আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

১০ ডিসেম্বর বিএনপি ঢাকা ‘দখল’ করবে না

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ। ওই দিন রাজধানী ঢাকায় কী হচ্ছে, এরই মধ্যে নানা মহলে এমন আলোচনা চলছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেভাবে এই সমাবেশকে ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনা করছে, তাতে আলোচনা আরও ভিন্ন মাত্রা পাচ্ছে। ফলে ১০ ডিসেম্বর আসলেই ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে রাজনীতিতে নতুন একটা পরিস্থিতির আভাস দিচ্ছে। যদিও বিএনপির নেতারা বলছেন, তাঁরা সারা দেশে বিভাগীয় পর্যায়ে যে গণসমাবেশ করেছেন, তারই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবে। নয়টি বিভাগে সমাবেশের পর ঢাকায় তাঁদের শেষ গণসমাবেশ। এই সমাবেশ ঘিরে ঢাকা দখল বা অবরুদ্ধ করে সরকার পতনের ডাক দেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। শুধু বড় জনসমাবেশ করাই তাঁদের লক্ষ্য। সূত্র; প্রথম আলো

তৃণমূলে ঐক্যের তাগিদ শেখ হাসিনার
সক্রিয় হয়ে উঠছে রাজনীতির মাঠ। বিএনপি বিভাগীয় গণসমাবেশ চালিয়ে যাচ্ছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। বসে নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। বিরোধীদের মোকাবেলা করতে সম্মেলন-সমাবেশ করে তৃণমূলের সব স্তরে ঐক্য প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছে দলটি

আওয়ামী লীগের তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করতে জেলা ও মহানগর কমিটির নেতাদের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এমন নির্দেশনা দেন আওয়ামী লীগের সভাপতি।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র কালের কণ্ঠকে জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা ও মহানগরের নেতাদের উদ্দেশে বলেছেন, টানা তিন মেয়াদে সরকারের উন্নয়নগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে।
স্থানীয় পর্যায়ে এখনো প্রয়োজনীয় যে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়নি, সেগুলো আগামী মেয়াদে করার প্রতিশ্রুতি দিতে হবে। সর্বোপরি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। সূত্র: কালের কণ্ঠ

রাজউক অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্প ৩৬টি

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার ভূমি ব্যবহার, আবাসনসহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিতে হয়। ১৯৮৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৮ বছরে রাজউক ও অন্যান্য সংস্থার (১৯৮৭ সালে রাজউক প্রতিষ্ঠার আগেসহ) অনুমোদিত ভূমি উন্নয়ন প্রকল্প ৩৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রকল্প ইস্টার্ন হাউজিং লিমিটেডের। চলতি মাসে জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের উত্তরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানান, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুসরণ করে আবাসন প্রকল্পের অনুমোদন চলমান আছে। এ বিধিমালার আওতায় ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত (২০২২) ১০টি বেসরকারি আবাসন প্রকল্প অনুমোদন দিয়েছে রাজউক। তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন সূত্র থেকে বিধিমালা জারির আগের (১৯৮৪ থেকে ২০০৩ সাল) অনুমোদন দেয়া ২৬টি প্রকল্পেরও তথ্য পাওয়া গিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫)-এর বিধি ১৮ অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত কমিটি শর্তসাপেক্ষে বেসরকারি আবাসিক প্রকল্পের অনুমোদন দেয়। ২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত অনুমোদন পাওয়া ১০টি প্রকল্প ইস্টার্ন হাউজিং লিমিটেডের গোড়ান চটবাড়ি (পল্লবী দ্বিতীয় পর্ব) আবাসিক প্রকল্পের (সংশোধিত ও সম্প্রসারিত এলাকা) ৩৩৫ দশমিক ৪১ একর (জিআইএস ডাটাবেজ থেকে প্রাপ্ত) এবং দুই পর্যায়ে ডিসি অফিস থেকে সাফকবলা দলিলমূলে প্রত্যয়নকৃত ২৮১ দশমিক ৯৯ একর। ইস্টার্ন হাউজিংয়েরই আরেকটি প্রকল্প এ তালিকায় রয়েছে। সূত্র: বণিক বার্তা।

Nagad

প্লাজমা-বেজড ওষুধে ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সিনোভ্যাক

বাংলাদেশে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে প্লাজমা-বেজড ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে কোভিডের টিকা তৈরি করা চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক।ওষুধটি বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সূত্র থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেড নামে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েছে। একইসঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গেও যৌথভাবে কোভিডের টিকা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
আগামী বছরের মার্চ বা এপ্রিল নাগাদ প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জায়গায় মানবদেহের রক্ত থেকে প্লাজমা সংগ্রহের কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ প্রক্রিয়ায় রক্তের প্লাজমাকে তার বিভিন্ন উপাদানে আলাদা করে তা থেকে ওষুধ তৈরি করা হয়। আশা করা হচ্ছে, এসব প্লাজমা থেকে প্রায় ৮ ধরনের ওষুধ তৈরি করবে প্রতিষ্ঠানটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

