আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

ভারত–চীন সীমান্ত বিরোধ: ৬০ বছরের পুরোনো যে লড়াই

২৩ অক্টোবর ১৯৬২। শরতের সেই সকালে চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে গোলাবর্ষণ শুরু করে। উত্তর–পূর্ব ভারতের হিমালয় অঞ্চলে ঘটে এ ঘটনা। চীন ও ভুটান সীমান্তবর্তী ওই এলাকাটি তখন নর্থ–ইস্ট ফ্রন্টিয়ার এজিন্সি বা এনইএফএ নামে পরিচিত।এখন সেই অঞ্চল ভারতের একটি রাজ্য। নাম অরুণাচল প্রদেশ। ১০ লাখের বেশি মানুষের বাস সেখানে। এ পর্যন্ত চীন অরুণাচলকে নিজেদে র অঞ্চল বলে দাবি করে আসছে। সেখানে এক বছর পর দুই দেশের সেনাদের মধ্যে সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে। চীন ও ভারতের এই দ্বন্দ্ব নিয়ে একটি বই লিখেছেন সুইডিশ সাংবাদিক ও লেখক বার্টিল লিন্টনার। বইটির নাম ‘চায়নাস ইন্ডিয়া ওয়ার: কলিশন কোর্স অন দ্য রুফ অব দ্য ওয়ার্ল্ড। তিনি বলেন, ‘বিস্ফোরণে আকাশ আলোকিত হয়েছিল ও প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ে।’ সূত্র: প্রথম আলো

ইউক্রেনজুড়ে আবার ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনের বড় শহরগুলোর গুরুত্বপূর্ণ পরিষেবা লক্ষ্য করে গতকাল শুক্রবার আবার বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে তীব্র শীতের মধ্যে শহরগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে একের পর এক ব্যর্থতার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন বছরে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন—এ মর্মে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সতর্কতার প্রেক্ষাপটে সর্বশেষ দফা এ হামলার ঘটনা এলো।ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশে নেমে আসায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মোদি সরকার ঘুমাচ্ছে: রাহুল

চীন নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংকটকে লুকিয়ে রাখতে চাচ্ছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। অরুণাচলের ঘটনার পর গতকাল শুক্রবার প্রথমবার এ নিয়ে মুখ খুলে এমনই প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, চীন ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তা মানতেই চাচ্ছে না মোদি সরকার।
গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শততম দিন অতিক্রম করেছে। বর্তমানে যাত্রা চলছে রাজস্থানে। সেখান থেকে রাহুল দাবি করেন, চীন পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। ওরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। দেখুন, ওরা কী ধরনের অস্ত্র ব্যবহার করছে। কিন্তু আমাদের সরকার তা মানতেই চাচ্ছে না। আসলে ভারত সরকার একটি ঘটনাকে কেন্দ্র করে কাজ করছে, সামগ্রিক কৌশল বলে কিছু নেই। চীন আমাদের জমি কেড়ে নিয়েছে। আমাদের সেনাদের মারছে। চীনের বিপদ এখন আর লুকানোর কোনো ব্যাপার নয়। কিন্তু সরকার এসব দেখেও দেখছে না। চীন লাদাখ ও অরুণাচলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সরকার ঘুমে মগ্ন বলেন রাহুল। সূত্র: সমকাল

Nagad

ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বিদ্যুৎবিহীন অনেক শহর

ই একদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেবে। কিন্তু তার আগেই রুশ বাহিনী ভয়ংকর রূপ ধারণ করেছে। গতকাল ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ ছাড়াও হামলা চালানো হয়েছে উত্তরের খারকিভ, দক্ষিণের ওডেসা এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে। রাশিয়ার সেনা কর্মকর্তাদের মতে, ক্রিসমাসের সময়ও হামলা বন্ধ হবে না। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ডেসনিয়ান জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাসিন্দাদের আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। এদিকে, পূর্ব খারকিভ অঞ্চলের গভর্নর বলেছেন, রুশ হামলার পর মূল শহরে বিদ্যুৎ নেই। আর খেরসন পুরোপুরি বিদ্যুৎবিহীন। জ্বালানি অবকাঠামোয় রুশ হামলার কারণে লাখো ইউক্রেনীয় বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ না থাকায় তারা নিজেদের ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পারছে না। খেরসনের বিদ্যুৎ সরবরাহ লাইন এখন পুরোটাই ধ্বংস। সূত্র: বিডি প্রতিদিন।

