আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

পুতিন বাংকারে যেতে পারেন বলে খবর

ক্রেমলিনে একটি ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। সংক্রমণের প্রাদুর্ভাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাংকারে অবস্থান নিতে বাধ্য করতে পারে। যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পুতিন এ বছর বর্ষসমাপনী সংবাদ সম্মেলন করছেন না বলে আনুষ্ঠানিক ঘোষণার এক দিনের মাথায় এমন খবর এল। ঠিক কী কারণে পুতিন এই সংবাদ সম্মেলন করবেন না, কেন তিনি এবার প্রথা ভাঙছেন, তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তবে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, পুতিনের স্বাস্থ্যগত কারণে তাঁর বর্ষসমাপনী সংবাদ সম্মেলন এবার না করার সিদ্ধান্ত হয়েছে। সূত্র: প্রথম আলো

ইউক্রেন-হাঙ্গেরি দ্বন্দ্ব
ফায়দা নিচ্ছে রাশিয়া
ডয়চে ভেলের বিশ্লেষণ

ইউক্রেনকে এক হাজার ৮০০ কোটি ইউরো আর্থিক সহায়তা দেওয়ার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনায় এত দিন ভেটো দিয়ে এসেছে হাঙ্গেরি। গত সোমবার হাঙ্গেরির স্থগিত করা ইইউর তহবিল ছাড়ের মাধ্যমে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।গত মাসে দুর্নীতির অভিযোগ তুলে হাঙ্গেরির জন্য বরাদ্দকৃত ৭৫০ কোটি ইউরোর তহবিল স্থগিত করার সুপারিশ করে ইইউ। এরপর দেশটির বিচার বিভাগীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে করোনা-পরবর্তী আর্থিক সংকট মোকাবেলায় বরাদ্দকৃত ৫৮০ কোটি ইউরোর তহবিলও স্থগিত করে সংস্থাটি।এর পরই ইউক্রেনের জন্য আর্থিক সহায়তায় ভেটো দেন হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। শেষ পর্যন্ত দুই পক্ষে সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী করোনা-পরবর্তী সংকট মোকাবেলায় পুরো তহবিল পাবে বুদাপেস্ট। আর ইইউ আগামী বছর ইউক্রেনকে সহায়তা দিতে পারবে।গত কয়েক সপ্তাহ ইউরোপজুড়ে উল্লিখিত বিষয়টিই বেশি আলোচিত ছিল। তবে আর্থিক বিষয়টি ছাড়াও গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর আরো কিছু সমস্যা দুই পক্ষের সামনে চলে এসেছে। তবে ইউক্রেন-হাঙ্গেরির দ্বন্দ্বে রাশিয়া ফায়দা নিচ্ছে বলে মত বিশ্লেষকদের। সূত্র: কালের কণ্ঠ

উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রি করায় কারাদণ্ড

বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি উত্তর কোরিয়ায় বিক্রি করায় সিঙ্গাপুরের এক ব্যবসায়ীর কারাদণ্ড হয়েছে। বিক্রিত ওই পণ্যের মূল্য ছিল ১০ লাখ ডলার। কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম ফুয়া সেজে হি (৫৯)। তিনি সিঙ্গাপুরের কোমল পানীয় (বেভারেজ) কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক।দোষ স্বীকার করার পর গত সোমবার ফুয়াকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের আদালত। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ইমরান খানের সঙ্গে আলোচনার ইঙ্গিত শাহবাজের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইমরানের হুমকির পর সোমবার এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন তিনি। খবর ডনের। শাহবাজ বলেন, দেশের জন্য আমরা শত ধাপ এগোতে পারি। এ জন্য সব মতপার্থক্য দূরে সরিয়ে রাখা যেতে পারে। দেশ যখন এমন সংকটের সম্মুখীন, তখন আমাদের ত্যাগ স্বীকার করতে হবে।পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার সম্প্রতি তাঁর অনুমতি নিয়ে পিটিআই প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করেছেন বলে জানান তিনি।অর্থমন্ত্রী দারের সঙ্গে পিটিআই প্রেসিডেন্ট আলভির বৈঠককে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে যোগাযোগ চ্যানেল তৈরির জন্য ক্ষমতাসীন জোটের প্রচেষ্টার অংশ বলে আখ্যায়িত করেছে পাকিস্তনের গণমাধ্যমগুলো।চলতি বছরের শুরু থেকেই রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। মূলত ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর এই সংকট বহুগুণ বেড়েছে এবং দেশটির বিবদমান নেতৃত্বের অনড় অবস্থানের কারণে সংকটের সমাধানের পথও অনেকটা ধূসর হয়ে আসছে।এ পরিস্থিতিতে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা না হলে ইমরান পাঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দেন। এর পরই ইমরানের সঙ্গে আলোচনায় রাজি থাকার কথা জানিয়েছেন শাহবাজ।আলোচনার কথা বললেও ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ ও ‘প্রতারক’ বলে অভিহিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন শাহবাজ। সূত্র: সমকাল

