ন্যাটোর আরও সহায়তা চাইলেন জেলেনস্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

সংগৃহীত

সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দেওয়ায় আরও ন্যাটোর সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী একটি ‘কঠিন’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে দখল হওয়া শহরগুলো একের পর এক পুনরুদ্ধার করছে।

জেলেনস্কি আরও বলেন, রুশ হামলায় ইউক্রেনের অনেক বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো পুনরায় চালু করতে ন্যাটোর আরও সহায়তা দরকার।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) বুখারেস্টে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনের জন্য সামরিক ও সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

ওই বৈঠকে জ্বালানি, চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, শীতকালীন সরঞ্জাম এবং ড্রোন জ্যামারের মতো যন্ত্রপাতি সহায়তা নিয়েও আলোচনার হয়েছে।

এদিকে, বুধবার (৩০ নভেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, গত ২৪ ঘণ্টায় তার বাহিনী পূর্ব ডনবাস অঞ্চলে ছয়টি রুশ আক্রমণ প্রতিহত করেছে। তবে পূর্ব দোনেতস্ক অঞ্চলে রাশিয়ান বাহিনী কামান, মর্টার ও ট্যাঙ্ক ফায়ার দিয়ে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত করে।

Nagad

সারাদিন/৩০ নভেম্বর/এমবি