কেনেডি হত্যাকাণ্ডের ১৩ হাজার নথি প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজারো নথি প্রথমবারের মতো প্রকাশের অনুমতি দিয়েছে হোয়াইট হাউস। অনলাইনে ১৩ হাজার ১৭৩টি নথি প্রকাশ করা হয়েছে।হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের কাছে থাকা নথিগুলোর প্রায় ৯০ শতাংশই প্রকাশ করা হয়েছে। বিবিসি জানায়, এসব নথিপত্র থেকে বড় ধরনের কোনো তথ্য উদ্‌ঘাটিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে না। তবে ইতিহাসবিদরা কথিত গুপ্তঘাতক সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে বলে আশাবাদী। ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন। তিনি যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়ারেন কমিশনের তদন্তে বলা হয়, লি হার্ভে অসওয়াল্ড কেনেডিকে হত্যা করেন। মার্কিন নাগরিক অসওয়াল্ড একসময় সোভিয়েত ইউনিয়নে থাকতেন। তিনি একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে ওয়ারেন কমিশন মত প্রকাশ করে। কেনেডি হত্যার পরপরই অসওয়াল্ডকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ধরা পড়ার দুই দিনের মাথায় ডালাস পুলিশ সদর দপ্তরের নিচে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। একটি নাইট ক্লাবের মালিক জ্যাক রুবি তাকে গুলি করে। অসওয়াল্ডকে খুনের পেছনে তিনি প্রেসিডেন্ট হত্যার প্রতিশোধ নেয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেন। মামলা চলাকালীন ১৯৬৭ সালে রুবি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কেনেডি হত্যাকাণ্ড নিয়ে দশকের পর দশক নানা ষড়যন্ত্র তত্ত্বে ডালপালা মেলেছে। এ হত্যায় সিআইএর হাত থাকতে পারে বলেও গুঞ্জন ছড়ায়। সিআইএ গত বৃহস্পতিবার জানায়, অসওয়াল্ডের সঙ্গে মার্কিন গোয়েন্দাদের কখনোই যোগাযোগ ছিল না। মার্কিন তদন্তকারীদের কাছে তার সম্পর্কে তথ্যও সংস্থাটি গোপন করেনি। সূত্র: দৈনিক বাংলা।

পৃথিবীর বাইরে ‘পানির অস্তিত্ব’ আবিষ্কার

পৃথিবীর বাইরের কোনো গ্রহে পানির অস্তিত্ব থাকার বিষয়টি এত দিন তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার একদল মহাকাশ বিজ্ঞানী বেশ আওয়াজ দিয়েই বলছেন, পানি আছে—এমন দুটি গ্রহের সন্ধান পেয়েছেন তারা। আর এমন দাবিতে নড়েচড়ে বসেছেন বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকরা। গত বৃহস্পতিবার বিজ্ঞান সাময়িকী নেচার অ্যাস্ট্রোনমিতে এক প্রতিবেদনে গবেষকরা দাবি করেছেন, পৃথিবীর সৌরজগৎ থেকে প্রায় ২১৪ আলোকবর্ষ দূরের এক সৌরজগতে কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি নামে গ্রহ দুটির অবস্থান। একটি লাল বামন নক্ষত্র ঘিরে চক্কর দিচ্ছে গ্রহ দুটি। এ আবিষ্কারে ভূমিকা রেখেছে নাসার হাবল আর অবসের থাকা স্পিটজার টেলিস্কোপ। সূত্র: কাল বেলা

জ্বালানি তেল ও গ্যাস
নতুন প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত এইচএসবিসির

