আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

‘হত্যাকারী রোবট’ ব্যবহার করবে যে শহরের পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইজারস নগরের পুলিশকে হত্যাকারী রোবট ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপের ফলে পুলিশ বিপজ্জনক পরিস্থিতিতে বিস্ফোরকবাহী রোবট মোতায়েন করতে পারবে। খবর বিবিসির। স্টপ কিলার রোবটস গ্রুপের সঙ্গে যুক্ত ড. ক্যাথেরিন কনোলি বলেন, এটি মানুষকে হত্যা থেকে দূরে রাখার খারাপ উপায়। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ (এসএফপিডি) বিবিসিকে বলেছে, তারা বর্তমানে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না। তবে পুলিশ বলেছে, ভবিষ্যতে রোবটকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দেখা যেতে পারে।পুলিশের একজন মুখপাত্র বলেন, সহিংস, সশস্ত্র ও বিপজ্জনক পরিস্থিতিতে রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হতে পারে। পুলিশ আরও বলেছে, রোবটগুলো সহিংস, সশস্ত্র, বিপজ্জনক ও জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করে তাকে অক্ষম করতে পারে।এ ধরনের রোবট ব্যবহারের পক্ষের আইনজীবীরা বলছেন, শুধু বিপজ্জনক পরিস্থিতিতেই এই রোবট ব্যবহার করা হবে। তবে বিরোধীরা বলছেন, কর্তৃপক্ষ রোবটের বদলে পুলিশ বাহিনীর আরও সামরিকীকরণ করতে পারে। সূত্র: প্রথম আলো

নতুন মিত্র খুঁজছে ন্যাটো
পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর যৌথ বিবৃতি

রাশিয়াকে কোণঠাসা করতে আগ্রাসী ধরনের কৌশলগত পরিকল্পনা নিচ্ছে পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। রুমানিয়ায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে প্রকাশিত যৌথ বিবৃতিতে গতকাল বুধবার বলকান অঞ্চল এবং কৃষ্ণ সাগরের তীরে মিত্র দেশ খোঁজার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।ন্যাটো জোট বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর নিজেদের সংহতি বৃদ্ধি করতে তারা নতুন করে ভাবছে।রুমানিয়ার রাজধানী বুখারেস্টে দুই দিনব্যাপী ওই বৈঠক গতকাল শেষ হয়েছে।বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, ইউরোপের বলকান অঞ্চলের উত্তরের এবং কৃষ্ণ সাগর তীরবর্তী অঞ্চল ন্যাটোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, বিবৃতিতে ২০০৮ সালে রুমানিয়াতেই অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে গৃহীত ‘উন্মুক্ত দ্বার নীতি’ প্রসঙ্গ উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘আমরা অবশ্যই উন্মুক্ত দ্বার নীতি অনুযায়ী গৃহীত প্রতিশ্রুতিতে অবিচল থাকব। ’ সূত্র: কালের কণ্ঠ

একতার সর্বজনীন ভাবনার প্রসারই ভারতের লক্ষ্য

‘এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ’—এই স্বপ্ন নিয়ে ভারত আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর সভাপতিত্ব গ্রহণ করছে। আগামী বছর সেপ্টেম্বরে জি২০ শীর্ষ সম্মেলন। সেখানে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানোর ঘোষণা দিয়েছে ভারত। জি২০ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালের কণ্ঠের পাঠকদের জন্য আজ তা প্রকাশিত হলো

