আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

টুইটারে ‘ফ্রি’র জামানা শেষ, ভেরিফায়েড পেজের জন্য লাগবে অর্থ

টুইটারের মালিকানা কয়েক দিন হলো গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে নানা কাজ করে যাচ্ছেন। মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন। নিজেই হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এবার জানালেন, ‘ফ্রি’র জামানা শেষ টুইটারে। একাধিক বড় পরিবর্তন আসছে জানিয়ে ইলন মাস্ক বলেন, টুইটারে ‘ব্লু টিক’-এর জন্য খরচ করতে হবে।
গতকাল মঙ্গলবার ইলন মাস্ক নিজেই টুইটারে নানা পরিবর্তন আনার কথা টুইট করে জানান। তিনি বলেন, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ করে নিতে পারবেন। সূত্র: প্রথম আলো

বলসোনারোর সমর্থকদের সড়ক অবরোধ, সহিংসতা

নির্বাচনী ফলাফল নিশ্চিত হওয়ার পর হেরে যাওয়া প্রার্থী তথা বিদায়ি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক এবং অনুগত লরিচালকরা রাস্তা আটকে দিয়েছেন। ব্রাজিলের মাত্র দুটি প্রদেশ বাদে সব স্থান থেকেই রাস্তা আটকে দেওয়ার খবর এসেছে। এরই মধ্যে যাতায়াতে বিঘ্নসহ খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছে ওই অবরোধ।ব্রাজিলের নির্বাচনে স্বল্প ব্যবধানে চরম ডানপন্থী বলসোনারোকে হারিয়ে বিজয়ী হয়েছেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।লুলা মোট ভোট পেয়েছেন ৫০.১ শতাংশ। অন্যদিকে বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ।গতকাল মঙ্গলবার পর্যন্ত পরাজয় স্বীকার বা নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানানো কোনোটাই করেননি চরম ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারো। তবে ফলাফলকে কেন্দ্র করে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে দেশটির জনসাধারণের মধ্যে। সূত্র: কালের কণ্ঠ

ইউরো অঞ্চলে রেকর্ড উচ্চতায় মূল্যস্ফীতি, ধীর হচ্ছে অর্থনীতি

ইউরো অঞ্চলে মূল্যস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত রয়েছে। ইউরো মুদ্রা ব্যবহার করা দেশগুলোয় অক্টোবরে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) অবশেষে দুই অংকের ঘরে পৌঁছেছে। ১৯ দেশের অঞ্চলটিতে সেপ্টেম্বরে প্রাথমিকভাবে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছার কথা বলা হলেও পরে সেটি ৯ দশমিক ৯ শতাংশে নামানো হয়। নিম্ন আয়ের পরিবারগুলোকে বিপর্যস্ত অবস্থায় ঠেলে দেয়া গত মাসের মূল্যস্ফীতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে অস্থিরতার কারণে এ অঞ্চলের মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা যে মন্দার আশঙ্কা করছেন, তার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধিও মন্থর হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, অক্টোবরে সিপিআই গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এটি সেপ্টেম্বরের ৯ দশমিক ৯ শতাংশ থেকে বেশি এবং ১৯৯৭ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় প্রাকৃতিক গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছিল। এরই মধ্যে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহে লাগাম টেনেছে। সূত্র: বণিক বার্তা

Nagad

কেন ২ কিলোমিটার লম্বা রেলগাড়ি চালু করলো সুইজারল্যান্ড?

সুইজারল্যান্ডের প্রথম রেলওয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে অভূতপূর্ব এক কাজ করেছে দেশটি। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের একটি রেলগাড়ি তৈরি করে সেটি আল্পসের পাহাড়ি পথে চালিয়ে রেকর্ড তৈরি করেছে তারা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।এ ট্রেনের আছে ১০০টি বগি। মোট আসন সংখ্যা ৪,৫৫০টি। আর এত বড় হওয়ায় এর ওজন দাঁড়িয়েছে ২,৯৯০ মেট্রিক টনে। এত লম্বা ট্রেন চালিয়ে রেকর্ড তৈরি করা প্রতিষ্ঠানটি হলো রেশিয়ান রেলওয়ে কোম্পানি।২৫টি সুইস ‘ক্যাপ্রিকর্ন’ ইলেকট্রিক ট্রেন জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে ১,৯০৬ মিটার দৈর্ঘ্যের এ ট্রেনটি। সুইজারল্যান্ডের বিখ্যাত আলবুলা লাইনে প্রেডা থেকে বার্গুনে ২৫ কিলোমিটার ভ্রমণ করতে এ ট্রেনের সময় লেগেছে এক ঘণ্টা ১০ মিনিট। আল্পস পর্বতমালায় অবস্থিত ৬২ কিলোমিটার দীর্ঘ আলবুলা লাইনটিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটি মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়। ৫৫টি ব্রিজ ও ৩৯টি টানেল থাকা সত্ত্বেও এ রেললাইনটি মাত্র পাঁচ বছরের মধ্যে তৈরি করা হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইরানে নামি শেফকে পিটিয়ে হত্যা