ঘর সংকটে লস অ্যাঞ্জেলেস
প্রতিদিন গড়ে পাঁচ গৃহহীন মরছে * দায়িত্ব নিয়েই জরুরি অবস্থা জারি করলেন নতুন মেয়র

চরম আবাসন সংকটে পড়েছে ‘গৃহহীনদের রাজধানী’খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর।পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েই নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার নতুন মেয়র কারেন বাস। ফক্স নিউজ, সিবিএস নিউজ, এবিসি নিউজ।স্থানীয় সময় রোববার তিনি নগরীর নতুন মেয়র হিসাবে দায়িত্ব নেন। পরদিন সোমবারই প্রথম কাজ হিসাবে তিনি ‘ঘর সংকট’ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেন। এই পদক্ষেপকে ‘ভূকম্প বদল’ আখ্যা দিয়ে মেয়র কারেন বাস বলেন, ‘এই পদক্ষেপ সমস্যাটি সমাধানের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।’ লস অ্যাঞ্জেলেস ইমার্জেন্সি অপারেশন সেন্টারে সংবাদ সম্মেলন করে শহরের প্রথম নারী মেয়র বাস বলেন, ‘আমি এই গৃহহীন সংকটকে মেনে নিতে পারছি না, যা ৪০ হাজারেরও বেশি মানুষকে কষ্ট দিচ্ছে এবং এর প্রভাব পড়ছে আমাদের প্রত্যেকের ওপর।’ তিনি আরও বলেন, ‘আগামী দিনে গৃহহীনদের নিয়ে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করব।’ তিনি আরও বলেন, সম্মিলিত কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যেই তিনি শহর বিভাগের প্রধান, গৃহহীন-সেবা প্রদানকারী এবং এলএ মেট্রোর সাথে দেখা করেছেন। ঘর সংকট নিরসনে কিছু পদক্ষেপও ঘোষণা করেছেন বাস-রাস্তা থেকে ক্যাম্পগুলো সরিয়ে দেওয়া হবে। সূত্র: যুগান্তর

কিয়েভে জরুরি অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি জি৭ দেশগুলো

ইউক্রেনে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ ট্যাংক, অস্ত্র, গোলাবারুদ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলোর জোট জি৭। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে জোটের নেতারা গত সোমবার কিয়েভের সামরিক সক্ষমতা বাড়াতে রাজি হন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জি৭ দেশগুলোর কাছে শীতে জ্বালানি সংকট মোকাবিলায় কিয়েভকে অতিরিক্ত ২ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে রুশ হামলায় দেশটিতে বড় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ইউক্রেনে তুষারপাত শুরু হয়েছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। তীব্র শীতে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। শীতে ঘর উত্তাপ করতে পারছেন না তারা। ইউক্রেনে পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, পূর্ব দোনেৎস্কে তারা চারটি আবাসিক এলাকায় রুশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে সংলগ্ন লুগানস্ক অঞ্চলে ৮টি আবাসিক এলাকায় রুশ হামলা তারা ঠেকিয়ে দিয়েছেন। সূত্র: দৈনিক বাংলা ্

পাসপোর্ট, ডকুমেন্ট পরীক্ষা ছাড়াই সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা, তৈরি হয়েছে মানদণ্ড