Nagad

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক করব্যবস্থার যৌক্তিকীকরণ এবং দেশগুলোর ওপর থেকে করের বোঝা কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে অতীতে উল্লেখযোগ্য ফল এনেছিল জি২০। সংস্থাটির এমন ১৭টি সভাপতিত্বের মাধ্যমে সেসব অর্জন থেকে আমরা লাভবান হব এবং এগুলোর ওপর দাঁড়িয়ে নিজেদের আরো সফলভাবে গড়ে তুলব।ভারত যেহেতু এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে, আমি নিজেকে জিজ্ঞাসা করেছি, জি২০ কি আরো এগিয়ে যেতে পারে? সামগ্রিকভাবে মানবসভ্যতার উপকারের জন্য আমরা কি মৌলিক মানসিকতার পরিবর্তনকে অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারি? আমি বিশ্বাস করি, আমরা পারি।আমাদের পরিস্থিতি দ্বারা আমাদের মানসিকতা তৈরি হয়।ইতিহাসজুড়ে মানবসভ্যতা অভাবের মধ্যে বাস করেছিল। আমরা সীমিত সংস্থানের জন্য লড়াই করেছিলাম। আমাদের বেঁচে থাকা নির্ভর করত অন্যদের সংস্থানের অধিকারকে অস্বীকার করার মাধ্যমে। ভাবনা, আদর্শ এবং ব্যক্তি পরিচয়ের মধ্যে সংঘাত ও প্রতিযোগিতা স্বাভাবিক হয়ে উঠেছিল।সরগরম রাজনীতির মাঠে বারবার আলোচনায় আসছে ১০ ডিসেম্বর। বিএনপি ওই দিন ঢাকার নয়াপল্টনে সমাবেশ করতে চায়। পুলিশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিলেও নয়াপল্টনেই সমাবেশ করার ব্যাপারে অনড় দলটি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগও নয়াপল্টনে বিএনপির সমাবেশের বিপক্ষে।সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পেয়েও কেন বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন ক্ষমতাসীন দলের নেতারা- সূত্র: সমকাল

আলঝেইমার্স রোগ চিকিৎসায় ‘যুগান্তকারী’ ওষুধ আবিষ্কার

আলঝেইমার্স এক ধরনের বার্ধক্যজনিত ও স্নায়ুবিক রোগ, যা চিত্তভ্রংশের সবচেয়ে সাধারণ রূপ। যাকে স্মৃতিভ্রম রোগও বলা হয়। এই রোগের এত দিন কোনো প্রতিকার ছিল না। আলঝেইমার্স আক্রান্ত মস্তিষ্কের কোষ ধ্বংসের গতি কমিয়ে দেওয়ার মতো প্রথম কোনো ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। একে যুগান্তকারী আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে। দশকের পর দশক ধরে ব্যর্থতার পর এই ওষুধটি আবিষ্কার হয়েছে। ওষুধটির নাম দেওয়া হয়েছে লিকেনেম্যাব। যদিও ওষুধটির প্রভাব নিয়ে এখনো গবেষণা বাকি আছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এটি কী ধরনের প্রভাব ফেলতে পারে, তাও এখনো পরিষ্কার নয়। ওষুধটি কাজও করে এই রোগের প্রাথমিক পর্যায়ে। ফলে এই রোগে আক্রান্ত অনেক রোগী হয়তো এর সুফল পাবেন না। আলঝেইমার্স আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে বেটা অ্যামিলয়েড নামে যে আঠালো পদার্থ তৈরি হয়, সেটিকে আক্রমণ করে লিকেনেম্যাব। অ্যামিলয়েড হচ্ছে একটি প্রোটিন, যা মস্তিষ্কের নিউরনের মাঝের জায়গাগুলোতে জমা হতে থাকে। এর ফলে মস্তিষ্কের কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এ রকম অ্যামিলয়েড তৈরি হওয়া আলঝেইমার্স রোগের অন্যতম উপসর্গ। সূত্র: বিডি প্রতিদিন।

