ফ্রান্স-মরক্কোর খেলা দেখতে কাতার যাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

ছবি- সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। ইতিমধ্যেই নিশ্চিতও হয়ে গেছে সেমিফাইনালে খেলবে যে চার দল। এখন শুধু অপেক্ষা সেমি ফাইনালের বাধা পেরিয়ে ফাইনাল যুদ্ধের।

লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, আফ্রিকান দেশ মরক্কো এবং বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া শেষ চার নিশ্চিত করেছে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। আর পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে উঠে মরক্কো।

এবার নিজ দেশকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার (১১ ডিসেম্বর) ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটির বেতার মাধ্যম ফ্রান্সইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, “সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে বুধবার (স্থানীয় সময়) ম্যাচের দিন তিনি যে কাতারে থাকবেন- তা নিশ্চিত।”

অবশ্য ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এক মাস আগেই জানিয়েছিল, বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে কাতারে যাবেন ম্যাক্রোঁ।

Nagad

সারাদিন/১২ ডিসেম্বর/এমবি