আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

পোল্যান্ডে ‘ক্ষেপণাস্ত্র হামলা’
বাইডেন-দুদা ফোনালাপ, জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো ও জি-৭

পোল্যান্ড সীমান্তে কথিত রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ‘পরবর্তী করণীয়’ ঠিক করতে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭। খবর এএফপি ও বিবিসির।
গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হন। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা।
গতকাল হোয়াইট হাউস জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী করণীয় নিয়ে পোলিশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। দুজনে বলেন, ‘তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপযুক্ত পরবর্তী পদক্ষেপ নির্ধারণে তাঁদের এবং তাঁদের টিমগুলোর ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলা উচিত। সূত্র: প্রথম আলো

গতি হারাচ্ছে চীনা অর্থনীতি
অক্টোবরে খুচরা বিক্রিতে পতন শিল্পোৎপাদনে ধীরগতি
চীনের শিল্পোৎপাদন প্রত্যাশার চেয়েও ধীরগতিতে বেড়েছে, যখন খুচরা বিক্রি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে। অক্টোবরের এ পরিসংখ্যান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি গতি হারানোর ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘায়িত কভিডজনিত বিধিনিষেধ এবং রিয়েল এস্টেট খাতের মন্দা মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশটি। গত মাসে আবাসন খাতের বিনিয়োগ ৩২ মাসের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। অর্থনীতিতে এক-চতুর্থাংশ অবদান রাখা খাতটির সংকট সময়ের সঙ্গে সঙ্গে আরো গভীর হচ্ছে। রয়টার্সের খবর অনুসারে, চীনের অর্থনীতি জিরো-কভিড নীতি, রিয়েল এস্টেট খাতের মন্দাসহ বেশ কয়েকটি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। বিধিনিষেধ শিথিল এবং আবাসন বাজারে আর্থিক সহায়তার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক হিসেবে কাজ করছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বেইজিংয়ের কঠোর কভিড নীতি অর্থনৈতিক কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলা অব্যাহত রাখবে।গতকালের পরিসংখ্যানগুলো একটি দুর্বল অর্থনীতির দিকে ইঙ্গিত করার সর্বশেষ তথ্য। এর আগে রফতানিতে অপ্রত্যাশিত সংকোচন এবং নতুন ব্যাংকঋণ আশঙ্কার চেয়ে বেশি কমে যায়। সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্যও অভ্যন্তরীণ চাহিদা পতনের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: বণিক বার্তা।

জি২০ সম্মেলনে জেলেনস্কির ভাষণ
ইউক্রেনীয় শান্তি প্রস্তাব নাকচ রাশিয়ার
► ইউক্রেনের প্রস্তাব অবাস্তব : লাভরভ ► ঘোষণার খসড়ায় ইউক্রেন যুদ্ধের নিন্দা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দেওয়া শান্তি প্রস্তাব গ্রহণ করেনি রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি২০ জোটের সম্মেলনে গতকাল মঙ্গলবার জেলেনস্কি ১০ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করেন। বিশ্বনেতাদের তীব্র নিন্দার পরিপ্রেক্ষিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলন শেষ না করে গতকালই রাশিয়ার উদ্দেশে যাত্রা করেন।জি২০ সম্মেলনের ঘোষণার গতকাল ফাঁস হওয়া খসড়ায় দেখা গেছে, নেতারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নিন্দা করেছেন। তবে এই খসড়া আজ বুধবার চূড়ান্ত হওয়ার কথা। ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে গতকাল আনুষ্ঠানিকভাবে জি২০ সম্মেলন শুরু হয়। আজ বুধবার ঘোষণা গ্রহণের মাধ্যমে তা শেষ হওয়ার কথা। গতকাল এতে ভিডিও মাধ্যমে যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ১০ দফা শান্তি প্রস্তাব দেন। জি২০ থেকে রাশিয়ার নাম বাদ দিয়ে জোটটিকে জি১৯ সম্বোধন করে জেলেনস্কি এই প্রস্তাব তুলে ধরেন। সূত্র: কালের কণ্ঠ

নিলামে ২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হলো স্টিভ জবসের পুরনো বের্কেনস্টক স্যান্ডেল

Nagad

এক জোড়া ‘সেকেন্ডহ্যান্ড’ (ব্যবহৃত) জুতোর জন্য কত টাকা খরচ করবেন আপনি? অনেকে হয়তো অন্যের ব্যবহার করা জিনিস কিনবেনই না। কিন্তু এখানে যে সেকেন্ডহ্যান্ড জুতোটির কথা হচ্ছে, সেটি সাধারণ কোনো মানুষের নয়। জুতো জোড়াটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের।নিলামে ওঠা তার বের্কেনস্টক অ্যারিজনা ব্র্যান্ডের একজোড়া স্যান্ডেল বি হয়েছে ২ লাখ মার্কিন ডলারের বেশিতে।সপ্তাহান্তে জুতোটি নিলামে ওঠার পর ধারণা করা হয়েছিল, অন্তত ৬০ হাজার ডলার দাম তো উঠবেই। তবে আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৩ লাখ ১ হাজার ৮৬৮ টাকা) বিক্রি হয়েছে জুতো জোড়াটি। নিলাম ঘর জুলিয়ানস অকশনস জানিয়েছে এ তথ্য। খবর সিএনএন-এর। বিক্রির আগে ক্যালিফোর্নিয়ার অকশন হাউসটি জানায়, নিলামে ওঠা জবসের স্যান্ডেলজোড়া বেশ পুরোনো এবং এটি খুব ভালোভাবে ব্যবহৃত। তবে এখনও এটি অক্ষত রয়েছে। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে ‘৮০-এর দশকে এই স্যান্ডেলজোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। তার বাড়ির সাবেক ব্যবস্থাপক মার্ক শেফের কাছে মিলেছিল এই জুতোর সন্ধান। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের তাগিদ
জি-২০ সম্মেলন শুরু

