আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

আল–জাজিরার বিশ্লেষণ
খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার কি পুতিনের জন্য আরেক ধাক্কা

বেশ কিছুদিন ধরেই ইউক্রেনের খেরসন শহরের দিকে ক্রমশ এগোচ্ছে কিয়েভ বাহিনী। যুদ্ধ শুরুর কিছু দিন পরেই শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী। এ অবস্থায় বুধবার সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু কমান্ডার সার্গেই সুরোভিকিনের সঙ্গে বৈঠক থেকে এ ঘোষণা দেন। বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। ইউক্রেনের বাহিনী কয়েক সপ্তাহ ধরে কৃষ্ণসাগরের নিকটবর্তী এই শহরে ঢোকার পথের আশপাশের সব গ্রাম দখল করে নিচ্ছে।এখন দেখার বিষয়, রাশিয়ার সৈন্য প্রত্যাহারের ঘোষণার পেছনের কারণ কী এবং এর পরিণতি কী হতে পারে। এখন কেন সেনা প্রত্যাহারের ঘোষণাইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলাকালে খেরসন হলো প্রথম বড় শহর, যা রুশ বাহিনী দখল করে নেয় এবং যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ানদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী এটাই।টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে জেনারেল সের্গেই সুরোভিকিন বলেন, খেরসন শহরে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রায় সোয়া লাখ মানুষকে নিপরো নদীর ডান পাশের তির থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: প্রথম আলো

মার্কিন মধ্যবর্তী নির্বাচন
রিপাবলিকান জোয়ার ওঠেনি যে কারণে

যুক্তরাষ্ট্রে ৮ শতাংশ মুদ্রাস্ফীতি এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তার পড়তি অবস্থার পরিপ্রেক্ষিতে রিপাবলিকান দল আশা করেছিল, এবারের মধ্যবর্তী নির্বাচনে একচেটিয়াভাবে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে তারা। কিন্তু কংগ্রেসের নিম্নকক্ষে জিততে চললেও সে রকম ঢালাও বিজয় তারা পায়নি। বিবিসির একটি বিশ্লেষণে পাবলিকানদের প্রত্যাশিত ‘লাল ঢেউ’ না আসার কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।নির্বাচন শুধু অর্থনৈতিক পরিস্থিতির ওপর ছিল না : ফল প্রকাশের পর চলতি মূল্যস্ফীতি তথা অর্থনৈতিক অবস্থার কারণে ডেমোক্র্যাট ভোটবাক্সে সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কা সত্য প্রমাণিত হয়নি।বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের উপাত্ত বিশ্লেষণকারী ক্রিস জ্যাকসন বলেন, ‘মানুষ অর্থনীতি নিয়ে খুশি নয়। তবে তারা কাজ হারায়নি। রিপাবলিকানরা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা মুদ্রাস্ফীতি কিংবা অর্থনৈতিক ইস্যুকে আলোচনায় সামনে তুলে আনতে পারেননি তাঁরা। ’ সূত্র: কালের কণ্ঠ

কাবুলের পার্কে নারী নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের সব পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। দাবি করা হচ্ছে, পার্কগুলোতে ইসলামী আইন মানা হয় না। দেশটির পাপ-পুণ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ বিবিসিকে বলেছেন, রাজধানীর পার্কগুলোতে যাতে নারীদের ঢুকতে না দেয়া হয় সে বিষয়ে পার্কের পরিচালক পক্ষকে বলা হয়েছে। তিনি বলেন, গত ১৫ মাস আমরা চেষ্টা করেছি কিন্তু অনেক মানুষ পার্কে শরিয়াহ আইন মানছে না। তাই আমাদেরকে এই (পার্কে নারী নিষিদ্ধের) সিদ্ধান্ত নিতে হয়েছে। সূত্র: সমকাল

