‘আমাদের তো সমাবেশ না, সম্মেলন হচ্ছে, এগুলো রুটিন কাজ’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টিতে নেই। তারা তো সম্মেলন করেই না, আমরা আমাদের নিয়মিত সম্মেলনের কাজ করছি। আমাদের তো সমাবেশ না, সম্মেলন হচ্ছে। এগুলো আমাদের রুটিন কাজ।’

সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির জনপ্রিয়তা দেখে নাকি আমরা ইর্ষান্বিত। জনপ্রিয়তাটা কিভাবে বুঝলেন? নির্বাচনে আসেন, নির্বাচনে প্রমাণ হবে, কারা জনপ্রিয়। শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হারানো হাওয়া ভবন ফিরে পেতে চায়। তবে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে। নির্বাচনে এলেই দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

বিএনপির প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্র চর্চা নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

Nagad