মরক্কোর কাছে এবার হেরেই গেলো বেলজিয়াম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

চলমান কাতার বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম যেন হয়েই যাচ্ছে। সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা, জাপান হারিয়ে দেয় জার্মানিকে। আবার সেই জাপানকে ১-০ গোলে হারিয়ে দেয় স্পেনের কাছে ৭ গোল হজম করা কোস্টারিকা। কাতার বিশ্বকাপে এবার চমক দেখালো আফ্রিকান দেশ মরক্কো। ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপে জয় পেল মরক্কো। অথচ এদিন র‌্যাংকিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে খেলতে নেনমেছিল ২২ নম্বার মরক্কো।

আজ রোববার (২৭ নভেম্বর) কাতারের আল থুমামা স্টেডিয়ামে এদিন মরক্কোর বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বেলজিয়ানরা। এর আগের একমাত্র সাক্ষাতেও জয়ী দলের নাম ছিল বেলজিয়ামই। ইউরোপের এই সেরা দলকে মাটিতে নামিয়ে আনলো মরক্কোর ফুটবলাররা।

বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণ-প্রতি আক্রমণে বেলজিয়ামের বিপক্ষে ছেড়ে কথা বলেনি মরক্কোইয়ানরা। রোববার ‘এফ’ গ্রুপের এই ম্যাচে মরক্কো বেলজিয়ামকে হারিয়ে সত্যিই চমক দেখিয়েছে ।