আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

মাস্ককে ‘হাফ-চাইনিজ’ বলে আক্রমণ র‍্যাপার কেনির

টুইটারের মালিক ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন র‍্যাপ সংগীত তারকা কেনি ওয়েস্ট। খবর এএনআইয়ের। কেনির টুইটার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার পর তিনি আজ সোমবার মাস্ককে আক্রমণ করে কথা বলেন। মাস্ককে আক্রমণের জন্য কেনি ইনস্টাগ্রাম বেছে নেন। কেনি লেখেন, ‘আমিই কি একমাত্র ব্যক্তি, যে মনে করে, ইলন অর্ধেক চীনা (হাফ-চায়নিজ) হতে পারেন?’
কেনি আরও বলেন, ‘আপনি কি তাঁর (মাস্ক) ছোটবেলার ছবি দেখেছেন?’সহিংসতায় উসকানির বিরুদ্ধে মাইক্রোব্লগিং সাইটটির নিয়ম লঙ্ঘনের জন্য সম্প্রতি কেনির টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ২ ডিসেম্বর কেনির অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার তথ্য নিশ্চিত করেন। সূত্র: প্রথম আলো

শীতে ধীরে চলবে ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন যুদ্ধের গতি ধীর হয়ে আসছে এবং আসন্ন শীতের মাসগুলোতে এ রকম গতিই বহাল থাকবে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। অবশ্য একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর দিক থেকে প্রতিরোধ হালকা হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।ইউক্রেনে দ্রুত শীত পরিস্থিতির অবনতি হচ্ছে। সম্প্রতি তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে দেখা গেছে। কজন মার্কিন গোয়েন্দা পরিচালক অ্যাভ্রিল হায়নেস বলেন, দুই পক্ষ থেকেই আগামী বসন্তে পাল্টা আক্রমণ, পুনঃ সরবরাহ এবং পুনর্গঠনের চেষ্টা করা হবে। ৯ মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথম দিকে যত অঞ্চল দখলে নিয়েছিল, তার অর্ধেকেরও বেশি হারিয়েছে। সূত্র: কালের কণ্ঠ

জ্বলন্ত পাহাড়

দূর থেকে দেখা যায় বিশাল পাহাড়ের গায়ে আগুন জ্বলছে। ঝড়-বৃষ্টি কোনো কিছুতেই এ আগুন নেভে না। কখনো দাউদাউ করে জ্বলে, কখনোবা খানিকটা স্তিমিত হয়। এক-দুই বছর নয়, দীর্ঘ চার হাজার বছর ধরে জ্বলছে এ আগুন।আজারবাইজানের অ্যাবশেরন উপদ্বীপে পাহাড়ের গায়ে ১০ মিটার এলাকাজুড়ে জ্বলছে আগুন। রাজধানী বাকু থেকে ৩০ মিনিটের পথ পাড়ি দিলেই এই ‘ইয়ানার দাগ’ বা জ্বলন্ত পাহাড়ের দেখা মেলে। তবে কোনো আধিভৌতিক কারণে নয়, বরং ভূ-অভ্যন্তরে গ্যাসের বিশাল মজুতের কারণেই পাহাড়ের ফাটল চুইয়ে বেরিয়ে আসা গ্যাস থেকে এ অগ্নিকাণ্ড। আর এ আগুন জ্বলা পাহাড় দেখতেই আজারবাইজানে ভিড় করেন পর্যটকরা।
আলিয়েভা রাহিলা নামে স্থানীয় পর্যটক গাইড বললেন, ‘এই আগুনে পাহাড় একই সঙ্গে ভয়জাগানিয়া এবং ভালো লাগার এক পাহাড়। এর রাতের সৌন্দর্য মোহময়! বিশেষ করে শীতের রাতে যখন পাহাড়ের গায়ে তুষারকণা ঝরে পড়তে পড়তেই বাতাসে গলে যায়, তখন এক ভীষণ মোহনীয় দৃশ্যের অবতারণা হয়।’ সূত্র: দৈনিক বাংলা।