Nagad

বিজয় বিস্ময়ে বাইডেন
আশার চেয়েও বেশি পেয়েছি

মধ্যবর্তী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় দুকক্ষেরই দখলে নেবেন রিপাবলিকানরা-এমনটাই ভবিষ্যদ্বাণী ছিল মার্কিন বিশেষজ্ঞদের। আতঙ্কে ছিলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির শিরোমণি প্রেসিডেন্ট জো বাইডেনও। ভরাডুবির শঙ্কায় ছিলেন দলের নীতিনির্ধারক থেকে তৃণমূল কর্মীরাও। কিন্তু ভোট শেষে ফলাফলের বেলায় ফল হলো উলটো। লাল স্রোত ঠেকিয়ে রীতিমতো সিনেট দখলের লড়াইয়ে হুমড়ি খেয়ে পড়েছে ডেমোক্র্যাটদের নীল ঢেউ। দলের এই ‘বিস্ময়কর বিজয়ে’ ফের চাঙা হয়ে উঠেছেন বাইডেন। বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে। আশার চেয়েও বেশি কিছু পেয়েছি।’বাইডেনের মুদ্রাস্ফীতিকে ব্যবহার করে ও ডোনাল্ড ট্রাম্পের দুই বছর আগে নির্বাচনি জালিয়াতির ভিত্তিহীন দাবি তুলে নিরঙ্কুশ জয়ের চিন্তা করছিলেন রিপাবলিকানরা। তবে শেষ পর্যন্ত ধোপে টেকেনি এ কৌশল। সূত্র: যুগান্তর।

জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না পুতিন

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্দোনেশিয়া সরকারে এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য বলছে, আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এ সম্মেলনের মাধ্যমেই একত্র হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো। সপ্তাহের প্রথম দিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো জানান, পুতিন এ সম্মেলন এড়িয়ে যেতে পারেন বলে মোটামুটি নিশ্চিত তথ্য পেয়েছেন তিনি। এবারের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক খাদ্য ও জ্বালানি ঘাটতি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বণিক বার্তা।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও ফাইটারকে ধোঁকা দিচ্ছে, ক্ষিপ্র শিকারি- রাশিয়ার মিগ-৩১ ফক্সহাউন্ড

চোখের পলক ফেলার সুযোগ না দিয়েই ইউক্রেনীয় যুদ্ধবিমানগুলিকে ধবংস করতে নিজেদের সর্বাধুনিক ফাইটার জেট মোতায়েন করেছে রাশিয়া। খবর ইউরেশিয়ান টাইমসের -তবে ইউক্রেনকে খাটো করে দেখার সুযোগ-ও নেই। রাশিয়ান বিমানবাহিনীর বিশালতা ও সামর্থ্যের তুলনায়– সক্ষমতা ও সংখ্যা কম থাকার পরও– দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান-বিধ্বংসী অস্ত্র রুশ ফাইটারদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠায় বাধা দিয়ে আসছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর সাথে বিমান সংখ্যায় ১০:১ অনুপাতে এগিয়ে থাকার পরও– ঠিক একারণেই যুদ্ধের শুরু থেকেই ব্যাপক সমস্যার মুখে পড়েছে রুশ বিমানবাহিনী। তাদের অনেক বিমান ও পাইলট হারাতে হয়েছে রণাঙ্গনে। গত নয় মাসের যুদ্ধে রাশিয়া যে গতিতে উৎপাদন করতে পারে, তার চেয়ে বেশি হারে হারিয়েছে যুদ্ধবিমান। ইউক্রেনের আকাশ বিপদমুক্ত না হওয়ায়–নজরদারি মিশন নির্বিঘ্নে চালানো কঠিন হয়ে ওঠে মনুষ্যচালিত রাশিয়ান গোয়েন্দা বিমানের পক্ষে। ফলে ইউক্রেনীয় বাহিনীর অপারেশনের পরিকল্পনা সম্পর্কে অনেকক্ষেত্রে আগেভাগে সতর্ক হতে পারেনি বা সেগুলিকে প্রতিরোধের ব্যবস্থাও নিতে পারেনি। সূত্র :বিজনেস স্ট্যান্ডার্ড।

ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণ ছাড়ের আগেই বাড়বে গ্যাস ও বিদ্যুতের দাম

আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৫০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পাওয়ার আগেই দেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়নো হতে পারে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নাম না প্রকাশের শর্তে- অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আইএমএফ বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়িয়ে ভর্তুকি কমানোর শর্ত দিয়েছে। ঋণের প্রথম কিস্তি পাওয়ার আগেই যা বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়েছে।এই সময়ের মধ্যেই জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ‘পিরিয়ডিক্যাল এডজাস্টমেন্ট’ (মেয়াদি বা অস্থায়ী সমন্বয়) করার শর্তও বাস্তবায়ন করতে আগ্রহী সরকার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট সময় পর পর এই সমন্বয় করতে হয়। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে জ্বালানি তেলের দাম পিরিয়ডিক্যাল এডজাস্টমেন্ট করতে আইএমএফ বাংলাদেশকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। সরকার এ শর্ত আগামী দু-এক মাসের মধ্যেই বাস্তবায়ন করবে’। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মালদ্বীপে আগুন লেগে ২ বাংলাদেশি, ৯ ভারতীয় নিহত

মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের বাসস্থানে আগুন লেগে গত বুধবার দিবাগত রাতে অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি ও নয়জন ভারতীয় নাগরিক। খবর এএফপির।স্থানীয় কর্মকর্তারা বলেন, আগুনে ‍পুড়ে যাওয়া একটি ভবন থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলায় অবস্থিত গাড়ি মেরামতের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। দোতলায় বিদেশি শ্রমিকরা বসবাস করতেন। সেখানে মাত্র একটি জানালা ছিল। ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগের কর্মীরা ভবনটি থেকে ২৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। আহত কয়েকজনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সূত্র: দৈনিক বাংলা ।

হাইপারসনিক মিসাইল তৈরি করেছে ইরান

দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান। তার প্রমাণও দিয়ে চলছে। এবার দেশটি হাইপারসনিক মিসাইল তৈরি শেষ করেছে। এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম। ইরানি কমান্ডার আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, এ মিসাইল উচ্চ গতিসম্পন্ন এবং বায়ুমন্ডলের বাইরে দিয়ে চলতে পারে। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ মিসাইলকে আটকাতে পারবে না। আরব নিউজের খবরে জানানো হয়েছে, শব্দের থেকে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক মিসাইল। তবে ইরানের এ মিসাইলের গতি কতখানি তা জানা যায়নি। উচ্চ গতির কারণে হাইপারসনিক মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব। যদিও ইরান এমন মিসাইলের পরীক্ষা চালিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরানের অস্ত্র কার্যক্রমের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইরান নিজের সামরিক সক্ষমতা সম্পর্কে সবসময় বাড়িয়ে বলে। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে ড্রোন হামলা চালাচ্ছে তার সবই প্রায় ইরানের তৈরি। ফলে ইরানের সামরিক কার্যক্রম নিয়ে আতঙ্কে থাকে সৌদি আরব ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। সূত্র: বিডি প্রতিদিন।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দু’দিনের মাথায়ও চূড়ান্ত ফল অস্পষ্ট

যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট গ্রহণের প্রায় দু’দিন পরও চূড়ান্ত ফল স্পষ্ট হয়নি। কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে সে ফয়সালা এখনও ঝুলে আছে।সেনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা এখন ঝুলছে জর্জিয়া, নেভাডা ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের ফলের ওপর। এর মধ্যে আবার জর্জিয়ার সেনেট আসনের নির্বাচন রানঅফ ভোটে যাচ্ছে। ৬ ডিসেম্বরে সেখানে অনুষ্ঠিত হবে এই দ্বিতীয় দফা ভোট। আর ওদিকে, প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) রিপাবলিকানরা ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে।চূড়ান্ত ফল আসতে এই দীর্ঘসূত্রিতাকে বরাবরই স্বাভাবিক বলে বর্ণনা করে আসছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীদের মধ্যে কম ভোটের ব্যবধান, দুবার ভোট গণনার প্রয়োজন পড়া এবং হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের কারণে ফল পেতে এমন দেরি। তাছাড়া, বিভিন্ন রাজ্যে ডাকযোগে ব্যালট কীভাবে এবং কখন গণনা করা হবে তার নিয়মেও ভিন্নতা আছে। সূত্র: বিডি নিউজ

ঠেকানো যাচ্ছে না লিবিয়ায় মানবপাচার

নানা উদ্যোগ নেওয়ার পরও কোনোভাবে ঠেকানো যাচ্ছে না লিবিয়ায় মানবপাচার। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে উত্তর আফ্রিকার দেশটিতে মানবপাচার হচ্ছে।অবৈধ উপায়ে দেশটিতে গিয়ে বহু বাংলাদেশি কারাবরণ করেছে। এ সংবাদ পেয়েও থেমে নেই লিবিয়া যাত্রা। ২০১১ সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে ৩৬ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। যুদ্ধ পরিস্থিতিতে ২০১৫ সালে লিবিয়ায় জনশক্তি পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার। কিন্তু বিষয়টিকে পাত্তা না গিয়ে কিছু অসাধু চক্র বিভিন্নভাবে অবৈধ উপায়ে দেশ থেকে লিবিয়ায় মানবপাচার করে আসছে। চলতি বছর থেকে অবশ্য ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ থেকে যারা লিবিয়া যান, তাদের মুখ্য উদ্দেশ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া। ইউরোপের দেশটিতে যেতে তাদের ট্রানজিট মূলত লিবিয়াই। কিন্তু সেখানে গিয়ে যে পথ মসৃণ হয়, তা নয়। দেশটির পুলিশের কর্তৃক গ্রেফতার হন অনেকেই। আবার অনেকেই হন অপহরণের শিকার। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে থাকে অনেক। সূত্র: বাংলানিউজ