বানারীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী উপলক্ষে সকাল ১০টায় পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এছাড়াও বক্তৃতা করেন আইসিটি কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার প্রদর্শনীতে বিভিন্ন দপ্তর অংশ নিয়ে প্রথম হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দ্বিতীয় উপজেলা ভূমি অফিস ও তৃতীয় হয়ে সম্মাননা ক্রেস্ট অর্জন করেন উপজেলা সমাজসেবা অফিস। এছাড়াও প্রদর্শনীতে অংশ নেওয়া সব দপ্তরকে সনদ প্রদান করা হয়।

সারাদিন. ৯ নভেম্বর. আরএ

Nagad