Nagad

‘নীতি পুলিশ’ বিলুপ্ত করল ইরান

শেষ পর্যন্ত ইরানের বহু আলোচিত-সমালোচিত ‘নীতি পুলিশ’ বিলুপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির অ্যাটর্নি জেনারেল একটি ধর্মীয় সম্মেলনে বলেছেন, ইসলামী নীতি-নৈতিকতা নিয়ে খবরদারি করার জন্য তৈরি সেদেশের বিশেষ পুলিশ বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীর হাতে আটক মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত আড়াই মাস ধরে চলা সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে মোহাম্মদ জাফর মোনতাজেরির কাছ থেকে এই ঘোষণা এলো।যদিও গতকাল রাত পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনী বা সরকারের আরও উঁচু মহল থেকে এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়নি। তবে অ্যাটর্নি জেনারেলকে সরকারেরই অংশ মনে করা হয়। নারীদের ইসলামী ড্রেস কোড বা পোশাক পরিধানসহ ইসলামী বিভিন্ন নীতি-নৈতিকতার প্রয়োগ নিশ্চিত করাই ছিল মরালিটি বা নৈতিকতা বিষয়ক এই পুলিশ বাহিনীর অন্যতম প্রধান কাজ। কঠোর বিধি মেনে হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাহসা আমিনিকে (২২) গ্রেফতার করে নীতি পুলিশ। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্যাতনে মাহসার মৃত্যু হয়েছে দাবি করে ইরানের মানুষ রাস্তায় নেমে আসেন। মাহসার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ রুখতে দমন-পীড়ন জোরদার করে ইরানি কর্তৃপক্ষ। এখন দেশটির কর্তৃপক্ষ নীতি পুলিশ বিলুপ্তির ঘোষণা দিল। সূত্র: বিডি প্রতিদিন।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা
বৈশ্বিক মন্দার ঝুঁকির মধ্যেও ব্যক্তিগত জেট ভ্রমণ বাড়ছে

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকির মধ্যেও মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ব্যক্তিগত জেট ভ্রমণের চাহিদা বাড়ছে। দুবাই এক্সপো ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলো এ চাহিদা বাড়াতে সহায়তা করছে। এ পরিস্থিতি আগামীতেও অব্যাহত থাকবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বিজনেস এভিয়েশন অ্যাসোসিয়েশন মেবার তথ্য অনুসারে, চলতি বছর ব্যক্তিগত জেট ভ্রমণ আগের বছরের তুলনায় ২৫-২৭ শতাংশ বাড়বে। খবর দ্য ন্যাশনাল।বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মুদ্রানীতি কঠোর করছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এ অবস্থায় ব্যয়ের ক্ষেত্রে লাগাম টানছেন ভোক্তারা। ধীর হয়ে পড়ছে প্রধান অর্থনীতিগুলো। সব মিলিয়ে আগামী বছর বিশ্ব অর্থনীতি মন্দায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। এমন পরিস্থিতিতেও ব্যক্তিগত জেট ভ্রমণের উচ্চ চাহিদাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।মেবার নির্বাহী চেয়ারম্যান আলি আহমেদ আলনাকবি বলেন, ‘কভিডজনিত মহামারী উড়োজাহাজ পরিবহনের ধরনে ব্যাপক পরিবর্তন এনেছে। কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে ফার্স্ট ও বিজনেস ক্লাসের ভ্রমণকারীরা ব্যক্তিগত জেট ভ্রমণে স্থানান্তরিত হয়েছিল। বর্তমানে কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ার পরও তারা এয়ারলাইনসগুলোয় ফিরে যাওয়ার পরিবর্তে চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করছেন।’মধ্যপ্রাচ্যে দুবাই এক্সপো এবং দোহায় বিশ্বকাপ মাচের মতো মেগা ইভেন্ট এ খাতের বৃদ্ধিতে অবদান রেখেছে। আলি আহমেদ আলনাকবি বলেন, ‘আমরা চার্টার্ড এভিয়েশনে একটি ভালো পর্যায়ের কার্যক্রম দেখতে শুরু করেছি। এ সময়ে ব্যক্তিগত জেটের চলাচল, জেটের আকার এবং সংখ্যা সবই ক্রমবর্ধমান রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ব্যক্তিগত জেট ভ্রমণের বাজার বড় হচ্ছে।’ সূত্র: বণিক বার্তা।

