আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

তাঁর শিকার হয়েছেন ৩১ নারী, ডিএনএ পরীক্ষায় বোঝা গেল ৪০ বছর পর

প্রায় চার দশক আগে তাঁর প্রথম শিকার হয়েছিলেন এক নারী। এরপর ধারাবাহিকভাবে এই অপকর্ম করে গেছেন তিনি। ১৯৮৫-০১ সাল পর্যন্ত তাঁর শিকার হন ৩১ নারী। এতদিন পর এই ‘ক্রমিক ধর্ষককে’ শনাক্ত করেছে অস্ট্রেলিয়া পুলিশ। তাঁর নাম কেইথ সিমস। কখনো বাড়িতে ঢুকে নারীর ওপর আক্রমণ করেন আবার বাইরে হাঁটতে বের হওয়া নারীরা তাঁর পাশবিকতার শিকার হন। প্রাথমিকভাবে এসব ঘটনায় বিভিন্ন ব্যক্তিকে সন্দেহ করেছিলেন গোয়েন্দারা। তবে অপরাধী শনাক্তে সম্প্রতি উদ্ভাবিত নতুন ডিএনএ প্রযুক্তির ব্যবহার করে দেশটির তদন্তকারী কর্মকর্তারা এখন জানতে পেরেছেন, এসব ঘটনায় কেইথ সিমসই জড়িত ছিলেন। গত ফেব্রুয়ারিতে ৬৬ বছর বয়সে মারা যান এই অপরাধী। কখনো ‘দ্য বোনদি বিস্ট’ কখনোবা ‘দ্য ট্র্যাকস্যুট রেপিস্ট’ নামে পরিচিত কেইথ সিমসের হাতে প্রথম এক নারী আক্রান্ত হয়েছিলেন ১৯৮৫ সালে কোভেলি নামে সমুদ্রতীরবর্তী একটি শহরের উপকণ্ঠে। তাঁর সর্বশেষ শিকার ২০০১ সালে কোভেলির কাছেই একটি কবরস্থানে। সূত্র: প্রথম আলো

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
মৃতদের অধিকাংশই শিক্ষার্থী

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮তে উঠেছে। তবে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা এজেন্সি তাদের সবশেষ ঘোষণায় বলছে- এখনো ১৫১ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছে ১ হাজারেরও বেশি লোক। রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্পটি জাভার পার্বত্য এলাকায় আঘাত হানে সোমবার। এর ফলে যে ভূমিধস হয় তাতে কোথাও কোথাও পুরো গ্রাম মাটি চাপা পড়েছে। ভূমিকম্পে নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) সদস্য হেনরি আলফিয়ানদি। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। কারণ, বেলা ১টার দিকে তারা সবাই স্কুলে ছিল। কর্তৃপক্ষ বলেছে, এখন পর্যন্ত ক?মপক্ষে ২২ হাজার বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়েছে এবং ৫৮ হাজারেরও বেশি লোক বাড়িঘর হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সূত্র্র: বিডি প্রতিদিন।

শীতে ঝুঁকির মুখে রয়েছে ইউক্রেনের লাখো মানুষ

বিদ্যুত্সংকটের কারণে এবারের শীতে ইউক্রেনের লাখ লাখ মানুষ ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটির ইউরোপের আঞ্চলিক পরিচালক হানস হেনরি পি ক্লুগ বলেন, ইউক্রেনের অর্ধেকের বেশি বিদ্যুৎ কাঠামো হয় ক্ষতিগ্রস্ত, না হয় ধ্বংস হয়ে গেছে। সম্প্রতি ইউক্রেনে এবারের শীতের প্রথম তুষারপাত হয়েছে। দেশের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে অনুমান করা হচ্ছে।ডাব্লিউএইচওর হিসাব বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্যসেবা কাঠামোতেও ৭০৩টি হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের আরো বিদ্যুৎ উৎপাদন স্থাপনা এবং বেসামরিক ভবনে গোলাবর্ষণ করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার কারণে এ কৌশল বেছে নিয়েছে দেশটি। সূত্র: কালের কণ্ঠ

Nagad

মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন রাজা

হিসেবে নিয়োগ দেবেন বলে জানিয়েছেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করতে ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করতে যাচ্ছেন দেশটির রাজা।মালয়েশিয়ার বার্তা সংস্থা বরনামা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারে ন্যাশনাল প্যালেসের বাইরে উপস্থিত সাংবাদিকদের রাজা আব্দুল্লাহ বলেছেন, আমাকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দিন। আমার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। খবর রয়টার্সের। শনিবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষ রাকিয়াতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো জোট ও দল। রাজা আব্দুল্লাহ শেষ সুযোগ হিসেবে দলগুলোকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দলগুলোকে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন। তবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় নিজেই প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণা দেন তিনি। সূত্র: সমকাল

রাশিয়া কীভাবে ইউক্রেনের ওপর তার সবচেয়ে বড় হামলা চালাল আকাশপথে?