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) বিমান পরিবহনের জন্য ইন্ডাস্ট্রি মানদণ্ড তৈরি করেছে যা বিশ্বব্যাপী গ্রহণ করা হলে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন। ‘রেকমেন্ডেড প্র্যাকটিস অন ডিজিটালাইজেশন অব অ্যাডমিসিবিলিটি’ শীর্ষক এ মানদণ্ডের মাধ্যমে ভ্রমণকারীরা কোনো আন্তর্জাতিক গন্তব্যে তাদের গ্রহণযোগ্যতা ডিজিটাল পদ্ধতিতে প্রমাণ করতে পারবেন।এর ফলে তাদেরকে আর বিমানবন্দরের চেক-ইন ডেস্কে বা বোর্ডিং গেটে কাগজপত্র দেখানোর জন্য থামতে হবে না। ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএটিএ।আইএটিএ’র ওয়ান আইডি উদ্যোগের অধীনে বিশ্বের বিমান পরিবহন সংস্থাগুলো স্পর্শবিহীন বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীদের বিমানবন্দরের অভিজ্ঞতাকে ডিজিটাল করে তুলতে একত্রে কাজ করছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করল নিউজিল্যান্ড

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করে আইন পাস করেছে নিউজিল্যান্ড। এ হিসেবে আগামী বছর থেকে দেশটিতে তামাক প্রায় নিষিদ্ধই হচ্ছে। খবর বিবিসি।গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইনটি পাস করা হয়। এর অর্থ হলো, ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কেউ কখনো সিগারেট বা তামাকজাত পণ্য কিনতে পারবেন না। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বিলটি উত্থাপন করে বলেন, এটি ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ।আরো বলেন, হাজার হাজার মানুষ দীর্ঘায়ু পাবে ও স্বাস্থ্যকর জীবন যাপন করবে। ধূমপানের কারণে সৃষ্ট অসুস্থতার চিকিৎসার জন্য ৩২০ কোটি ডলার খরচ কমবে।আইনের এমন বিধানের কারণে প্রতি বছর তামাক কেনার লোকের সংখ্যা কমে আসবে। ২০৫০ সাল নাগাদ ৪০ এর নিচের বয়সী কেউ সিগারেট কিনতে পারবেন না। সূত্র: বণিক বার্তা।

তিন যুগ পর বিশ্বকাপ জয়ের আরো একটি সুযোগ আর্জেন্টিনার সামনে

আর্জেন্টিনা সাড়ে আট বছর পর বিশ্বকাপ ফাইনালে জায়গা নিশ্চিত করলো। আবারও লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনাল খেলবেন, ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর চেষ্টা থাকবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে লুজাইল আইকনিক স্টেডিয়ামে ৩-০ গোলের জয় পেল আর্জেন্টিনা।এই ম্যাচ প্রমাণ করলো লিওনেল মেসি তো আছেনই আর্জেন্টিনার ম্যাচ জেতানোর মতো একজন হুলিয়ান আলভারেজও আছেন।শুরুর বিশ মিনিট মেসি ছিলেন নিষ্প্রভ। মনে হচ্ছিল তিনি ম্যাচের গতিবিধি অনুসরণ করছেন, পর্যবেক্ষণ করছেন কোথায় কী হচ্ছে।এই সময়ে ক্রোয়েশিয়া গোলের সুযোগ তৈরি করতে না পারলেও দারুণ সব পাস আর বলের দখল নিয়ে খেলছিল।কিন্তু আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের রক্ষণভেদী পাস হুলিয়ান আলভারেজ পাওয়ার পর তাকে থামাতে সরাসরি শারীরিক সংঘর্ষ হয় ক্রোয়েশিয়ার গোলকিপার লিকাকোভিচের সাথে। সূত্র: বিবিসি বাংলা ।

মাস্ককে পেছনে ফেলা বিশ্বের শীর্ষ ধনী কে এই বানার্ড আর্নল্ট

ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।  ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সি আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, যা মাস্কের চেয়ে ১০ কোটি ডলার বেশি। জানা গেছে, এলন মাস্কের ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে। সূত্র: দৈনিক আমাদের সময়