যুদ্ধে লক্ষাধিক রুশ সৈন্য হতাহত: মার্কিন জেনারেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক জেনারেল বলেছেন, ইউক্রেনের সাথে প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য হতাহত হয়েছেন। আর ইউক্রেনের হতাহত সৈন্যের সংখ্যাও প্রায় সমান।

বুধবার (০৯ নভেম্বর) নিউইয়র্কে একটি ইকোনমিক ক্লাবে বক্তৃতাকালে মার্কিন জেনারেল মার্ক মাইলি এই কথা বলেন। খবর সিএনএন’র।

মার্কিন শীর্ষ ওই জেনারেল বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি ‘অভূতপূর্ব কৌশলগত ভুল’, যার জন্য দেশটিকে বছরের পর বছর ধরে মূল্য দিতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। আর ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা।

জেনারেল মার্ক মাইলি বলেন, এই যুদ্ধ ভয়ংকর মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে। এতে ইউক্রেনের দেড় কোটি থেকে তিন কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে, মারা গেছে প্রায় ৪০ হাজার। তিনি আরও বলেন, দেখা যায়, যুদ্ধে এক লাখের বেশি রুশ সৈন্য নিহত ও আহত হয়েছে। সম্ভবত একই অবস্থা ইউক্রেনীয় পক্ষেও।

সারাদিন/১০ নভেম্বর/এমবি

Nagad