আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

তেলের দাম বেঁধে দেওয়া নিয়ে যে প্রতিক্রিয়া জানাল মস্কো

রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেওয়ার পশ্চিমা পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে মস্কো। একই সঙ্গে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার- ইউক্রেনে হামলার জেরে মস্কোকে চাপে ফেলার চেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দেয় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, সমুদ্রপথে আমদানি করা রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারের বেশি দামে কেনা যাবে না। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হবে। সূত: প্রথম আলো

জাতিসংঘের অভিযোগ
মৃত্যুদণ্ডকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে মিয়ানমার

জাতিসংঘ বলেছে, গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের কৌশল হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে মিয়ানমারের সামরিক জান্তা। দেশটিতে এ সপ্তাহেই সাতজনের মৃত্যুদণ্ড দেওয়ার তথ্য উল্লেখ করে এ মন্তব্য করেছে বিশ্বসংস্থাটি। জাতিসংঘ বলেছে, মিয়ানমারের জান্তা সরকার এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।জাতিসংঘের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জান্তা কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।জাতিসংঘ বলেছে, বিরোধিতা নির্মূল করতে সর্বোচ্চ শাস্তিকে ব্যবহার করছে মিয়ানমারের সামরিক বাহিনী। এ ছাড়া গত বৃহস্পতিবার আরো চারটি মৃত্যুদণ্ডের ঘটনার তথ্য পেতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। সূত্র: কালের কণ্ঠ

এখনই পুতিনের সঙ্গে আলোচনা নয় : হোয়াইট হাউস

আশার আলো জাগলেও পুতিনের সঙ্গে শেষ পর্যন্ত বৈঠক হচ্ছে না বাইডেনের। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের অগ্রহ প্রকাশ করেছিলেন; কিন্তু মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আপাতত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘এই মুহূর্তে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংলাপে বসার কোনো অভিপ্রায় বা পরিকল্পনা আমাদের প্রেসিডেন্টের নেই এবং তার প্রধান কারণ পুতিন।’ ‘পুতিন (বাইডেনের সঙ্গে) কোনো প্রকার সংলাপে যেতেই আগ্রহী নন; বরং প্রকৃতপক্ষে তিনি এর উল্টোটাই চান। আমাদের প্রেসিডেন্টও এ ব্যাপারটি লক্ষ্য করেছেন।’ বৃহস্পতিবার ওয়াশিংটনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন জো বাইডেন। সেখানে তিনি বলেন, ভ্লাদিমির পুতিন যদি সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে তিনি পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত আছেন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

মালয়েশিয়ায় মন্ত্রিসভার শপথ
রাজনৈতিক বিরোধীদের নিয়েই সরকার গঠন আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহর কাছে গতকাল শপথ নিয়েছেন দুই উপপ্রধানমন্ত্রী ও ২৫ জন মন্ত্রী। ইস্তানা নেগারায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া পুলিশ ও বিমান বাহিনী প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।শপথ নেয়া দুই উপপ্রধানমন্ত্রী হচ্ছেন আহমদ জাহিদ হামিদি ও ফাদিল্লাহ ইউসুফ। শুক্রবার আনোয়ার ইব্রাহিম জানান, অর্থ মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণেই থাকছে। উল্লেখ্য, নব্বইয়ের দশকে মাহাথির মুহাম্মদের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু এশীয় অর্থনৈতিক সংকট মোকাবেলা নিয়ে ভিন্নমতের কারণে ১৯৯৮ সালে তাকে বাহিষ্কৃত করেছিলেন ‘ডক্টর এম’ হিসেবে পরিচিত মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রনায়ক। আনোয়ার ইব্রাহিমের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু জাফরুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি চ্যাং লিহ ক্যাং, পররাষ্ট্রমন্ত্রী জামব্রি আবদ কাদির। আগামীকাল নতুন মন্ত্রিসভার বিশেষ একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও রাজার হস্তক্ষেপে প্রত্যাশিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে গত সপ্তাহে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ঝুলন্ত পার্লামেন্ট, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে মালয়েশিয়াকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারবেন কিনা তা-ই দেখার বিষয়। সূত্র: বণিক বার্তা।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাসে ট্যাংকার জাহাজের ‘ছায়া বহর’ গড়ে তুলেছে রাশিয়া