উত্তর কোরিয়ার শিশুদের যেসব নাম রাখতে হবে

শিশু জন্মগ্রহণের পর তার নাম সাধারণত মা-বাবা বা কাছেরজনরাই রেখে থাকেন। আর সে নামেই পরিচিত হয়ে ওঠে সেই শিশু। সব দেশ আর গোত্রে এটাই হয়ে থাকে। উত্তর কোরিয়ায়ও এতদিন এটাই হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি দেশটির সরকার এক নতুন নিয়ম জারি করে বসে। এখন থেকে শিশুদের এমন নাম রাখতে হবে, যেসব নাম ‘দেশপ্রেমে’ উদ্বুদ্ধ করে। ‘বোম্ব,’ ‘গান,’ ও স্যাটেলাইটের মতো ‘দেশপ্রেমে’ উদ্বুদ্ধ করে—এমন নাম রাখতে হবে শিশুদের। যারা এ ধরনের নাম রাখবে না, তাদের জরিমানার মুখোমুখি হতে হবে। কর্তৃপক্ষের অভিযোগ, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শিশুদের নামের সঙ্গে মিল রয়েছে—এমন নাম উত্তর কোরিয়ায় খুব বেশি দেখা যাচ্ছে। এ সংস্কৃতি থেকে বেরিয়ে সম্পূর্ণ উত্তর কোরীয় ঘরানায় শিশুদের নাম রাখতে হবে। কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তে বেশ বিরক্ত সাধারণ মানুষ। নাম প্রকাশ না করার শর্তে এক দম্পতি ডেইলি মেইলকে বলেন, প্রশাসনের লোক এসে আমাদের সন্তানদের নাম পরিবর্তন করতে বারবার তাগিদ দিচ্ছে। এটা কোনো কথা হলো। আমরা আমাদের সন্তানদের কী নাম রাখব, সেখানেও যদি তারা হস্তক্ষেপ করে, তাহলে স্বাধীনতা বলতে আর কী থাকল। ডিসেম্বর পর্যন্ত তারা সময় দিয়েছে। সূত্র: কালবেলা।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাসে ট্যাংকার জাহাজের ‘ছায়া বহর’ গড়ে তুলেছে রাশিয়া

ইউক্রেনে আগ্রাসনের পর- রাশিয়ার তেল রপ্তানিতে নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এসব বিধিনিষেধের প্রভাব এড়িয়ে তেল বাণিজ্য অব্যাহত রাখতে ১০০টি পুরোনো তেলবাহী ট্যাংকার জাহাজের বহর গড়ে তুলেছে রাশিয়া। বিষয়টি প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে (এফটি) জানিয়েছেন জাহাজ শিল্পের ব্রোকার ও বিশ্লেষকরা। শিপিং ব্রোকার– ব্রেমার সংস্থার প্রাক্কলন, মস্কোর নিজস্ব বহরে ১০০টির বেশি জাহাজ রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগে তেল-রপ্তানি বিদেশি ট্যাংকার জাহাজের ওপরই বেশি নির্ভরশীলতা ছিল রাশিয়ার। কিন্তু, ইইউ ও আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আসার ভয়ে অনেক কোম্পানিই রাশিয়ার তেলবহন করতে চাইছে না। এই বাধাটি এড়াতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাহাজগুলি কিনেছে মস্কো। জ্বালানি পরামর্শক রিস্টাড এফটি’কে জানায়, চলটি বছর ক্রয় এবং ইরান ও ভেনিজুয়েলায় চলাচলকারী জাহাজ যুক্ত করার মাধ্যমে ১০৩টি ট্যাংকার ের বহর গড়েছে রাশিয়া। ইরান ও ভেনিজুয়েলাও রয়েছে পশ্চিমাদের তেল রপ্তানি নিষেধাজ্ঞার অধীনে। তাদেরকে এতদিন ভাড়ায় ট্যাংকার জাহাজ দিত মস্কো। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নির্বাচনের জন্য প্রস্তুতির নির্দেশ ইমরান খানের