কার্বন নিঃসরণ কমাতে বিশ্বজুড়ে জোর প্রচেষ্টা চলছে। পরিবেশবিদরা সরকার ও আর্থিক খাতের ওপর চাপ বাড়াচ্ছেন। এ অবস্থায় নানামুখী উদ্যোগও নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এবার নতুন জ্বালানি তেল ও গ্যাস প্রকল্পে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে এইচএসবিসি। হালনাগাদ করা জলবায়ু কৌশলের আওতায় এ পদক্ষেপ নিচ্ছে ইউরোপের বৃহত্তম ব্যাংকটি। খবর এপি। এপির খবর অনুসারে পরিবেশবিদরা এইচএসবিসির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য, ব্রিটিশ বহুজাতিক ব্যাংকটির এ পদক্ষেপ অন্যান্য প্রধান ব্যাংককেও একই পথে হাঁটতে উৎসাহিত করবে। পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যাংকটির প্রতি আরো বেশি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।এইচএসবিসি জানিয়েছে, ব্যাংকটি বিদ্যমান জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোয় অর্থায়ন চালিয়ে যাবে। বর্তমান ও ভবিষ্যতে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের ক্রমহ্রাসমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এ পদক্ষেপের পরিবর্তন আনা হবে। ব্যাংকটি জ্বালানি খাতের গ্রাহকদের অর্থ ও পরামর্শক পরিষেবা দেয়া অব্যাহত রাখবে। তবে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরে প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনাও মূল্যায়ন করা হবে। পরিবেশবাদী দাতব্য প্রতিষ্ঠান শেয়ারঅ্যাকশনের জিন মার্টিন বলেন, এইচএসবিসির এ পদক্ষেপ নিট জিরো কার্বন নিঃসরণ প্রতিশ্রুতির একটি অংশ। এটি পুরো ব্যাংক খাতের জন্য দিকনির্দেশনামূলক পদক্ষেপও। অবশ্য ব্যাংকটির পুরনো প্রকল্পগুলোয় অর্থায়ন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হতাশার। কারণ অনেক প্রতিষ্ঠান জ্বালানি তেল ও গ্যাস প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা করছে। সুতরাং সেখানে অর্থায়ন করবে ব্যাংকটি। এজন্য প্রতিষ্ঠানগুলোকে যত দ্রুত সম্ভব জীবাশ্ম জ্বালানিতে পুরোপুরি অর্থায়ন বন্ধের আহ্বান জানান তিনি। সূত্র: বণিক বার্তা ।

প্রতিরক্ষা খাতে ব্যয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৫০ নম্বরে

২০২২ সালের প্রতিরক্ষা খাতে ব্যয়ের র‍্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)। বিশ্বে প্রতিরক্ষা খাতে ব্যয়ের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের ১৪২টি দেশ নিয়ে এ বছরের ‘ডিফেন্স স্পেন্ডিং বাই কান্ট্রি’ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান হলো ৫০তম, প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৬ষ্ঠ। পাকিস্তান আছে ৩১তম নম্বরে। তালিকা অনুযায়ী সামরিক খাতে ব্যয়ের শীর্ষ ১০ দেশ হলো- ১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. যুক্তরাজ্য , ৫. জার্মানি, ৬. ভারত, ৭. জাপান ৮. দক্ষিণ কোরিয়া ৯. সৌদি আরব ও ১০. অস্ট্রেলিয়া।প্রসঙ্গত, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৮৫৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস করেছে দেশটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মুক্তিযুদ্ধ না ভারত-পাক যুদ্ধ? ভারতে কী পড়ানো হচ্ছে?

কলকাতার প্রবীণ কবি ও প্রাবন্ধিক জিয়াদ আলি সেদিন কলেজ স্ট্রীটের একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলেন বাংলাদেশের স্বাধীনতা লাভের উচ্ছাস। আর সাংবাদিক দিলীপ চক্রবর্তী আবেগের বশে তার খবরের কাগজের জন্য কোনও সংবাদ লিখতে পারেননি সেদিন। কলকাতা আর বাংলাদেশের কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে মি. চক্রবর্তী বেরিয়ে পড়েছিলেন শহরের রাজপথে – বাংলাদেশের স্বাধীনতা উপভোগ করতে।এরা দুজনেই সক্রিয়ভাবে জড়িত ছিলেন কলকাতাজুড়ে যুদ্ধের নয় মাস ধরে যা যা কর্মকাণ্ড চলছিল, সেসবের সঙ্গে। সূত্র: বিবিসি বাংলা ।

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ৬৫ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের সারণ জেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ছয় বছর আগে বিহারে মদ নিষিদ্ধ করার পর থেকে বিষাক্ত মদপানে এটাই সর্বোচ্চ মৃত্যু। এই ঘটনা নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিহারের সরকার ও রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) প্রতি নোটিশ ইস্যু করেছে।এপ্রিল, ২০১৬ থেকে বিহারে মদ বিক্রি ও পানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি আছে, কিন্তু রাজ্য সরকার এ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করছে না বলে অভিযোগ উঠেছে। সূত্র; বিডি নিউজ