আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করেছে তালেবান। খবর বিবিসির। তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রীর একটি চিঠিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। কাবুল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিবিসিকে বলেছেন, খবরটি শোনার পর থেকে তিনি কেঁদেই চলছেন।পদক্ষেপটির মধ্য দিয়ে আনুষ্ঠানিক শিক্ষায় আফগান নারীদের প্রবেশাধিকারকে আরও সীমিত করল তালেবান। দেশটিতে ইতিমধ্যে বেশির ভাগ মাধ্যমিক বিদ্যালয় থেকে মেয়ে শিক্ষার্থীরা বাদ পড়েছে। সূত্র: প্রথম আলো

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য
চীন সীমান্তে সেনা বাড়িয়েছে ভারত

চীনের সঙ্গে সীমানা বিরোধের জেরে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি অভূতপূর্বভাবে বাড়িয়েছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম(এস) জয়শঙ্কর সোমবার এ তথ্য জানান। অরুণাচল প্রদেশের সীমান্তে দুই দেশের সেনাদের ছোটখাটো এক সংঘর্ষের কয়েক দিন পর ভারতীয় সেনা বৃদ্ধির কথা সামনে এলো।রাজধানী নয়াদিল্লিতে বহুল প্রচারিত ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে চীন সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এস জয়শঙ্কর।অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত যেভাবে সেনা মোতায়েন করেছে, তা আগে কখনো করা হয়নি। তিনি বলেন, এটি করা হয়েছে চীনা সেনাদের আগ্রাসন মোকাবেলা করার জন্য। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) ‘একতরফাভাবে বদলের’ যেকোনো চেষ্টা প্রতিহত করার জন্য ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বিদায়ী বছরে আলোড়ন ফেলা ঘটনা

আর সপ্তাহ দেড়েক বাকি। বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২২ সাল। বছরের শুরুই হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের আবহে। তার ঘানি চলবে আগামী বছর বা তার পরের বছরেও। এর বাইরেও অনেক ঘটনা ঘটেছে এ বছর। যুদ্ধের পাশাপাশি হিংসা ও হয়রানি-সংক্রান্ত অনেক খবর সারা বিশ্ব থেকে শিরোনাম ছিল। বছরের শেষটা আলোড়িত করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। মাঝে দীর্ঘ সময় ধরে চলছে ইরানে চলমান বিক্ষোভ ও আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল। এখন দেখা যাক ২০২২ সালের সেই বিষয়গুলো বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। রাশিয়ার হামলায় ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। বছর ধরে চলা এ যুদ্ধ এখন পারমাণবিক যুদ্ধের হুমকিও বহন করছে। ইরানে তিন মাস ধরে চলছে বিক্ষোভ : মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ কতটা ব্যাপক ছিল তা থেকে বোঝা যায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু শিশু, মহিলা ও বিক্ষোভকারী নিহত হন। হাজার হাজার বিক্ষোভকারীকে আটকও করা হয়। তালেবানের রাজত্ব : আফগানিস্তানে তালেবান শাসনের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর তালিবানরা আফগানিস্তান দখল করে নেয়। এরপর থেকেই বন্ধ হয়ে গেছে নারী শিক্ষা। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট : শ্রীলঙ্কা জুনে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং-সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

