আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

ইচ্ছা করে করোনায় আক্রান্ত

করোনা থেকে বাঁচতে সবার কত না চেষ্টা। মহামারি শুরুর পর দুই বছরের বেশি সময় গড়ালেও ভাইরাসটির ভয় এখনো কাটেনি। তবে চীনের জনপ্রিয় সংগীতশিল্পী জেন ঝ্যাং ঘটিয়েছেন এক বিচিত্র ঘটনা। ইচ্ছা করেই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তিনি।
চীনে জেন ঝ্যাংকে ডাকা হয় ‘ডলফিন রাজকন্যা’ নামে। ২০০৫ সালে দেশটির জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর গান এখন চীনের মানুষের মুখে মুখে। জ ইচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে খুলে বলেছেন ঝ্যাং। তিনি বলেন, তাঁর এক বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হতে ওই বন্ধুকে দেখতে গিয়েছিলেন তিনি। এরপর জ্বর, গলাব্যথা ও শরীরে ব্যথার মতো করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। তবে টানা এক দিন ও এক রাত ঘুমানোর পর এসব উপসর্গ চলেযায়। সুস্থ হওয়ার জন্য কোনো ওষুধও নিতে হয়নি তাঁকে। খেয়েছিলেন শুধু প্রচুর পরিমাণে পানি আর ভিটামিন সি। সূত্র: প্রথম আলো

বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাবে কিয়েভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গতকাল বুধবার দুই প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বলা হচ্ছে, এ সফরকে কেন্দ্র করে নতুন মার্কিন প্রতিরক্ষা সহায়তা পাবে ইউক্রেন। এদিকে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর ইউক্রেনের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছে ক্রেমলিন।পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী নয়।গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর এটাই ভোলোদিমির জেলেনস্কির প্রথম বিদেশ সফর। হোয়াইট হাউস ইউক্রেনীয় প্রেসিডেন্টের সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটিকে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হবে, যা আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। জেলেনস্কি মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন এবং কয়েকটি বৈঠকে অংশ নেবেন। সূত্র: কালের কণ্ঠ

আন্দামান সাগরে নৌকায় ভাসছে শতাধিক রোহিঙ্গা
কেউ মারা গেছে ক্ষুধা তৃষ্ণায়, মরিয়া হয়ে নৌকা থেকে লাফিয়ে

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ভারত মহাসাগরে নৌকায় ভাসছে শতাধিক রোহিঙ্গা। এদের মধ্যে ১৬ থেকে ২০ জন তৃষ্ণায় মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গা অ্যাকটিভিস্টের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে পাঁচটি ভারতীয় জাহাজ আটকেপড়া নৌকাটির কাছে পৌঁছেছিল। ভারতের নৌবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানান, এ নিয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। ভারতীয় কোস্ট গার্ডও এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। প্রতি বছর বিপুলসংখ্যক রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে ছোট ও দুর্বল নৌকায় চেপে দেশ ছাড়ছে, তাদের বেশিরভাগেরই লক্ষ্য থাকে মালয়েশিয়ায় পৌঁছানো। আটকে পড়ারাও সেখানে যাওয়ার চেষ্টা করছে। মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেয়া জানান, ‘আমাদের অনুমান ২০ জনের মতো মারা গেছে, এদের মধ্যে কেউ ক্ষুধা, তৃষ্ণায় ও মরিয়া হয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ায়। এটা সত্যিই ভয়াবহ ও বেদনাদায়ক,’ বলেছেন। এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ বলছে, নৌকায় থাকা রোহিঙ্গাদের ওই দলটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসছে। গ্রুপটি বলছে, ‘আমরা গত রাতে শুনেছি, বেশ কয়েকটি ভারতীয় নৌযান ওই নৌকার কাছাকাছি পৌঁছেছে, আমরা পরবর্তী খবর শোনার অপেক্ষায় আছি। আশা করছি, ভারতীয় নৌবাহিনী বা কোস্টগার্ড তাদেরকে দ্রুত ওই নৌকা থেকে উদ্ধার করতে পারবে।’ সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