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সম্মেলন জি-২০ শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে গভীর বিভক্তি সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে জোটকে সহায়তা করার পদক্ষেপ নিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার জানানো আহ্বানের মধ্য দিয়ে গতকাল এ সম্মেলন শুরু হয়। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া প্রায় সব শীর্ষনেতাই বালিতে পৌঁছেছেন। সেখানে মোদি প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ থামার ব্যাপারে আওয়াজ তুলেছেন। তিনি বলেছেন, ‘আমি বারবার বলছি, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। আমাদের যুদ্ধবিরতি ও ইউক্রেনে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গত শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেসময়ই বিশ্ব নেতারা শান্তির জন্য চেষ্টা করেছিলেন। এখন আমাদের পালা।’ সূত্র: বিডি প্রতিদিন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, গতকাল রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প ঘোষণা দেন যে, প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন।প্রতিদ্বন্দ্বিতার জন্য ট্রাম্প ইতোমধ্যে কাগজপত্র দাখিল করেছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এক সহযোগী গতকাল ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। সূত্র: সমকাল

স্বপ্নপোড়া আগুনে গৃহদাহ
সিনেট হারানোর প্রভাব রিপাবলিকানে

মধ্যবর্তী নির্বাচনে সিনেট দখলের স্বপ্নপোড়া আগুনে গৃহদাহ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিরোধীদলীয় শিবিরে। কে দায়ী, কার জন্য বেহাল ধস-এই এক তর্কে সারা দিনই একে অপরকে দুষছেন রিপাবলিকানের নেতারা। বেশির ভাগেরই আঙুল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। নির্বাচনি প্রচারে দুর্বল পারফরম্যান্স এবং অযোগ্য প্রার্থীদের মনোনয়নে তার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছেন। রাখঢাক না রেখে গণমাধ্যমের সামনেই বলছেন ‘ট্রাম্প দায়ী’। অ্যারিজোনার গভর্নর নির্বাচনে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকানের অন্যতম হাই প্রোফাইল প্রার্থী ক্যারি লেকের পরাজয়ের পর আরও শক্তিশালী হয়ে উঠেছে ‘ট্রাম্পবিদ্বেষ’। কেউ কেউ আবার সিনেটে তাদের নেতা মিচ ম্যাককনেলের ওপর এই ব্যর্থতার দায় চাপাচ্ছেন।যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলেরই আসন হারানোর প্রবণতা থাকে। তার ওপর এবার ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের চার দশকের রেকর্ড মূল্যস্ফীতি, জ্বালানি তেলের রেকর্ড মূল্য-সর্বোপরি প্রেসিডেন্ট বাইডেনের অজনপ্রিয় হয়ে পড়ার কারণে ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ভোটে ‘লাল ঢেউ’ দেখা যাবে বলে শোরগোল পড়ে গিয়েছিল মার্কিন মুলুকে। ভোটের আগেই জনমত জরিপগুলোও সেই আভাসই দিয়েছিল। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উলটো। সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্রেটিক পার্টি। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এগিয়ে আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ২১৮টি আসন এখনো নিশ্চিত করতে পারেনি। ২১১ আসন নিয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানরা পেয়েছে ২১৫টি। মধ্যবর্তী নির্বাচনে দল প্রত্যাশার চেয়ে ভালো ফল করায় ডেমোক্রেটিক পার্টিতে বাইডেনের অবস্থান শক্তিশালী হয়েছে। হোয়াইট হাউজ থেকে তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর হওয়ার সম্ভাবনার জোর ইঙ্গিত দেওয়া হয়েছে। উলটোদিকে নড়বড়ে হয়ে গেছে ট্রাম্পের ‘প্রেসিডেন্ট স্বপ্ন’। সূত্র; যুগান্তর।

ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলার হত্যা তদন্তে সহায়তা দেবে না ইসরায়েল

ইসরায়েল বলছে, ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলার মৃত্যুর বিষয়ে তারা বাইরের কোন তদন্তে সহযোগিতা করবে না। প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, ঐ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র ভুল করছে। গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে একটি অভিযান কভার করার সময় শিরিন আবু আকলাকে মাথায় গুলি করে হত্যা করা হয়।ত্যক্ষদর্শী জানাচ্ছেন, তিনি ইসরায়েলি সৈন্যদের হাতে গুলিবিদ্ধ হন, এবং একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এরকম সম্ভাবনা খুব বেশি যে তাদের কোন একজন সৈন্য তাকে হত্যা করেছে।সোমবার, মার্কিন মিডিয়া আউটলেট অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ ইসরায়েলের বিচার মন্ত্রণালয়কে জানিয়েছে যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) মিজ আবু আকলার মৃত্যুর তদন্ত শুরু করেছে। সূত্র: বিবিসি বাংলা ।

করোনায় আরও সাড়ে ৭শ মৃত্যু, শনাক্ত সোয়া ৩ লাখ

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া তিন লাখে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ফ্রান্স, জাপান, রাশিয়া ও তাইওয়ান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ কোটি ৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ১৭ হাজার।বুধবার (১৬ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ১৭ হাজার ৮১৬ জনে। সূত্র: ঢাকা পোস্ট

আলজেরিয়ার মরুভূমিতে দুর্ঘটনায় নিহত ১৬

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) দুর্ঘটনায় হতাহতরা সবাই সাব-সাহারান আফ্রিকান অর্থাৎ গিনি ও মালির নাগরিক। মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন ও বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সূত্র: বাংলানিউজ