এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫১তম অবস্থানে ঢাবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

ছবি- সংগৃহীত

কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এশিয়ার ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫১তম স্থানে জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ১০০ স্কোরের মধ্যে ৩২ দশমিক ৪ পেয়েছে ঢাবি।

এই তালিকায় শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাকিস্তানের রয়েছে ৩টি। আর ভারতের ৭টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান করছে।

চলতি সপ্তাহে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। শিক্ষা ও শিক্ষকদের সুনাম, পিএইচডির সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর হারের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়েছে।

কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে শীর্ষে আছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়স্থানে আছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। আর এই তালিকার তৃতীয় স্থানে আছে চীনের জিনহুয়া বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশিয়ার মধ্যে ৪০তম অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে। তালিকার ১০০-এর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। শীর্ষ ১০০-এর মধ্যে পাকিস্তানের আছে তিনটি বিশ্ববিদ্যাল। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি) ইসলামাবাদের অবস্থান ৬৭তম।

সারাদিন/১০ নভেম্বর/এমবি

Nagad