আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

বুয়েট শিক্ষার্থী হত্যা
দুটি বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ
ফারদিন হত্যার ঘটনায় এখনো জড়িতদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধুকে আসামি করে মামলা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশ হত্যার ঘটনায় কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথোপকথন ও ঘটনার দিন রামপুরা থেকে জুরাইন যাওয়ার গতিবিধি পর্যালোচনা করে দুটি কারণকে বেশি গুরুত্ব দিচ্ছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। নিখোঁজ হওয়ার তিন দিন পর গত সোমবার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত বুধবার দিবাগত রাতে বাবা কাজী নূর উদ্দিন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেন। এতে ছেলের বন্ধু আয়াতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বুশরাকে রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি গতকালই ডিবিতে হস্তান্তর করা হয়েছে।বুশরাকে মামলার আসামি করা প্রসঙ্গে ফারদিনের মা ফারহানা ইয়াসমিন বলেন, ‘তাঁর ছেলে নিখোঁজ হওয়ার আগের ছয় দিনের মেসেঞ্জার ঘেঁটে বুশরা ছাড়া আর কিছু পাবেন না। তাঁর বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই। আমরা শুধু এতটুকু জানি, ঘটনার দিন বুশরা তাঁর ছেলের সঙ্গে ছিলেন।’ সূত্র: প্রথম আলো

কমছে না চালের দাম মাছের বাজারও চড়া

রাজধানীর বাজারগুলোতে চালের খুচরা দাম কমছে না। প্রায় সব ধরনের চাল গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ দিন দিন বাড়ছে, যার প্রভাব পড়ছে দামেও। বাজারভেদে বেগুন, শিম, টমেটোর দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।বে মাছের দাম চড়া।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এবং শুক্রাবাদ ও কাঁঠালবাগানের বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দরদামের এমন চিত্র পাওয়া গেছে।চালের দামে অস্বস্তি-চালের দাম না কমায় চাপে পড়েছে নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না—সরকারের পক্ষ থেকে বারবার এ কথা বলা হলেও প্রায় সব বাজারেই এই নামে চাল বিক্রি হচ্ছে। বোর্ডে তা টাঙিয়েও রেখেছেন ব্যবসায়ীরা। বাজারভেদে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭১ থেকে ৭৫ টাকা দরে, যা গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে। ব্রি-২৮ (মোটা চাল) প্রতি কেজি ৫৮ থেকে ৬০ টাকা, চিনিগুঁড়া ১৩০ টাকা, নাজিরশাইল ৬৮ থেকে ৮৪ টাকা, লাল চাল ৮০ টাকা, মোটা আতপ চাল ৪৪ টাকা, কাটারি আতপ ৭৮ থেকে ৮২ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সূত্র; কালের কণ্ঠ

বাড়ি বাড়ি তল্লাশি, চলছে পুরোনো মামলায় গ্রেপ্তার

চলছে কথার যুদ্ধ, পাল্টাপাল্টি হুমকি, একের পর এক সমাবেশ, জনস্রোত দেখানোর প্রতিযোগিতা। হামলা-মামলা-ধরপাকড়ও থেমে নেই। সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের বেশি সময় আগেই প্রধান দুই রাজনৈতিক দল রাজপথ দখলের লড়াইয়ে নেমেছে। সামনে ডেটলাইন ১০ ডিসেম্বর। ওই দিনই রাজধানীর বুকে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। আর তাতেই নতুন করে তেতে উঠেছে রাজনীতির ময়দান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বাহাসে উত্তেজনার পারদ চড়েছে। আওয়ামী লীগ নেতারা বিভিন্ন সমাবেশে বারবার বলছেন, ‘খেলা হবে।’ বিএনপিও সভা-সমাবেশে পাল্টা উত্তেজনাকর বক্তব্য ছুড়ছে। এরই মধ্যে শত বিপত্তি ঠেলে পাঁচটি বিভাগীয় গণসমাবেশ শেষ করছে বিএনপি। পাল্টা শক্তি দেখাতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে যাচ্ছে আওয়ামী লীগও। বাগ্‌যুদ্ধের পাশাপাশি সরকারবিরোধী এ আন্দোলন সামনে রেখেই ঢাকাসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানও চলছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে চলছে হামলা-মামলাও। নির্দলীয় সরকারের দাবিতে এক দফা চূড়ান্ত আন্দোলনের আগে আরও বড় সাঁড়াশি অভিযানের আশঙ্কা করছেন দলটির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকায় মহাসমাবেশের আগে গণগ্রেপ্তারে নামতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন মামলার পাশাপাশি পুরোনো মামলার জামিন বাতিল ও অচেনা আসামি হিসেবেও গ্রেপ্তার হতে পারেন অনেকে। সূত্র; সমকাল