উৎকণ্ঠা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায়

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে খোদ সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে। বিভিন্ন ক্যাম্পের একের পর এক সোর্সের ওপর হামলা ও খুনের ঘটনায় প্রকাশ করা হয়েছে উৎকণ্ঠা। দেশের আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উঠে এসেছে এ উদ্বেগ। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কার কথাও এসেছে বৈঠকে। এজন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার নবম বৈঠকের কার্যবিবরণী অনুসারে, সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধান বৈঠকে বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ ও মাদকের ব্যবহার দিন দিন বাড়ছে। মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য ক্যাম্পের অভ্যন্তরে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ক্যাম্পের ভিতরে যারা সরকারের বিভিন্ন সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাদের ওপর আক্রমণও বেড়েছে। এজন্য ক্যাম্পের অভ্যন্তরে নজরদারি ও তল্লাশি বাড়ানো প্রয়োজন। সূত্র: বিডি প্রতিদিন।

তল্লাশি গ্রেপ্তার হামলায় উৎকণ্ঠায় নেতাকর্মীরা
সিলেটে বিএনপির সমাবেশ
বিএনপির বিভাগীয় সমাবেশ সামনে রেখে সিলেটে রাত-দিন চলছে প্রচারকাজ। চার লাখ লোক সমাগমের লক্ষ্য নিয়ে বিএনপি নেতাকর্মীরা মাঠ-ঘাট চষে বেড়ালেও বিভিন্ন স্থানে তাঁদের বাসাবাড়িতে পুলিশের তল্লাশি, নেতাকর্মীকে গ্রেপ্তার ও হামলার কারণে তাঁদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। সমাবেশের আগে আরও এ ধরনের হুমকি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিএনপি নেতাকর্মীরা। আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ হবে।সর্বশেষ মঙ্গলবারও সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে বিএনপি ও ছাত্রদলের প্রচার মিছিল চলাকালে দফায় দফায় ধাওয়া করেছে উপজেলা ছাত্রলীগ। দুপুরে পৌর শহরের দক্ষিণবাজারের এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ইটের আঘাতে মুসলিম মিয়া নামের এক শ্রমিক আহত হন। সূত্র: সমকাল

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ
কর্মসূচি ঘিরে নানা শঙ্কা

১০ ডিসেম্বর ঘিরে রাজনীতিতে শুরু হয়েছে উত্তেজনা। দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে বাগ্যুদ্ধ। ডিসেম্বরে ঢাকার রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে দুদল। ওইদিন ঢাকা মহানগরকে ‘বিচ্ছিন্ন’ করার পরিকল্পনা নিয়েছে আ.লীগ। বিএনপিকে ঠেকাতে ঢাকার প্রবেশপথে বসানো হতে পারে চেকপোস্ট। ঢাকা জেলা আ.লীগের পক্ষ থেকে সাভারে জনসভা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়সহ ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেবেন নেতাকর্মীরা। গণসমাবেশের আগে ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা হতে পারে-এমন আভাস দিয়েছেন গণপরিবহণসংশ্লিষ্টরা। ঢাকার গণসমাবেশে নানা বাধা আসবে-এমনটা ধরে নিয়েই ‘ঐতিহাসিক’ গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকাকে বিচ্ছিন্ন করা হলে কীভাবে সমাবেশস্থলে আসবে সেই পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসিক হোটেলে আগতদের বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেসগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। পহেলা ডিসেম্বর থেকে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে সতর্কাবস্থায় থাকবে পুলিশ। সব মিলিয়ে এ কর্মসূচি
ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এক ধরনের আতঙ্ক। রাজপথে বড় ধরনের সংঘাত হতে পারে-এমন আশঙ্কা তাদের। সূত্র: যুগান্তর

রপ্তানি আয় বাড়ানো কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাংলাদেশের জন্য?

বিশ্ব জুড়ে মূল্যস্ফীতি এবং অর্থনেতিক মন্দার পূর্বাভাসের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয়ও কমতে শুরু করেছে। আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় কমে আসার কারণে বাণিজ্যের ঘাটতিও আরও বড় হয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৪.৩৫ বিলিয়ন ডলার, যা গত বছরের অক্টোবর মাসের তুলনায় আট শতাংশ কম।এর আগে সেপ্টেম্বর মাসেও নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। সেই মাসে রপ্তানি আয়ে ৬.২৫ শতাংশ কমে যায়। তবে জুলাই ও অগাস্ট মাসে ভালো রপ্তানি আয় করেছিল বাংলাদেশ। এরপরেই নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়। রপ্তানির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সও কমেছে। সূত্র: বিবিসি বাংলা।

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হলো। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৭২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২১৩ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৫ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ হাজার ৯২৮ জন। সূত্র: ঢাকাপোস্ট

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে।সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার-১৬ নভেম্বর চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে। সূত্র: বাংলানিউজ