বিনিয়োগের নিরাপদ বাজার খুঁজছেন চীনের ধনীরা

দীর্ঘদিন ধরে অব্যাহত ছিল কঠোর কভিডজনিত বিধিনিষেধ। সাম্প্রতিক সময়ে বিধিনিষেধ কিছুটা শিথিলের পর আবারো ঊর্ধ্বমুখী হয়েছে সংক্রমণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভূরাজনৈতিক প্রভাবেও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে ধীর হয়ে পড়েছে চীনের অর্থনীতি। এসব কারণে লোকসানে পড়ে স্থানীয় সিকিউরিটিজে বিনিয়োগ কমিয়ে দিচ্ছেন চীনের ধনীরা। পরিবর্তে তারা বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রসহ নিরাপদ কোনো দেশের সন্ধান করছেন। আসন্ন ২০২৩ সালে চীনাদের দেশের বাইরে বিনিয়োগের প্রবণতা ব্যাপক বেড়ে যাবে বলেও মনে করছেন তহবিল ব্যবস্থাপক ও শিল্পসংশ্লিষ্টরা।বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর পুঁজিবাজারে বিনিয়োগ থেকে বড় ধরনের লোকসান গুনেছেন চীনা ধনীরা। ভূরাজনৈতিক প্রভাবের কারণে অভ্যন্তরীণ অর্থনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে অনিশ্চয়তায় তারা আরো উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইউরেকাহেজ জানিয়েছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত হেজ ফান্ডগুলো ১২ দশমিক ৯ শতাংশ বাজারমূল্য হারিয়েছে। এটি ২০১১ সালের পর সবচেয়ে খারাপ বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। সূত্র: বণিক বার্তা।

যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের পরিকল্পনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি হতে যাচ্ছে জেলেনস্কির প্রথম বিদেশ সফর।মঙ্গলবার এক চিঠিতে ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ওই চিঠিতে শুধু লেখেন, গণতন্ত্রের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের লক্ষ্যে অনুগ্রহ করে উপস্থিত থাকবেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সফর বা পরিকল্পনার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জেলেনস্কির সফরকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে সময়সূচিতে পরিবর্তনও আনা হতে পারে। ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করা দেশ যুক্তরাষ্ট্র। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ইউক্রেনকে সামরিকসহ সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে আরও সহায়তা প্রদানের ঘোষণা দেন। সূত্র: সমকাল

আন্তর্জাতিক
বিলবোর্ডে ভালোবাসা

রাশিয়া-ইউক্রেন সম্পর্ক নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন ধরে বৈরী দুই দেশের যুদ্ধ ১০ মাসে গড়িয়েছে। এই যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। এই অবস্থার মধ্যেই রাশিয়ার এক তরুণী ব্যবসায়ী ইউক্রেনে তার ‘মি. রাইট’-এর সন্ধান পেয়েছেন। আর তা পেয়েছেন বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে।রাশিয়ার ওই তরুণী ব্যবসায়ীর নাম মারিয়া মলোনোভা (২৬)। তার বাড়ি পূর্ব সার্বিয়ার উলান-উডে শহরে। সেখানেই কয়েক সপ্তাহ আগে অনেক বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে তিনি জানান, ভালোবাসার সন্ধান করছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, বিলবোর্ডে এভাবে ভালোবাসার সন্ধানের চেষ্টা দ্রুতই সংবাদমাধ্যমের শিরোনামে পরিণত হয়। সেই সংবাদ চোখে পড়ে ইউক্রেনের ব্যবসায়ী সেরহি খারকুশার (২৬)। মারিয়ার সৌন্দর্যে বিমোহিত সেরহি দ্রুতই প্রেমে পড়ে যান। যদিও তিনি খুব ভালো করেই জানেন, মারিয়ার দেশ তার দেশে হামলা চালিয়েছে। সূত্র; দৈনিক বাংলা।