Nagad

আইএমএফ’র ৪৫০ কোটি ডলার ঋণ
মন্দের চেয়ে ভালোই বেশি
ঋণ অনুমোদন করলেও শর্তের ওপর নজর থাকবে, সমঝোতা অনুযায়ী কাজ হচ্ছে কি না সেদিকেও দৃষ্টি রাখবে

বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা মনে করেন, এই ঋণের ভালো-মন্দ দুটো দিকই আছে।তবে এ মুহূর্তে ঋণের প্রয়োজন ছিল বাংলাদেশের। এতে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বিদেশে ইতিবাচক বার্তা যাবে, যা বিদেশি কম সুদের ঋণ পেতে সহায়ক হবে।সরকার আর্থিক খাত সংস্কার শুরু করতে বাধ্য হবে। মন্দদিকের মধ্যে রয়েছে-ঋণের শর্তের কারণে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়াতে হবে; যা মূল্যস্ফীতির হারও আরও চাপে ফেলবে।মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। আমদানি পণ্যের শুল্ক কমানোর কারণে দেশীয় শিল্পের সুরক্ষা চ্যালেঞ্জের মুখে পড়বে। আইএমএফ-এর ঋণের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা করা সম্ভব হবে না।এতসবের পরও এ ঋণে মন্দের চেয়ে ভালো দিকই বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে আন্তর্জাতিক সংস্থাটির চাপে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বুধবার জানিয়েছেন, ‘গ্রস রিজার্ভ থেকে বিভিন্ন তহবিলে বরাদ্দ ৮০০ কোটি ডলার বাদ দিলে নিট রিজার্ভ হবে।’বৈশ্বিক মন্দার প্রভাব এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় সরকার আইএমএফ-এর কাছে ৪৫০ কোটি ডলারের ঋণ চায়। সূত্র: যুগান্তর।

সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের অপ্রতুলতা
সবচেয়ে বেশি সংকট কুমিল্লা ও গাজীপুরে

সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের অভাবে দেশের বড় শহরগুলোয় নাগরিক জীবনে দুর্ভোগ বাড়ছে। শহরগুলোয় হেঁটে চলাচল করার মতো নাগরিকবান্ধব সুবিধাও নেই পর্যাপ্ত মাত্রায়। অপরিকল্পিত ও লক্ষ্যহীনভাবেই সম্প্রসারণ এবং শিল্পায়ন ঘটছে নগরগুলোয়। জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণেও বলা হয়েছে, সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের মতো অপরিহার্য নাগরিক সুবিধার অপ্রতুলতা নিয়েই নগরায়ণ ঘটছে বাংলাদেশে। এদিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের বড় শহর ও শিল্প এলাকাগুলো। জাতিসংঘের মানববসতি সংস্থার (ইউএন হ্যাবিটাট) ‘ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট ২০২২’ প্রতিবেদনে তুলে ধরা এমনই এক পর্যবেক্ষণে উঠে এসেছে, সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের সুবিধার দিক থেকে কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ ও রাজধানী ঢাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ।
রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোর প্রায় সবই সম্প্রসারণ হয়েছে অপরিকল্পিতভাবে। জনসাধারণের জন্য সহজ গণপরিবহন ও উন্মুক্ত স্থানের মতো নাগরিক সুবিধাগুলো এসব শহরের উন্নয়ন ভাবনায় তেমন একটা গুরুত্ব পায়নি। যদিও নগরবাসীর শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য সুবিধাগুলো নিশ্চিত করার দাবি দীর্ঘদিন ধরেই তুলছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নগরে পর্যাপ্ত উন্মুক্ত স্থানের অভাব অনুভূত হচ্ছে বেশ জোরেশোরেই। এসব সুবিধার অভাবে নগরগুলোর পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, তেমনি দুর্ভোগের মাত্রাও বেড়েছে নাগরিকদের। সূত্র: বণিক বার্তা।

বকেয়া ৮ হাজার কোটি টাকা নিয়ে বিমানের লুকোছাপা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে (বেবিচক) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট বকেয়া ৮ হাজার ৮০ কোটি টাকা। অথচ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে বিমান এক চিঠিতে জানিয়েছে, বেবিচকের কাছে বিমানের দেনা ৪ হাজার ৭৪৪ কোটি টাকা। এদিকে বেবিচক কর্তৃপক্ষ বলছে, সারচার্জ বাবদ বিমানের কাছে তার পাওনা ৬ হাজার ৬৬১ কোটি টাকা। আর শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা বিমান বলছে, সারচার্জ বাবদ বেবিচক পাবে ৩ হাজার ৪৪৯ কোটি টাকা। সূত্র: দৈনিক বাংলা।

শোডাউনে থাকবে আওয়ামী লীগ
কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা সম্মেলন ডিসেম্বর জুড়ে, ঢাকায়ও নানা কর্মসূচি