সাধারণ নির্বাচনের জন্য ডিসেম্বরের পর আর অপেক্ষা করবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।ইতোমধ্যেই আইনপ্রণেতাদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের নেতা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।রোববার এক টুইট বার্তায় ইমারান কানের এ ঘোষণার কথা জানিয়েছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।তিনি জানান, দলের প্রধান নেতা ইমরান খান সব আইনপ্রণেতাদের তাদের নির্বাচনি এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: যুগান্তর।

‘পুতিন যুদ্ধকে বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন’
তেলের দাম নির্ধারণ প্রত্যাখ্যান মস্কোর
শীতে যুদ্ধের গতি কমার পূর্বাভাস মার্কিন গোয়েন্দাদের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড। এ ছাড়া ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে পুতিন যুদ্ধকে বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিক্টোরিয়া নুল্যান্ড এসব অভিযোগ করেন। তিনি বলেন, পুতিন এই যুদ্ধকে ইউক্রেনের প্রত্যেক নাগরিকের বাড়িতে নিয়ে গেছেন। তিনি বিদ্যুৎ ও পানি বন্ধ করার চেষ্টা করছেন। যুদ্ধক্ষেত্রে যা করতে পারেননি, সেটি অর্জনের চেষ্টা করছেন। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার।কিয়েভ বলছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার মধ্যেই রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ১ কোটিরও বেশি মানুষ। সুত্র: সমকাল

লিওনেল মেসি যেভাবে আর্জেন্টিনাকে ‘খাদ থেকে তুলছেন’

আজিজ বেহিচ কি ভুল করলেন? আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ, সেখানে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মাঠে, যিনি নিজের নাম স্থায়ীভাবে সর্বকালের সেরায় লেখানোর পণ নিয়ে নেমেছেন এবারের টুর্নামেন্টে।স্ট্রেলিয়ার আজিজ বেহিচ কি না সেই লিওনেল মেসিকে তাতিয়ে তুললেন।মেসির জবাব দিতে দুই মিনিটও লাগেনি, নিজেরই ফ্রি কিক থেকে ফিরে আসা বলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস নিকোলাস ওটামেন্ডি হয়ে যখন লিওনেল মেসির পায়ে আসে মেসি মাত্র এক মুহূর্ত সময় নিয়েছেন বল সেট করতে এবং সেটাকে জালে পাঠাতে।এর মধ্যে সামনের দুজন ডিফেন্ডার, পেছনে গোলকিপার, কারওই কোনও জবাব ছিল না।লিওনেল মেসি, নিজের হাজারতম পেশাদার ফুটবল ম্যাচে খেলতে নেমে আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ড পার করিয়েছেন, একই সাথে করেছেন নিজের পঞ্চম বিশ্বকাপে প্রথম নকআউট গোল।যেসব প্রশ্ন লিওনেল মেসিকে ঘিরে ছিল, তার শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করতো একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, ‘রোজারিওর ছোট্ট জাদুকর’।মেসি আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতেন না, গত বছরই কোপা আমেরিকা জিতলেন।কিন্তু যেই দেশে ডিয়েগো ম্যারাডোনা খেলে গেছেন, সেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় ছাড়া অন্য কোনও অর্জনই মেসিকে ঠিক সেই কাতারে বসাবে না – যেখানে পেলে, ম্যারাডোনা, জিদানরা আছেন। লিওনেল মেসি সেই পথেই আছেন, যে আর্জেন্টিনা আজ থেকে সপ্তাহ দুই এক আগে হিসেব কষছিল কীভাবে দ্বিতীয় রাউন্ডে ওঠা যায়? কীভাবে সৌদি আরবের সাথে হারের ক্ষত লাঘব হবে? কীভাবে সমর্থকদের আশ্বস্ত করবে এই আর্জেন্টিনাই সেই আর্জেন্টিনা যারা ৩৬ ম্যাচ ধরে হারেনি।প্রায় তিন বছর আর্জেন্টিনার নামের পাশে পরাজয় শব্দটি ছিল না, এক সৌদি আরব ম্যাচ সকল সমীকরণ ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা আবার ট্র্যাকে ফিরেছে। সূত্র: বিবিসি বাংলা।