বিজয়ের মাসে ভারতকে সিরিজ হারাল বাংলাদেশ
ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজ জিতে নিলো টিম টাইগার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জিতেছে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। ফলসরূপ ৫ রানে ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া করে ফেলে সফরকারীরা।


বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭১/৭ (এনামুল ১১, লিটন ৭, শান্ত ২১, সাকিব ৮, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৭৭, আফিফ ০, মিরাজ ১০০*, নাসুম ১৮*; চাহার ৩-০-১২-০, সিরাজ ১০-০-৭৩-২, শার্দুল ১০-১-৪৭-০, উমরান ১০-০-৫৮-২, ওয়াশিংটন ১০-০-৩৭-৩, আকসার ৭-০-৪০-০)।
ভারত : ৫০ ওভারে ২৬৬/৯ (কোহলি ৫, শিখর ধাওয়ান ৮, শ্রেয়াস আইয়ার ৮২, লোকেশ রাহুল ১৪, সুন্দর ১১, রোহিত ৫১, অক্ষর ৫৬ , শার্দুল ৭, সিরাজ ২; মিরাজ , এবাদত ১০-০-৪৫-৩, মুস্তাফিজ , সাকিব ১০-১-৩৯-২, নাসুম ১০-০-৫৪-০, মাহমুদউল্লাহ ৩.৫-০-৩৩-১ )।
ফল : ৫ রানে জয়ী বাংলাদেশ।
সারাদিন. ৭ ডিসেম্বর.