আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

নেভাদাতেও জয়, সিনেট থাকছে ডেমোক্র্যাটদের হাতেই

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেট নিয়ন্ত্রণের লড়াইয়ে এগিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট দল। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, নেভাদা অঙ্গরাজ্যেও জয় পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে ডেমোক্র্যাটরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, নেভাদায় ডেমোক্র্যাট নেতা ক্যাথেরিন কর্টেজ মাস্তো জয় পেয়েছেন। এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের পাওয়া আসনসংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে। আর রিপাবলিকানরা জয় পেয়েছে ৪৯টি আসনে।এখন শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল বাকি আছে। আগামী মাসে দ্বিতীয় দফার নির্বাচনের মধ্য দিয়ে জর্জিয়ার ফলাফল নির্ধারিত হবে। তবে এএফপি বলছে, নেভাদায় জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়ে গেছে। কারণ, জর্জিয়ায় যদি রিপাবলিকানরাও জেতে তবে দুই দলের প্রাপ্ত আসনসংখ্যা হবে ৫০টি করে। সূত্র: প্রথম আলো

শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে সোমবার
একগুচ্ছ সংকট সূচিতে নিয়ে বসছেন জি২০ নেতারা

বিশ্বের প্রভাবশালী ও উদীয়মান অর্থনৈতিক শক্তির জোট জি২০-এর নেতারা আগামী সোমবার ইন্দোনেশিয়ার বালিতে মিলিত হচ্ছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বৈশ্বিক মহামন্দার আশঙ্কা, বৈশ্বিক উষ্ণায়ন—এ রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রভাব ফেলবে জোটের এবারের সম্মেলনে।একাধারে জি২০ সম্মেলনে যোগদান এবং নমপেনে বৈঠকরত আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের লক্ষ্যে আফ্রিকার জলবায়ু সম্মেলন থেকে এশিয়ার মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার কম্বোডিয়ার নমপেনে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান।বালিতে জি২০ সম্মেলনের পর্দা ওঠার পর সেখানে মুখোমুখি বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাঁদের আলাপে তাইওয়ান ও উত্তর কোরিয়ার প্রসঙ্গ উঠে আসবে বলে জানিয়েছিলেন বাইডেন ও তাঁর সহযোগীরা। সূত্র: কালের কণ্ঠ

রাজীবের ঘাতকরা ৩১ বছর পর কারামুক্ত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার ঘাতকরা ৩১ বছরের কারাবাস শেষে গতকাল সন্ধ্যার দিকে কারাগার থেকে ছাড়া পান। নলিনী শ্রীহরণ ও অন্য পাঁচ আসামিকে সুপ্রিম কোর্ট মুক্তির নির্দেশ দেওয়ার এক দিন পর তারা কারামুক্ত হন। দেশটির বহুল আলোচিত রাজীব গান্ধী হত্যা মামলায় মুক্তিপ্রাপ্তরা হলেন- নলিনী শ্রীহরণ, তার স্বামী মুরুগান, সান্থান, রবার্ট পায়াস এবং জয়কুমার। গতকাল ভেলোরের কারাগারে সব আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এই মামলার আরেক আসামি আরপি রবিচন্দ্রনকেও যে কোনো সময় জেল থেকে মুক্তি দেওয়া হতে পারে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাজীব গান্ধী হত্যা মামলার অন্যতম আসামি নলিনী শ্রীহরণ গত বছর তামিলনাড়ু রাজ্য সরকারের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন। আবেদনের পর তামিলনাড়ু সাসপেনশন অব সেন্টেন্স রুলস-১৯৮২ এর আওতায় রাজ্য সরকারের অনুমোদনে গত বছরের ২৭ ডিসেম্বর থেকে প্যারোলে মুক্ত ছিলেন। পরে প্যারোলের শর্ত অনুযায়ী, গতকাল সকালের দিকে ভেলোরের একটি থানায় গিয়ে পুলিশের কাছে হাজিরা দেন নলিনী। সেখান থেকে ভেলোরে নারীদের বিশেষ কারাগারে নেওয়া হয় তাকে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ইউরোপে আটক রুশ জাহাজের বন্দর ছাড়ার অনুমতি দিলো ইইউ

ইউরোপের বন্দরে কিছু মাস ধরে আটক করে রাখা রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার উদ্দেশ্যে রওনা করার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাহাজটি বর্তমানে বিশ হাজার টন সারসহ নেদারল্যান্ডসের রোটেরডাম বন্দরে আছে। আরটি বিজনেস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১১ নভেম্বর) জাতিসংঘ ঘোষণা করেছে, আফ্রিকার দেশ মালাভির উদ্দেশ্যে জাহাজটিকে রওয়ানা করার অনুমতি দিয়েছে নেদারল্যান্ডস। আফ্রিকার দরিদ্র দেশ মালাভিকে রাশিয়া এই ২০ হাজার টন সার অনুদান হিসেবে দিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কৃষি পণ্য রফতানিতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে, এতে রাশিয়া অব্যাহতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে খাদ্য শস্য রফতানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল সেই সময় রাশিয়ার কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই মাসের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি। সূত্র: ইত্তেফাক

আন্তর্জাতিক
বাইডেন ও চিন পিংয়ের বৈঠকে গুরুত্ব পাবে তাইওয়ান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আগামীকাল সোমবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি২০ সম্মেলনের এক ফাঁকে সাক্ষাৎ করবেন। দুই নেতার এই বৈঠক নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তাদের আলোচনায় উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে তাইওয়ান প্রসঙ্গ প্রভৃতি বিষয় স্থান পেতে পারে। বিবিসি জানায়, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম চিন পিংয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে যাচ্ছেন। বছর দশেক আগে তাদের দেখা হলেও তখন দুই জনের কেউই তখন নিজ নিজ দেশের শীর্ষ পদে ছিলেন না। এবার এমন এক সময়ে তাদের বৈঠক হচ্ছে, যখন তাইওয়ান প্রসঙ্গ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি শীতল অবস্থায় রয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যাওয়ায় চীন সাংঘাতিক অসন্তুষ্ট হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

