চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার আনুষ্ঠানিকতা শুরু, মাঠে মানুষের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

উৎসবের আমেজ নিয়ে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী। স্থানীয় নেতাদের বক্তব্য দেয়ার মধ্যদিয়ে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বক্তব্য দেয়া শুরু করেন স্থানীয় নেতারা।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই পোস্টার, ব্যানার হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে এসেছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে বাস ও ট্রাকযোগে লোকজন আসছে।

স্মরণকালের সবচেয়ে বড় জনসভা করার আশাবাদ নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও এর সংগঠনগুলো।

সারাদিন. ৪ ডিসেম্বর

Nagad