পূবালী ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২২১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। এই ব্যাংকে একাধিক বিভাগে ২২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এজিএম/এসপিও, পিও/এসও (উইং হেড পস অ্যান্ড কিউআর বিজনেস), পিও/এসও (উইং হেড ইএমআই বিজনেস), পিও/এসও (উইং হেড অপারেশন অ্যান্ড সাপোর্ট), পিও/এসও (উইং হেড প্রোডাক্ট ইনভেনটরি), অফিসার, জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার, এজিএম/এসপিও (রিটেইল কাস্টমার ইনক্লুশন অপারেশন ইউনিট), পিও/এসও (উইং হেড পেরোল বিজনেস), পিও/এসও (উইং হেড পিআই ব্যাংকিং/ইন্টারনেট ব্যাংকিং বিজনেস), অফিসার, জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার, এজিএম/এসপিও (করপোরেট বিজনেস ইউনিট)।

এছাড়া পিও/এসও (উইং হেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সল্যুশন উইং), পিও/এসও (উইং হেড ই–কমার্স বিজনেস উইং), পিও/এসও (উইং হেড অপারেশন অ্যান্ড সাপোর্ট উইং), অফিসার, জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার, এজিএম/এসপিও (এমআইএস ইউনিট অ্যান্ড অফিস, পিও/এসও (এমআইএস ইউনিট অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট টিম), জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার (এমআইএস ইউনিট অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট টিম), পিও/এসও, অফিসার, জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার, ডেপুটি জুনিয়র অফিসার।

শিক্ষাগত যোগ্যতা, পদের বিবরণ, আবেদনের পদ্ধতিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।

বেতন ও সুযোগ-সুবিধা: এজিএম/এসপিও/পিও পদের ক্ষেত্রে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। সিনিয়র অফিসার/অফিসার/জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে এক বছর প্রবেশনকাল শেষে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

সাধারণ শর্তাবলী: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। যাঁদের বিদেশি ডিগ্রি আছে, তাঁদের ইউজিসি থেকে সমমান সনদ নিয়ে দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীর হতে হবে। জেলা পর্যায়ের জন্য স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র অফিসার/অফিসার/জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার পদের প্রার্থীদের ব্যাংকে পাঁচ বছর থাকার অঙ্গীকারপত্রে সই করতে হবে।

Nagad

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা পূবালী ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে (https://vacancy.pubalibankbd.com/Vacancy.aspx) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর, ২০২২।

সারাদিন/১৪ ডিসেম্বর/এমবি