নতুন করে লকডাউন
চীনে কারখানা ও পরিষেবা কার্যক্রম ৭ মাসের সর্বনিম্নে

চীনের ব্যবসায়িক কার্যক্রমে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির কারখানা ও পরিষেবা কার্যক্রম আবারো সংকুচিত হয়েছে। এ দুই খাতের কার্যক্রম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে। নতুন করে কভিডজনিত লকডাউন এবং বৈশ্বিক চাহিদা নিম্নমুখী হওয়ায় পুনরায় দেশটির ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় আগামী বছর দেশটির অর্থনীতি বড় ধাক্কার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনে নতুন করে কভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বেইজিং বেশ কয়েকটি শহরে দীর্ঘ লকডাউন আরোপ করেছে। এ পদক্ষেপ দেশটিতে অ্যাপলের বিশ্বের বৃহত্তম আইফোন উৎপাদন কারখানার কার্যক্রমও বাধাগ্রস্ত করছে। একজন বিশ্লেষক অনুমান করেছেন, বর্তমানের বিধিনিষেধ চীনা অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সবচেয়ে বিরল ঘটনা হলো প্রথমবারের মতো দেশটিতে কভিডজনিত লকডাউনবিরোধী প্রতিবাদ হয়েছে।সরকারি তথ্যে দেখা গিয়েছে, গত মাসে ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৪৮ পয়েন্টে নেমেছে। এ সূচক অক্টোবরের ৪৯ দশমিক ২ পয়েন্টের চেয়ে কম। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ৪৯ পয়েন্টে নামার পূর্বাভাস দিয়েছিলেন। এদিকে পরিষেবা খাতের কার্যক্রম গত মাসে ৪৬ দশমিক ৭ শতাংশে নেমেছে। আগের মাসেও পিএমআই ৪৮ দশমিক ৭ পয়েন্টে ছিল। এ সূচকও গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। পিএমআই ৫০ পয়েন্টের নিচে ওই খাতের সংকোচন এবং এর উপরে প্রসারিত হওয়ার ইঙ্গিত দেয়। সূত্র: বণিক বার্তা।

খাদ্য, সার, চিকিৎসা পণ্যের বৈশ্বিক সরবরাহ বিরাজনীতিকরণের চেষ্টা করবে ভারতের জি২০ সভাপতিত্ব

পূর্বতন জি২০–র ১৭টি সভাপতিত্ব অন্যান্য ফলাফলগুলির মধ্যে ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা, যুক্তিগ্রাহ্য আন্তর্জাতিক কর ব্যবস্থা, দেশগুলোর উপর থেকে করের বোঝা কমানোকে সুনিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলপ্রদান করেছে। এসকল অর্জিত ফল থেকে আমরা লাভবান হব এবং এগুলোর উপরে দাঁড়িয়ে নিজেদের আরো গড়ে তুলব।যাই হোক না কেন, ভারত যেহেতু এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আমি নিজেকে প্রশ্ন করেছি- জি২০-র কি আরও অগ্রগতি হতে পারে? সামগ্রিকভাবে মানব সভ্যতার উপকার করার জন্য একটি মৌলিক মানসিকতা পরিবর্তনকে অনুঘটক করতে পারি?আমি বিশ্বাস করি, আমরা পারি। আমাদের পরিস্থিতি দিয়েই আমাদের মানসিকতা তৈরি হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মানব সভ্যতা আসলে অভাবের মধ্যেই বাস করেছে। আমরা সীমিত সংস্থানের জন্য লড়াই করেছিলাম কারণ আমাদের বেঁচে থাকা নির্ভর করতো অন্যদের সেই সংস্থানের অধিকারকে অস্বীকারের মাধ্যমে। ভাবনা, আদর্শ এবং ব্যক্তি পরিচয়ের মধ্যে সংঘাত এবং প্রতিযোগিতা আদর্শ হয়ে উঠেছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বন্ধুত্ব অমলিন

