নারী অধিকার সংস্থা থেকে ইরানকে বহিষ্কার করলো জাতিসংঘ
ইরানকে নারী অধিকার সংস্থা থেকে বহিষ্কার করেছে জাতিসংঘ। মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান হিজাববিরোধী বিক্ষোভে ইরান সরকার দমন-পীড়ন অব্যাহত রাখার কারণে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভোটাভুটির মাধ্যমে দেশটিকে ওই সংস্থা থেকে সরিয়ে দেয় জাতিসংঘ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ সদস্যের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) বুধবার (১৪ ডিসেম্বর) নারীর অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের অভিযোগ এনে ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ থেকে ইরানকে বহিষ্কারের জন্য মার্কিন-খসড়া প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট দেয়।
ইরানকে বহিষ্কারের বিষয়ে যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব আনার পর এর ওপর ভোটাভুটি হয় এবং তাতে ২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। তবে ১৬ সদস্য ভোট প্রদান থেকে বিরত ছিল।
ভোটাভুটির মাধ্যমে গৃহীত এ সিদ্ধান্ত ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সংস্থাটির বর্তমান মেয়াদের বাকি অংশের জন্য প্রযোজ্য হবে।
এর আগে ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এক সপ্তাহের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত ০৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিক্ষোভে অংশ নেওয়ায় মোহসেন শেখারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে আহত করার এবং তেহরানের রাস্তা অবরোধ করে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এছাড়া গত সোমবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মিজান নিউজের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইরানে হিজাব ইস্যুতে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মাসের শুরুর দিকে সতর্কতা দিয়ে জানায়, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইরানে অন্তত ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।
সারাদিন/১৫ ডিসেম্বর/এমবি