আজ বিকেলে ২৭ রূপরেখা ঘোষণা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

গত ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ১০ দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তার আট দিন পর আজ (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্র সংস্কারের ২৭ রূপরেখা ঘোষণা করতে যাচ্ছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দল সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিগত ১৪ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তাই, বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

সারাদিন. ১৯ ডিসেম্বর

Nagad