ইউক্রেনে আগ্রাসনের পর- রাশিয়ার তেল রপ্তানিতে নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এসব বিধিনিষেধের প্রভাব এড়িয়ে তেল বাণিজ্য অব্যাহত রাখতে ১০০টি পুরোনো তেলবাহী ট্যাংকার জাহাজের বহর গড়ে তুলেছে রাশিয়া। বিষয়টি প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) জানিয়েছেন জাহাজ শিল্পের ব্রোকার ও বিশ্লেষকরা। শিপিং ব্রোকার– ব্রেমার সংস্থার প্রাক্কলন, মস্কোর নিজস্ব বহরে ১০০টির বেশি জাহাজ রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে তেল-রপ্তানি বিদেশি ট্যাংকার জাহাজের ওপরই বেশি নির্ভরশীলতা ছিল রাশিয়ার। কিন্তু, ইইউ ও আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আসার ভয়ে অনেক কোম্পানিই রাশিয়ার তেলবহন করতে চাইছে না। এই বাধাটি এড়াতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাহাজগুলি কিনেছে মস্কো। জ্বালানি পরামর্শক রিস্টাড এফটি’কে জানায়, চলটি বছর ক্রয় এবং ইরান ও ভেনিজুয়েলায় চলাচলকারী জাহাজ যুক্ত করার মাধ্যমে ১০৩টি ট্যাংকার ের বহর গড়েছে রাশিয়া। ইরান ও ভেনিজুয়েলাও রয়েছে পশ্চিমাদের তেল রপ্তানি নিষেধাজ্ঞার অধীনে। তাদেরকে এতদিন ভাড়ায় ট্যাংকার জাহাজ দিত মস্কো। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বেপরোয়া গতি কাড়ছে প্রাণ
দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন যানবাহনের চালক-যাত্রী। বাদ যাচ্ছেন না সাধারণ পথচারীও। সড়কে চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক পথচারীকে। কোনোভাবেই সড়কে মৃত্যুর মিছিল থামছে না। বরং সড়কে বেপরোয়া গতির গাড়ির চাপায় ও ধাক্কায় পথচারীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশে গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিভিন্ন যানবাহনের ধাক্কায় ও চাপায় পথচারী মারা গেছেন ১ হাজার ২৫৮ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত শুক্রবার একটি প্রাইভেট কার দুর্ঘটনা ঘটিয়ে রুবিনা আক্তার নামে এক নারীকে ছেঁচড়ে নিয়ে যায় এক কিলোমিটার। এতে ওই নারী মারা যান। একই দিন যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঢুকে পড়ে দোকানে। সূত্র;দৈনিক বাংলা ।

বিক্ষোভে ২০০ মৃত্যুর কথা স্বীকার করল ইরানি কর্তৃপক্ষ

নিরাপত্তা হেফাজতে এক নারীর মৃত্যুর পর ইরানজুড়ে শুরু হওয়া ব্যাপক অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২০০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির শীর্ষ রাষ্ট্রীয় নিরাপত্তা কর্তৃপক্ষ। যদিও জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থা বলছে, তিন মাসে পড়া সরকারবিরোধী বিক্ষোভে এরই মধ্যে তিনশর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।এদিকে শনিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নাগরিকদের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছে; তিনি দেশটির এখনকার শাসনকাঠামোরও গুণগান গেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ

রুশ তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ায় মস্কোর হুঁশিয়ারি

রাশিয়ার তেলের ওপর সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পার্লামেন্টের নিম্ন-কক্ষের বিদেশনীতি বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লাটস্কি বলেছেন এরকম করা হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেবে।এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দাম ৬০ ডলার নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে সম্মত হয়, যদিও ইউক্রেন চেয়েছিল এই মূল্য ৩০ ডলার করা হোক।আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে জ্বালানির বিশ্ববাজারকে ক্ষতিগ্রস্ত না করে রুশ অর্থনীতিকে আঘাত করা। সূত্র: বিবিসি বাংলা ।

অ্যাপল আবার টুইটারে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে: ইলন মাস্ক

বিশ্বের বৃহত্তম দুটি টেক জায়ান্ট অ্যাপল ও টুইটারের মধ্যে বরফ গলা শুরু করেছে। টুইটারের নতুন মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জানিয়েছেন, অ্যাপল আবারও পুরোপুরিভাবে টুইটারে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে।সম্প্রতি টুইটার বার্তায় ইলন মাস্ক আরও মন্তব্য করেছেন, সামাজিক মিডিয়া নেটওয়ার্কের বৃহত্তম বিজ্ঞাপনদাতা হলো অ্যাপল। বিলিয়নিয়ার ইলন মাস্ক অ্যাপল সম্পর্কে আর কিছু বলেননি।যদিও অ্যাপল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। সম্প্রতি, টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ সরানোর হুমকির অভিযোগ তোলেন ইলন মাস্ক। কোনও কারণ উল্লেখ না করলেও, সোমবার একাধিক টুইটে তিনি দাবি করেন, টুইটারে বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি। সূত্র: জাগো নিউ

 

বিক্ষোভে ২০০ মৃত্যুর কথা স্বীকার ইরানের, জাতিসংঘ বলছে তিন শতাধিক

নিরাপত্তা হেফাজতে এক নারীর মৃত্যুর পর ইরানজুড়ে শুরু হয় ব্যাপক অস্থিরতা। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২০০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটি। যদিও জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থা বলছে, তিন মাসে গড়ান সরকারবিরোধী এই বিক্ষোভে এর মধ্যে তিন শর বেশি মানুষের প্রাণ হারিয়েছে।গত শনিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নাগরিকদের অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, তিনি দেশটির বর্তমান শাসনব্যবস্থার তারিফ করেন। ‘ঘরের বাইরে নারীরা বাধ্যতামূলক হিজাব পরার নীতি মানছে কি-না’- এটা দেখভালের দায়িত্বে থাকা নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় সেপ্টেম্বরের শেষদিক থেকে ইরানের অসংখ্য শহরে হিজাববিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। এতে ইরানের সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেওয়ায় এবারের বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শাসনব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়। সূত্র: দেশ রুপান্তর