ইরানে ফের পুলিশ হেফাজতে মৃত্যু

পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুতে ১৬ সেপ্টেম্বর থকেই ফুঁসে উঠেছে ইরান। টানা তিন মাসেও থামছে না দেশটির হিজাব বিরোধী আন্দোলন। পিছু হটছে না সরকারও। বিক্ষোভ দমনে ধরপাকড়, গুম- হত্যাসহ একের পর এক মৃত্যুদণ্ড দিয়ে যাচ্ছে ইরান। এমনকি গ্রেফতারের পর পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ। সম্প্রতি এমনই আরেক মৃত্যুতে আবার ক্ষিপ্ত হয়ে উঠেছে বিক্ষুব্ধরা। আরব নিউজ।ইরানের ট্যাক্সি ড্রাইভার হামেদ সালাহশুর। নতুন সরকারি চাকরির খবর পেয়েও যোগদান করা হয়নি ২৩ বছর বয়সি এই যুবকের। আন্দোলনকে দাঙ্গার নাম দিয়ে ইজেহ এবং ইসফাহান শহরের মধ্যে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। আটকের চার দিনের মাথায় ২৬ নভেম্বর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় সালাহশুরের মরদেহ। সারা শরীরে ছিল পুলিশ নামধারী ‘হায়নার’ থাবা। কাটাছেঁড়া দাগে ক্ষত-বিক্ষত মরদেহ। থেঁতলে গিয়েছিল মুখ-নাক-চোয়াল। সেলাই করা ছিল ঘাড় থেকে পেট পর্যন্ত। এমন মর্মান্তিক মৃত্যুর করুন বর্ণনাই বিবিসিকে দিয়েছে তার পরিবার। প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে কর্তৃপক্ষ তাকে আটক করে সালাহশুরকে। মৃত্যুর পর তার পরিবারকে বলা হয়েছিল যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তবে লাশের গায়ে গুরুতর আঘাতের চিহ্ন দেখেই পরিবার আন্দাজ করতে পেরেছিল সে নির্মমতার কথা। পরিবারকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয় সরকারের তরফ থেকে। ৩০ নভেম্বর সালাহশুরের বাবাকে একটি নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। সূত্র: যুগান্তর

আফগানিস্তান তালেবান: খাবারের অভাবে মেয়ে শিশুদের বিয়ে, কীভাবে ঘরবন্দী রাখা হচ্ছে নারীদের?

তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের মানুষজনের জীবনে আমূল পরিবর্তন এসেছে। তালেবান শাসন শুরুর আগে দুই দশক ধরে আফগানিস্তানের যে আন্তর্জাতিক সংযোগ তৈরি হয়েছিল তখন এই নারীরা শিক্ষা ও পেশাগত সুযোগ গ্রহণ করতে পেরেছিলেন। তালেবান শাসন শুরুর পরই সেই সুযোগ শেষ হয়ে গেছে।তালেবানের অতি-রক্ষণশীল শীর্ষস্থানীয় ধর্মগুরুদের নির্দেশে বেশিরভাগ হাইস্কুলগুলো বন্ধ রয়েছে।যদিও অনেক আফগান এমনকি তালেবান সদস্যরাও সেগুলো আবার খুলে দেবার আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২ মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দুইজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় বহু বাড়ি, রাস্তা ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।যুক্তরাষ্ট্রের প্রশান্ত উপকূলীয় স্থানীয় সময় ভোররাত আড়াইটায় ভূমিকম্পটি হয়, এরপর প্রায় ৮০টি পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সান ফ্রান্সিসকো শহর থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে হামবোল্ট কাউন্টির উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। হামবোল্ট কাউন্টি রেডউড গাছের বন, স্থানীয় সিফুড, কাঠ শিল্প ও দুগ্ধ খামারের জন্য ব্যাপকভাবে পরিচিত। সূত্র: বিডি নিউজ

 

বিশ্বাসঘাতকদের নির্মূলের নির্দেশ পুতিনের

নতুন করে বড় ধরনের হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইউক্রেন-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তা বাহিনীকে সমাজের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ‘বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের’ নির্মূল করার নির্দেশ দিয়েছেন। গত সোমবার নিরাপত্তা বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন নিরাপত্তা কর্মকর্তাদের এসব নির্দেশ দেন। এ সময় তার দেশের সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদারেরও নির্দেশ দেন তিনি। এদিকে নতুন করে বড় ধরনের হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়েনিন সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা বলেন। খবর আলজাজিরা ও বিবিসির। গত সোমবার নিরাপত্তা বাহিনী দিবসের অনুষ্ঠানে পুতিন বলেন, বিদেশি বিশেষ বাহিনীর তৎপরতা প্রতিহত করা এবং বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের দ্রুত শনাক্ত করার জন্য এটা জরুরি। সূত্র: কাল বেলা