পর্তুগালকে হারিয়ে নকআউটে দ. কোরিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

পর্তুগালের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয়ে নকআউট পর্বে উঠল এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। দলটি কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) এডুকেশন সিটি স্টেডিয়ামে রোনালদোর পর্তুগালকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে সন হিউং-মিনরা। এই জয়ে ‘এইচ’ গ্রুপে রোনালদোদের সঙ্গে শেষ ষোলোতে জায়গা করে নিলো কোরিয়ানরা।

কাতারের আল জানোব স্টেডিয়ামে ম্যাচের ৫ম মিনিটে এদিন রিকার্দো হোর্তার দারুণ এক গোলে এগিয়ে যার পর্তুগাল। গোল হজম করে আক্রমণ করতে থাকে দক্ষিণ কোরিয়াও। তবে খেলায় সমতায় ফেরাতে দলটির অপেক্ষা করতে হয় ২৭তম মিনিট পর্যন্ত। গোল পরিশোধ করে ফেলেন কিম ইউং-ওন।

এরপর পুরো ম্যাচজুড়ে দুই দল একের পর এক আক্রমণের বান বইয়ে দেন। কিন্তু গোল যেন ধরা দিয়েও দিচ্ছিল না। অবশেষে জয়সূচক কোরিয়ার সৌভাগ্যের গোল আসে ম্যাচের ৯১তম মিনিটে।

কোরিয়ার পক্ষে গোলটি করেন হোয়াং হি-চ্যান। তবে এই গোলের পুরো কৃতিত্ব দেওয়া যায় সন হিউং মিনকে। পর্তুগালের ডি বক্সে এসে অসাধারণ পাস দেওয়ার আগে প্রায় ৭০ মিটার বল একাই টেনে নিয়ে আসেন কোরিয়ার এই তারকা ফুটবলার।

সারাদিন. ২ ডিসেম্বর

Nagad