ইরানে চলমান হিজাববিরোধী বিক্ষোভের মধ্যে ১৯ বছর বয়সী সেলিব্রিটি শেফ মেহরশাদ শাহিদিকে হত্যা করেছে রেভুলুশনারি গার্ড ফোর্স। শাহিদি যিনি ইরানের জেমি অলিভার নামেও পরিচিত ছিলেন। সুস্বাদু রান্নার জন্য দারুণ জনপ্রিয় হয়েছিলেন শাহিদি। এক দিন পরই ২০ বছরে পা দিতেন তিনি। ইরানের নীতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ২২ বছরের তরুণী মাসা আমিনি। হেফাজতে চলা পুলিশি অত্যাচারের জেরে হাসপাতালে মৃত্যু হয় তার। সেই থেকে প্রতিবাদের আগুন জ্বলছে ইরানে। সেই আন্দালনে যোগ দেওয়ায় ২৫ অক্টোবর শাহিদিকে তুলে নিয়ে যায় পুলিশ। হেফাজতে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গেছে, মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে তার। শাহিদির পরিবারের দাবি, তাদের ছেলের হৃদরোগে মৃত্যু হয়েছে বলার জন্য চাপ দিচ্ছে প্রশাসন। এদিকে, ইরানের প্রধান বিচারপতি আবদোলমেহদি মৌসাভি অবশ্য জানিয়েছেন, শাহিদির দেহে, হাত, পা বা মাথায় আঘাতের কোনো চিহ্ন মেলেনি। শাহিদির মৃত্যু নিয়ে ইরানে নতুন করে অশান্তির আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৯ অক্টোবর তার জানাজার পর বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার মানুষ। সূত্র: বিডি প্রতিদিন

কিয়েভে পানি-বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু

ইউক্রেনের রাজধানী কিয়েভে পানি-বিদ্যুতের লাইন মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। কিয়েভের মেয়র ভাইটালি ক্লিচকো গতকাল মঙ্গলবার জানান, শহরে আবাসিক এলাকায় পুনরায় পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ক্লিচকো উল্লেখ করেছেন যে রাশিয়ার আক্রমণের জেরে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে শহরে এখনও প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।রাশিয়া গত সোমবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলার পর কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। বিবিসি জানায়, সোমবারের ওই হামলার পর কিয়েভের মানুষজন তীব্র পানি সংকটে পড়ে।কিয়েভের পাশাপাশি খারকিভ, ভিনিৎসিয়া, দিনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝিয়া, লভিভ প্রভৃতি স্থানে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহের বিভিন্ন অবকাঠামোকে নিশানা করে হামলা চালাচ্ছে। দেশটির কর্মকর্তারা বলছেন, আসন্ন শীতে ইউক্রেনবাসীকে চরম দুরবস্থার দিকে ঠেলে দিতে মস্কো এ ধরনের তৎপরতা শুরু করেছে। কৃষ্ণ সাগরে ক্রিমিয়ার সেভাস্তোপোল এলাকায় রুশ নৌবহরে বড় ধরনের ড্রোন হামলার একটি ঘটনায় ইউক্রেন জড়িত বলে অভিযোগ তোলার পর থেকেই মস্কো নতুন করে কিয়েভসহ অন্যান্য ইউক্রেনীয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সূত্র: দৈনিক বাংলা।

আবার ফিরছেন নেতানিয়াহু

স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ ইসরাইলে চার বছরের কম সময়ে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। রব উঠেছে মঙ্গলবারের এই নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় ফিরছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভোট শেষ হওয়ার আগেই এবারে নির্বাচনে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি দলের সফলতার কথা জানিয়েছে বিশ্লেষকরা। জনমত জরিপ অনুসারে, ১২০ আসনের পার্লামেন্টে ষাটটির বেশি আসন পেতে পারে নেতানিয়াহুর জোট। ইতোমধ্যেই সরকার গঠনের ক্ষেত্রে শক্তিশালী দলে রূপ নিয়েছে তার দল। লিকুদ ছাড়াও জোটে রয়েছে কট্টরপন্থি শাসক ও ইউনাইটেড তোরাহ জুদায়িজম। ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৭টায়। শেষ হওয়ার কথা রাত ১০টা পর্যন্ত। দিনের শুরুতে জেরুজালেমের একটি কেন্দে ভোট দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও লিকুদের প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু। ভোট শেষে তিনি বলেন, ‘আমি একটু চিন্তিত। তবে আশা করি আমরাই শেষ হাসি হাসব।’ ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী দুপুর ১২টা পর্যন্ত ২৮.৪ শতাংশ মানুষ ভোট দিয়েছে। ১৯৯৯ সালের নির্বাচনের পর সর্বোচ্চ ভোটদান। ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবারের ভোটার উপস্থিতি বেশি। আগের নির্বাচনে এই হার ছিল ২৫.৪ শতাংশ।ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে ২০১৯ সাল থেকেই। তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকে নির্বাচনের চক্রে আটকে আছে দেশটি। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিদ্বন্দ্বীরা একজোট হলেও, তার অনুগতদের সমর্থন টলানো যায়নি। সমালোচকদের ধারণা তিনি ক্ষমতায় ফিরে এলে শাস্তি এড়াতে ইসরাইলের বিচারব্যবস্থায় পরিবর্তন আনবেন। মূলত চরম ডানপন্থি ও কট্টর ধর্মভিত্তিক গোষ্ঠীগুলো তাকে প্রধানমন্ত্রীর জন্য সমর্থন দেওয়ায়, এই চতুর রাজনীতিক সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করার সম্ভাবনাই বেশি। সূত্র: যুগান্তর

