্য বিজেপি ও আপ উভয় দলের নেতারা একে অপরকে দুষছেন। দূষণের প্রতিবাদে শনিবার আম আদমি পার্টির কর্মীরা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সানার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, চলতি সপ্তাহে দূষণের মাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বরং তা আরও বাড়তে পারে। হাওয়ার গতিবেগ এবং অভিমুখের ওপর দূষণের মাত্রা নির্ভর করে। দিল্লির ভিতর হাওয়া যেভাবে বইছে, তাতে দিল্লির ধূলিকণা বাইরে বের হতে পারছে না। আবহাওয়া আচমকাই অনেক শুকনো হয়ে যাওয়ার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ছে। সে কারণেই দূষণের মাত্রা একধাক্কায় এতটা বেড়ে গেছে। তার ওপর দীপাবলির দূষণ আবহাওয়ার আরও ক্ষতি করেছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই রবিবার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমস্ত বাড়ি তৈরি এবং বাড়ি ভাঙার কাজ বন্ধ থাকবে। সূত্র: বিডি প্রতিদিন।

বাংলাদেশের মানুষের খাবার টেবিলে কী থাকবে, সে সিদ্ধান্ত রাশিয়ার কেন

বাংলাদেশ বা মিসরের জনগণের পাতে খাবার থাকবে কি না, সে সিদ্ধান্ত কেন ক্রেমলিনের গুটিকয়েক লোক নেবে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রশ্ন তুলেছেন। খবর বিবিসির।বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করে থাকে। রাশিয়ার শীর্ষ সরকারি দপ্তর ক্রেমলিনের সিদ্ধান্তে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হলে এসব দেশ স্বভাবতই সংকটে পড়বে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়ার বাধা দেয়ার সমালোচনা করে জেলেনস্কি গত রোববার ওই বক্তব্য দেন। কৃষ্ণ সাগরপথে ইউক্রেন অবাধে শস্য রপ্তানির জন্য রাশিয়ার সঙ্গে যে চুক্তি করেছিল, সেটি স্থগিত বলে রাশিয়া সম্প্রতি ঘোষণা করেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত জুলাইয়ে কিয়েভ ও মস্কো ওই চুক্তি সম্পাদন করে। এরপর ইউক্রেন থেকে শস্য রপ্তানি স্বাভাবিক হতে শুরু করে। সূত্র: দৈনিক বাংলা।

ক্রান্তীয় ঝড় নালজিতে ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ৯৮

ফিলিপিন্সজুড়ে ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত দুর্যোগ সংস্থা সংস্থা জানিয়েছে, দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোতে অর্ধেকেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আর বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ভূমিধসের কারণে ঘটেছে।শেষ খবর পর্যন্ত প্রায় ৬৩ জন নিখোঁজ রয়েছে এবং ৬৯ জন আহত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।বাংসামোরো অঞ্চলে ৫৩টি মৃত্যুর ঘটনা ঘটেছে আর এখনো ২২ জন নিখোঁজ রয়েছে, এক বুলেটিনে জানিয়েছে তারা।ভারি বৃষ্টি ও ঝড়ের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এক কোটি ৩০ লাখ এবং কৃষির ক্ষতি ৭৫ লাখ ডলার ছাড়িয়ে গেছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। সূত্র: বিডি নিউজ

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত আফগানদের যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

আফগান স্পেশাল ফোর্সের সেনা যারা আমেরিকার কাছে প্রশিক্ষণ নিয়ে তাদের সঙ্গে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া। গত বছর আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরে ইরানে পালিয়ে যান তারা। এখন ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ান সেনাবাহিনী নিয়োগ করছে তাদের। এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য।
তিনজন সাবেক আফগান জেনারেল এপি নিউজ এজেন্সিকে জানান, রাশিয়ানরা হাজার হাজার সাবেক অভিজাত আফগান কমান্ডোকে একটি ‘বিদেশি সৈন্যদল’-এ আকৃষ্ট করতে চায়। তাদের মাসিক বেতন দেওয়া হবে ১ হাজার ৫০০ ডলার। তাদের নিজেদের ও পরিবারের একটি নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাসন এড়াতে পারে। কারণ অনেকেরই ধারণা তালেবানদের হাতে তাদের মৃত্যু হতে পারে।জেনারেল আব্দুল রওফ আরগান্দিওয়াল বলেছেন, তারা যুদ্ধে যেতে চায় না, তবে তাদের কোনও বিকল্প নেই। ইরানের ডজনেরও বেশি কমান্ডো যাদের সঙ্গে তিনি দীর্ঘ দিন কাজ করেন তারা বার্তা পাঠিয়েছেন। তিনি আরও বলেন, ‘তারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে, আমাকে সমাধান দিন? আমি এখন কি করবো? যদি আমরা আফগানিস্তানে ফিরে যাই? তালেবান আমাদের মেরে ফেলবে’। সূত্র: জাগো নিউজ

নৌবহরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে হামলা: পুতিন
ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের অবকাঠামোর ওপর রুশ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রয়টার্সের খবরে আরও বলা হয়, মস্কোর জাহাজে ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন পুতিন।সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট।পুতিন বলেন, ইউক্রেনীয় ড্রোনগুলো সমুদ্রের এমন এলাকায় হামলার কাজে ব্যবহার করা হয়েছে, যেখানে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির অধীনে শস্যবাহী জাহাজগুলো চলাচল করে থাকে।রাশিয়া সাম্প্রতিক ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া। সূত্র: চ্যানেল আই অনলাইন