সত্যিকারের বন্ধুত্ব যে আমৃত্যু টিকে থাকে, তার প্রমাণ দিলেন ভারতের দুই বান্ধবী। নাতির মাধ্যমে হারানো বান্ধবীকে খুঁজে পেয়ে বার্ধক্যপীড়িত দুই সখীর সে কী আনন্দ! সেই আনন্দ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।নভেম্বরের ১ তারিখে মুকিল মেনন নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে দুই বান্ধবীর পুনর্মিলনের ভিডিও পোস্ট করে লেখেন ‘কয়েক দশকের স্মৃতিকাতরতার আদান প্রদান’। ইতোমধ্যে তা ৭৩,০০০ বার দেখা হয়েছে।ভিডিওতে দেখা যায়, পাকা চুলের দুই বৃদ্ধা হাত ধরাধরি করে গল্পে মত্ত। তোবড়ানো গালে তাদের হাসি যেন স্বর্গীয় আভামণ্ডিত। মেনন আরও লিখেছেন, ‘নানির কাছে তার বান্ধবীর গল্প শুনেছি অনেক। নানি সবসময় বলতেন, যদি তার প্রিয় বান্ধবীকে একটি বারের জন্য দেখতে পেতেন! তাই আমি অনেক চেষ্টাচরিত্র করে এই দুই বান্ধবীর পুনর্মিলনের আয়োজন করেছি। আর দেখুন, কেমন কয়েক দশকের গল্পের ঝাঁপি খুলে বসেছেন তারা!’নেটিজেনদের অনেকেই কমেন্ট করেছেন এই ভিডিওতে। একজন লিখেছেন, ‘আহা! কী অমূল্য এই মিলন ক্ষণ! কেউ কি বুঝতে পারছেন তাদের ভেতরে কী চলছে!’আরেকজন লিখেছেন, ‘দুই জীবন্ত স্বর্গীয় দূত যেন! আপনি ভাগ্যবান এই পবিত্র ভালোবাসা আর বিরল বন্ধুত্বের সাক্ষী হতে পেরে।’ সূত্র: দৈনিক বাংলা।

চীনে আবার সংঘর্ষ
থেমে থেমেই ফুঁসে উঠছে ঝিমিয়ে পড়া বিক্ষোভ

থেমে থেমেই ফুঁসে উঠছে চীনের ঝিমিয়ে পড়া লকডাউনবিরোধী বিক্ষোভ। শহরের বড় বড় সড়ক পুলিশের চাদরে মুড়িয়ে ফেলার পরও এখনো পুরোপুরি বশে আসেননি বিক্ষোভকারীরা। পুলিশের কঠোর বাধার মুখেও মঙ্গলবার আবার রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। দিনভর শান্ত থাকলেও গুয়াংজুতে এদিন রাত থেকে বুধবার ভোর পর্যন্ত থেমে থেমে এ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। রোববার সাংহাইয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের দুদিন পর ফের একই ঘটনা ঘটল দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতেও। তবে অন্যান্য অঞ্চলে বিক্ষোভ বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বিবিসি। ডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় কমলা ও নীল ব্যারিকেড দেওয়া হয়েছে। হইচই ও চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুড়ছেন। এ সময়ে কয়েকজনকে পেছনে হাত বাঁধা অবস্থায় ধরে নিয়ে যায় পুলিশ। সূত্র: যুগান্তর

আফগান মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত, বেশিরভাগই শিশু

আফগানিস্তানে তালেবান সরকারের কর্মকর্তারা বলছেন, দেশটির উত্তরাঞ্চলে একটি মাদ্রাসার ভেতরে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। সামানগান প্রদেশের রাজধানী আয়বাকের একটি স্কুলে বহু শিক্ষার্থী দুপুরে জোহরের নামাজ পড়ার জন্য জড়ো হলে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বলা হচ্ছে নামাজ শেষে লোকজন যখন বের হয়ে যাচ্ছিল তখনই এই বিস্ফোরণ ঘটেছে।
নিহতদের বেশিরভাগই শিশু। প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, পৌনে একটার দিকে শহরের কেন্দ্রে অবস্থিত জাহদিয়া মাদ্রাসায় এই বিস্ফোরণ ঘটে।“এই মাদ্রাসায় বহু শিক্ষার্থী পড়ালেখা করে,” বলেন তিনি।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, হামলায় আরো বহু মানুষ আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। সূত্র: বিবিসি বাংলা।

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে নয় শ্রমিক নিহত ও আরও চার জন আহত হয়েছে।
বুধবার প্রদেশটির কোহাট বিভাগের ওরাকজাই জেলার একটি খনিতে এ বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ডন ডটকম।
ওরাকজাইয়ের জেলা কমিশনার আদনান ফরিদ জানান, ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন, বিস্ফোরণের পর তারা সবাই আটকা পড়েন। তিনি আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী কর্মকর্তারা, স্থানীয় স্বেচ্ছাসেবীরা ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ শুরু করে এবং নয় শ্রমিকের মৃতদেহ বের করে আনে। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সূত্র: বিডি নিউজ