ভারতে বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

ছবি- সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে একটি স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে ১৫ শিক্ষার্থীর নিহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে মণিপুরের নোনে জেলায় এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাসটিতে শিক্ষার্থী-কর্মকর্তা মিলিয়ে অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৫ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ১৮’র এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস শিক্ষাসফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় বাসটি পাহাড়ের ঢালু খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ইম্ফলের মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাসচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

সারাদিন/২১ ডিসেম্বর/এমবি

Nagad