শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ মুখোমুখি হয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তান। শিরোপা নির্ধারণী এই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে।

রোববার (১৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপা জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এর ফলে ব্যাটিংয়ে নেমেছে বাবর আজমের দল।

১৯৯২ সালে এই মেলবোর্নেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো পাকিস্তান। এবার আবারও সেই একই মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে দু’দল। স্বাভাবিকভাবেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটাতে মরিয়া বাবর আজমের দল। ইংল্যান্ড চাইবে ইতিহাস বদলে দিতে।

পাকিস্তান যে পথে ফাইনালে

এক. ভারতের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
দুই. জিম্বাবোয়ের কাছে ১ রানে হার মানে।
তিন. নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে।
চার. দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে হারায়।
পাঁচ. বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে।
ছয়. সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়।

ইংল্যান্ড যে পথে ফাইনালে

Nagad

এক. আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
দুই. আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হার মানে।
তিন. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
চার. নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে দেয়।
পাঁচ. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয় তুলে নেয়।
ছয়. সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে পরাজিত করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও পাকিস্তান দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াশিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্দান, স্যাম কারেন।

সারাদিন/১৩ নভেম্বর/এমবি