নিজ আসনে জামানত হারালেন মাহাথির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে দীর্ঘ ৫৩ বছরে প্রথমবার জামানত হারিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ড. মাহাথির মোহাম্মদ।

শনিবার (১৯ নভেম্বর) নিজের আসন লাঙখায়ির হলিডে আইল্যান্ড সংসদীয় আসনে মাহাথির ৫ প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন। ওই আসনে পেজুয়াং পার্টির প্রধান মাহাথির মাত্র চার হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।

লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স’-এর এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

১৯৬৯ সালের পর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে এই প্রথম নিজ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয়েছে মাহাথিরের।

বিভিন্ন আসনের প্রাপ্ত ফলাফলে মালয়েশিয়ায় ঝুলন্ত পার্লামেন্টেরও ইঙ্গিত দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান ২২২ আসনের পার্লামেন্টের ৮২টি নিজেদের ব্যাগে ভরতে পেরেছে।

তাদের পেছনে রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের পারিকাতান ন্যাশনাল, তারা পেয়েছে ৭২টি আসন।
দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোটের ভরাডুবি হয়েছে; তারা পেয়েছে এখন পর্যন্ত মাত্র ৩০টি আসন।

Nagad

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ড. মাহাথির মোহাম্মদের আসনে পেরিকাতান ন্যাশনাল দাতুক পার্টির সুহাইমি আব্দুল্লাহ ২৫ হাজার ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থীদের তুলনায় বিজয়ী প্রার্থী ১৩ হাজার ৫১৮ ভোট বেশি পেয়েছেন।

সারাদিন/২০ নভেম্বর/এমবি