যুদ্ধ শুরুর পর গত সপ্তাহের মঙ্গলবার ইউক্রেনে সবচেয়ে বড় পরিসরে আকাশপথের হামলা চালিয়েছে রাশিয়া। এদিন দেশটিতে নিক্ষেপ করে ৯৬টি মিসাইল। যদিও কয়েক মাস ধরে- পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা বলে আসছেন, মস্কোর হাতে থাকা ক্ষেপণাস্ত্র মজুত নিঃশেষিত প্রায়; অন্যান্য অস্ত্রের মজুত-ও পড়তির দিকে। তারপরও রাশিয়ার ব্যাপক হামলা ইঙ্গিত দেয়– হয় তারা বাড়িয়ে দাবি করেছেন– নয়তো বিকল্প নানান ব্যবস্থায় ঘাটতি মেটাতে পারছে ক্রেমলিন। দ্য নিউ ইয়র্ক টাইমস অবলম্বনে
কিয়েভের কর্মকর্তারা মনে করছেন, ইউক্রেনের অত্যাবশ্যকীয় অবকাঠামোতে এই হামলার ছক দীর্ঘদিন আগেই করা হয়। আবার এমন সম্ভাবনাও রয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর খেরসন পুনর্দখলের প্রতিশোধ নিতেই ভয়াবহ এ হামলা। উদ্দেশ্য যাই হোক; উদ্দেশ্য সাধনের উপায়-ই এখন আলোচনার পাদপ্রদীপে। নতুন করে প্রশ্ন উঠছে, রাশিয়ার প্রচলিত যুদ্ধে ব্যবহার উপযোগী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে সত্যিকারের ঘাটতি কতখানি? নাকি বিকল্প উৎস থেকে সরবরাহ পাচ্ছে মস্কো, যার দৌলতে আগামীতেও চালিয়ে যেতে পারবে এমন আক্রমণ? তার আগে জেনে নেওয়া যাক রাশিয়ার প্রতিপক্ষদের দাবিগুলি। রাশিয়া মঙ্গলবার নিক্ষেপ করেছে ইস্কান্দার, কালিবার এবং বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল। গত মাসে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ দাবি করেছিলেন, এগুলোর যুদ্ধপূর্ব মজুতের প্রায় ৭০ শতাংশ ব্যবহার করে ফেলেছে রাশিয়া। তাহলে একমাস পর কীভাবে এগুলো দিয়ে সবচেয়ে বড় হামলা চালাতে পারলো? এক মাস আগে রেজনিকভ আরও দাবি করেন, রাশিয়ার কাছে এসব মিসাইল অবশিষ্ট আছে মাত্র ৬০৯টি। তবে এসব সংখ্যার দাবি সম্পর্কে স্বতন্ত্রভাবে নিশ্চিত হতে পারেনি দ্য নিউ ইয়র্ক টাইমস। সূত্র: বিজনেস স্‌ট্যান্ডার্ড।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৮

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা সহস্রাধিক। পশ্চিম জাভার সিয়ানজুর শহরের স্থানীয় প্রশাসন মঙ্গলবার এ তথ্য জানায়। ইন্দোনেশিয়ায় গত সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভৌগোলিক জরিপ বিভাগ সূত্র জানায়, পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চলে ওই ভূমিকম্পের উৎপত্তি হলেও রাজধানী জাকার্তা পর্যন্ত এটি অনুভূত হয়। সিয়ানজুর অঞ্চলেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিকম্পে অঞ্চলটির বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং ভূমিধসও হয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) জানায়, ১৫১ জন এখনো নিখোঁজ রয়েছে। ৫৮ হাজার মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, প্রত্যন্ত এলাকাগুলোয় আরও বহু মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি বলেন, আহত এবং মৃত্যুর সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র; দৈনিক বাংলা।

ম্যাচের আগে কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা?

বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে মাঠে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছে ইরানের ফুটবলাররা। তাদের সমর্থন করেছেন মাঠে উপস্থিত ইরানের ফুটবল ভক্তরাও। সোমবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলটি ৬-২ গোলে ইংল্যান্ডের কাছে হেরেছে।রীতি অনুযায়ী খেলা শুরু হওয়ার আগে লাউড স্পিকারে দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। মাঠে দাঁড়িয়ে বুকে হাত রেখে খেলোয়াড়রা তার সঙ্গে গলা মেলান। সূত্র: বিবিসি বাংলা।

ইরান পরিস্থিতি ‘গুরুতর’, নিহত ৩শ’র বেশি: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ইরানের পরিস্থিতি খুবই ‘গুরুতর’। বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের কঠোর দমনাভিযানের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে গত দু’মাসের বিক্ষোভে ৩০০’র বেশি মানুষ নিহত হয়েছে। জেনেভায় মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে তুর্ক আরও বলেন, “গত সপ্তাহে দুই শিশুর মৃত্যুসহ ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমনাভিযান দেশটির গুরুতর পরিস্থিতিকে সামনে নিয়ে এসেছে।”
বিবিসি জানায়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে ইরানের এই গুরুতর বিপজ্জনক পরিস্থিতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর না করার জন্য ইরান কর্তৃপক্ষের সমালোচনাও করা হয়েছে। সূত্র; বিডি নিউজ

বিশ্ব করোনা: শনাক্ত পৌনে ৪ লাখ, মৃত্যু সাড়ে ৯শ’

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে নয়শো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে চার লাখ।বুধবার (২৩ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্র পাওয়া গেছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ২৮ হাজার ৮৪৫ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ১২২ জনে। সূত্র: বাংলানিউজ

আর্জেন্টিনার বিপক্ষে জয় উদযাপনে সৌদি আরবে সরকারি ছুটি

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে আলোচনার জন্ম দেওয়া সৌদি আরব তাদের জয় উদযাপনে বুধবার দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে: জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান ।বুধবার সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে। এর আগে, মঙ্গলবার কাতার বিশ্বকাপে আইকনিক লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হার দেখে আর্জেন্টিনা। সূত্র: চ্যানেল আই অনলাইন