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে গিয়ে পড়েছে। বুধবার (২ অক্টোবর) এটি দক্ষিণ কোরিয়া উপকূল থেকে ৬০ কিলোমিটারেরও কম দূরত্বে ভূপাতিত হয়। এর জবাবে দক্ষিণ কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।সিউলের প্রেসিডেন্ট ইউন সুক-ইওল একে ‘কার্যকর আঞ্চলিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে উলেংডো দ্বীপে বিমান হামলার অ্যালার্ম বাজতে শুরু করে। খবর রয়টার্স, বিবিসি ও আল-জাজিরার। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার সকালে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে দক্ষিণ কোরিয়া সামুদ্রিক সীমান্তের উত্তর দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার এই ধরনের উস্কানিমূলক কাজ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরদাস্ত করতে পারে না বলে আগেই জানিয়েছিল। দক্ষিণ কোরিয়া কঠোরভাবে এর প্রতিক্রিয়া জানাবে, সেক্ষেত্রে মার্কিন সহযোগিতাও তারা পাবে। সূত্র: সমকাল

ব্রাজিল: লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজয় কি বলসোনারো স্বীকার করেন নেবেন?

ব্রাজিলের নির্বাচনে হেরে যাওয়া বিদায়ী প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থক লরি ড্রাইভাররা দেশজুড়ে বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে ব্রাজিলের দুটি ছাড়া বাকী সব রাজ্যে পরিবহনে ব্যাপক বিঘ্ন ঘটেছে এবং খাদ্য সরবরাহে সমস্যা হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আদেশের পর দেশটির হাইওয়ে পুলিশ বলসোনারো-সমর্থকদের গড়ে তোলা ব্যারিকেডগুলো সরিয়ে ফেলতে শুরু করেছে।
রবিবারের নির্বাচনে সাবেক বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা সামান্য ভোটের ব্যবধানে জয়লাভের পর নাটকীয়ভাবে দেশটির ক্ষমতায় প্রত্যাবর্তন করছেন।
নির্বাচনে লুলা দা সিলভা ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পান, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বলসোনারো পান ৪৯ দশমিক ১ শতাংশ ভোট।জেয়ার বলসোনারো এখনো পর্যন্ত নির্বাচনে হার স্বীকার করেন নি, তবে ভোটের ফল চ্যালেঞ্জ করেও তিনি কিছু বলেন নি। সূত্র: বিবিসি বাংলা ।

গুজরাটে সেতু ধস: ‘অগভীর পানি আর পাথর’ এত মৃত্যুর কারণ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় বহু মানুষের মৃত্যু কীভাবে ঘটে থাকতে পারে সে বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনীর প্রধান। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কমান্ড্যান্ট ভিভিএন প্রসন্ন কুমার মঙ্গলবার এনডিটিভিকে বলেছেন, মোরবি শহরের ওই সেতুটির দুই প্রান্তে নদীর পানি কম, মাত্র প্রায় ১০ ফুটের গভীর হওয়ায় সেতু ভেঙ্গে পড়ে যাওয়া লোকজন সেখানে নদীর পাথুরে তলদেশে সজোরে ধাক্কা খায়, এতেই অধিকাংশের মৃত্যু হয়। গত রোববার সন্ধ্যায় মোরবির মাচ্চু নদীর উপর ১৪০ বছরের পুরাতন, সংকীর্ণ ওই ঝুলন্ত সেতুটি ধসে পড়ে ১৩৫ জন প্রাণ হারায়।কুমার আরও জানান, সেতুর নিচে নদীর মাঝখানটায় পানি স্থির হয়ে আছে, সেখানে প্রায় কোনো স্রোত নেই আর সে জায়গাটা প্রায় ২০ ফুট গভীর। লাশের খোঁজে থাকা নৌবাহিনীর ডুবুরিরা অনায়াসে নদীর তলদেশে পৌঁছে যেতে পেরেছেন। সূত্র: বিডি নিউজ