টানা কর্মসূচি নিয়ে রাজধানীসহ সারা দেশে ব্যাপক শোডাউন করবে আওয়ামী লীগ। কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলা এবং দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন অব্যাহত রাখবে ক্ষমতাসীনরা। রাজধানী ঢাকায় জোনভিত্তিক ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতারা। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি মোকাবিলায় এমন পরিকল্পনা আছে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নই। দলের কেন্দ্রীয় সম্মেলন ২৪ ডিসেম্বর। চলতি মাসসহ ডিসেম্বরে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন রয়েছে কয়েকটি। এ ছাড়াও দিবসভিত্তিক কর্মসূচি রয়েছে। জেলা-উপজেলা সম্মেলন চলছে। আমরা সাংগঠনিক কাজের মধ্যেই আছি। চলতি মাস থেকে এ কর্মসূচি আরও জোরদার করা হবে। রাজপথে সক্রিয় কর্মসূচি নিয়ে আমরা স্বাধীনতাবিরোধীদের আস্ফালন প্রতিহত করব।’ দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে না গেলেও রাজধানীতে টানা কর্মসূচি নিয়ে শোডাউন করবে আওয়ামী লীগ। চলতি মাসের ২৬ তারিখ মহিলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন, ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ২৪ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলন। প্রতিটি সম্মেলন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। প্রতিটি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, বিএনপি নেতারা ঘোষণা দিয়েছেন ১০ ডিসেম্বরের পর দেশ খালেদা জিয়ার কথায় চলবে। এটা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তারা বলছেন, খালেদা জিয়ার কথায় এখন বিএনপিই চলে না। দেশ চলা দুঃস্বপ্ন। কিন্তু তারা একটা ‘গ-গোল’ করতে চায়। বিএনপি নেতাদের সাম্প্রতিক কর্মকান্ডে তা প্রতীয়মান হয়েছে। সে কারণে তারা দলীয় কর্মসূচিতে লাঠিসোঁটা নিয়ে আসছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘খুনি, সন্ত্রাসী, স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, মানবতাবিরোধীদের রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই দলের আন্দোলন মানেই আগুন-সন্ত্রাস ও মানুষ পোড়ানো, হত্যা, খুন এবং গুম করা। বিএনপির টার্গেট পেছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। তারা কোনোভাবেই নির্বাচনে বিশ্বাসী নয়। বিএনপির রাজনীতির নামে মানুষ হত্যার অপরাজনীতি কঠোরভাবে দমন করা হবে। আমরা তাদের ছাড় দেব না। তবে গণতান্ত্রিক আন্দোলন করলে স্বাগত জানানো হবে।’ সূত্র; বিডি প্রতিদিন।

ইভিএমে প্রতিটি ভোট পুনর্গণনা কি সম্ভব? হলে কীভাবে?
ইভিএমের ভোট ‘পুনর্গণনা’র দাবি ইসি করলেও যার আবেদনে এই পদক্ষেপ নেওয়া হল, সেই প্রার্থী বলছেন, এটা ‘লোক দেখানো’, বরং আগের ফলাফলের পুনঃপ্রিন্ট।নির্বাচনী আপিল ট্রাইবুনালের একটি রায়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গৃহীত ভোট ‘পুনর্গণনা’ করার পর তা নিয়ে চলছে আলোচনা। ২০১০ সালে দেশে চালুর পর এই প্রথম যন্ত্রে দেওয়া ভোট পুনর্গণনার দাবি করল নির্বাচন কমিশন (ইসি)।তবে ‘পুনর্গণনার’ পর ওই নির্বাচনের ফল একই থেকেছে। আর যার আবেদনে এই ভোট পুনর্গণনা হল, সেই প্রার্থী এই পুনর্গণনাকে বলেছেন ‘লোক দেখানো’। তার ভাষায়, এটা আগের ফলাফলের পুনঃপ্রিন্ট।ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বোঝা গেছে, কাগজের ব্যালটে যেভাবে প্রতিটি ভোট পুনর্গণনা হয়, ইভিএমের ক্ষেত্রে সেভাবে হয়নি। এখানে শুধু কেন্দ্রের সমন্বিত ফল কেবল যোগ করা হয়েছে মাত্র। সূত্র: বিডি নিউজ

মাথাব্যথার বড় কারণ হবে পরিবেশ দূষণ

রিবেশের নানাবিধ দূষণ পৃথিবী জুড়েই আনুপাতিক হারে বেড়েছে। চারিদিকে শিল্পায়নের চাপে আগামীর প্রাণ-প্রকৃতি নিঃসন্দেহে পড়তে যাচ্ছে বড় হুমকির মুখে। এর সব চেয়ে বড় প্রভাব পড়েছে জলবায়ুতে। এরইমধ্যে তা দৃশ্যমান। এমনকি দক্ষিণ মেরুর বরফ গলতে থাকার আশংকাজনক তথ্যও পাওয়া গেছে।এ অবস্থায় জরুরি পদক্ষেপ এখনই গ্রহণ করতে না পারলে আগামীতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো পড়বে সবচেয়ে বেশি হুমকিতে। সূত্র: বাংলানিউজ