কম্বোডিয়াকে কলাম্বিয়া বললেন বাইডেন
উত্তরের লাগাম টানতে চীনকে চায় যুক্তরাষ্ট্র

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগামী ১৫-১৬ নভেম্বর জি-২০ সম্মেলনে মিলিত হচ্ছেন বিশ্বের বাঘা বাঘা নেতারা। সম্মেলনের ফাঁকে আগামী সোমবার প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে জিনপিংকে অনুরোধ করবেন বাইডেন। এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স, এএফপি।শুক্রবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, উত্তর কোরিয়ার সবচেয়ে খারাপ প্রবণতাগুলো নিয়ন্ত্রণে গঠনমূলক ভূমিকা পালনে আগ্রহী বাইডেন। এ সময় জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে শনিবার আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন। আর সেখানে (কম্বোডিয়া) পৌঁছেই সেই পুরোনো ভুল। প্রেসিডেন্ট বাইডেনের (৭৯) বার্ধক্যজনিত এই ভুলের সৌজন্যে এদিন একটি আশ্চর্যজনক ‘নতুন’ সদস্য পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্লক আসিয়ান। নাম ‘কলাম্বিয়া’। আসলে ব্যাপারটা তা নয়। সূত্র: যুগান্তর

ইরানের বাবর-৩৭৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০০ কিমি দূর থেকে স্টেলথ এফ-৩৫ শনাক্ত করতে পারবে?

গত ৮ নভেম্বর ইরান দেশটির বাবর-৩৭৩ মিসাইল সিস্টেমের একটি আপগ্রেডেড ভার্সন প্রকাশ করেছে। ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য (স্যাম) এ মিসাইল সিস্টেমটির পাল্লা ৩০০ কিলোমিটারের বেশি বলে দাবি করেছে দেশটি। ইরানি কর্তৃপক্ষে আরও দাবি, অনেক দূর থেকেই এফ-৩৫’র মতো স্টেলথ যুদ্ধবিমান শনাক্ত করতেও সক্ষম বাবর-৩৭৩। খবর দ্য ইউরেশিয়ান টাইমস-এর। মিসাইল সিস্টেম প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদরেজা আশতিয়ানি। এ সময় একটি সায়াদ বি৪ দূরপাল্লার মিসাইল নিক্ষেপের মাধ্যমে ওই মিসাইল সিস্টেমটি পরীক্ষা করা হয়।ওই পরীক্ষায় বাবর-৩৭৩’এর রাডার ৪৫০ কিমি দূরের লক্ষ্যবস্তু সফলভাবে শনাক্ত করেছে বলে দাবি ইরানের। প্রায় ৪০৫ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে তারপর ৩০০ কিমি দূর থেকে এটিকে ধ্বংস করে বাবর-৩৭৩। সূত্র: বিজনেস স্ট্যান্ডান্ড।

সিডনিতে নোঙর করা প্রমোদ তরীর ৮০০ যাত্রীর কোভিড পজিটিভ

অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করা একটি প্রমোদ তরীর প্রায় ৮০০ আরোহীর কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানীর বন্দরে নোঙর করা জাহাজটির নাম ম্যাজেস্টিক প্রিন্সেস।কার্নিভাল অস্ট্রেলিয়া কোম্পানি জানিয়েছে, পরীক্ষায় তাদের মালিকানাধীন জাহাজটিতে থাকা প্রায় ৮০০ আরোহীর কোভিড পজিটিভ এসেছে। জাহাজটিতে কোভিড-১৯ প্রটোকল পর্যাপ্ত ছিল বলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার জনগণকে আশ্বস্ত করেছেন।নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই প্রাদুর্ভাবের ঝুঁকির মাত্রা ‘স্তর ৩’ বলে নির্ধারণ করেছে; এটি উচ্চ স্তরের সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সূত্র: বিডি নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৪ জন। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৩১১ জন।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ৯৫ জন।অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫১৪ জন এবং মারা গেছেন ৬২ জন। রোববার (১৩ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১ লাখ ৫ হাজার ২৬৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ১৪ হাজার ৯৭১ জনের। সূত্র: চ্যানেল আই

কপ২৭ সম্মেলনে জো বাইডেন
পৃথিবীর অস্তিত্বকে হুমকিতে ফেলছে বৈশ্বিক উষ্ণায়ন

মিসরে শুরু হওয়া কপ২৭ জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন এ পৃথিবীর অস্তিত্বের হুমকি সৃষ্টি করছে। তবে এ ঝুঁকি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।ইউরোপে যুদ্ধ থেকে শুরু করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, এসব সামলানোর পাশাপাশি বর্তমানে জলবায়ু সংকটের দিকে নজর দেয়া হচ্ছে। ফলে আন্তর্জাতিক মনোযোগও সরে গিয়েছে। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ অবস্থা এড়াতে বৈশ্বিক যে প্রত্যাশা সেটাকে আরেকটু উৎসাহী করতেই এ বক্তব্য দেন বাইডেন। শার্ম এল-শেখ শহরে সমুদ্রতীরবর্তী এক রিসোর্টে আয়োজিত জাতিসংঘের সম্মেলনে জো বাইডেন বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং এ পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য জলবায়ু সংকট নিরসন জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি এখানে দাঁড়াতে পারি এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব। সূত্র: বণিক বার্তা।