রংপুরে ট্রাক-আটোরিকশা-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

লাইফস্টাইল প্রতিনিধি:লাইফস্টাইল প্রতিনিধি:
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

রংপুর তারাগঞ্জে ট্রাক-ইজিবাইক-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান, ও হাবিবুল্লা। বাকী একজনের এখনও পরিচয় মেলেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি আটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে আটোরিকশাটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাদিন. ১৯ ডিসেম্বর. আরএ

Nagad