মানুষ মরলে দোষ সরকারের
ব্রিটেনের অ্যাম্বুলেন্স ধর্মঘটে দোষারোপের খেলা

ব্রিটেনের অ্যাম্বুলেন্স কর্মীদের ধর্মঘট রূপ নিয়েছে দোষারোপের খেলায়। একে অপরকে কাদা-ছোড়াছুড়িতে মেতে ওঠেন ইউনিয়নের নেতারা ও সাস্থ্য মন্ত্রণালয়। কে নিবে রোগী মৃত্যুর দায়-এই নিয়েই জমে ওঠে দ্বন্দ্ব। স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে তিনটি ইউনিয়নের হাজার হাজার অ্যাম্বুলেন্স কর্মীদের দিকে আঙুল তুলেছেন। বার্কলে টেলিগ্রাফে মন্তব্য করেন, যিনি আজকের ধর্মঘট রোধ করার জন্য গত রাতে ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করেছেন। তারা ইচ্ছাকৃতভাবে রোগীদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। কিন্তু ইউনিসন জেনারেল সেক্রেটারি ক্রিস্টিনা ম্যাকানিয়া পালটা আঘাত করে বলেছে যে, ধর্মঘট চলাকালীন মানুষ মারা গেলে সরকারের দোষ হবে। স্কাই নিউজ, এপি, ডেইলি মেইল।বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কবলে অস্থিরতা শুরু হয়েছে প্রায় সব দেশেই। সামান্য আয়ে চলছে না কোনোভাবেই। কিছুদিন আগেই রাস্তায় ওয়াক আউটে নেমেছিলেন বিশ্ববিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমসের সংবাদকর্মীরা। সোমবার দ্বিতীয় দফায় লন্ডনের নার্সরা ন্যায্য মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। দুদিন যেতে না যেতেই এবার রাস্তায় অ্যাম্বুরেন্স কর্মীরাও। ২৬ হাজার ৬০০ কর্মীর এই ধর্মঘট চলে বুধবার ২৪ ঘণ্টা শেষ হয় আজ স্থানীয় সময় ভোর ৬টায়। দ্বিতীয় মেয়াদে আবার ২৮ ডিসেম্বর পুনরায় আন্দোলনে নামবেন ব্রিটেনের এই স্বাস্থ্য পরিষেবা কর্মীরা। তবে খুব বেশি ইমার্জেন্সিতে সেবা প্রদান করা হবে বলেও জানান তারা। খোলা ছিল ইমার্জেন্সি ৯৯৯ নাম্বার, তবে কর্মী না থাকায় সংযুক্ত হতে খানিকটা ব্যাগ পেতে হয়। সূত্র: যুগান্তর

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদের হার
বিশ্বজুড়ে করপোরেট মুনাফার প্রবৃদ্ধি মন্থর হওয়ার শঙ্কা

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদহারের কারণে ক্ষতির মুখে পড়েছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো। এতে আগামী বছর বিশ্বজুড়ে করপোরেট মুনাফার প্রবৃদ্ধি মন্থর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া মন্দার ঝুঁকিও এক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনা মহামারী শুরুর পর চলতি বছর মার্কিন প্রতিষ্ঠানগুলোর মুনাফা সবচেয়ে ধীরগতিতে বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। যদিও কিছু পুঁজিবাজার বিশ্লেষক মুনাফা কমে যাবে বলেও মনে করছেন। সাম্প্রতিক মাসগুলোয় বিনিয়োগকারীরা মুনাফার পূর্বাভাস কমানোর বিষয়টিও পর্যবেক্ষণ করছেন। আর্থিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভ অনুসারে, মার্কিন পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি ৫০০-এর মুনাফার পরিমাণ চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বছরওয়ারি ১ দশমিক ১ শতাংশ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের পর সংস্থাগুলোর মুনাফা প্রথমবারের মতো নিম্নমুখী হবে। তবে পুরো বছরে মুনাফা ইতিবাচক পর্যায়েই থাকবে। ২০২২ সালে বিশ্লেষকরা মার্কিন করপোরেট মুনাফা ৫ দশমিক ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছেন। এরপর ২০২৩ সালে এটি ৪ দশমিক ৭ শতাংশ বাড়বে বলেও মনে করা হচ্ছে। সূত্র: বণিক বার্তা।

নেপালের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ‘দ্য সারপেন্ট’খ্যাত কুখ্যাত সিরিয়াল কিলার

আদালতের আদেশে নেপালের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভরাজ। খবর বিবিসির। ১৯৭৫ সালে কাঠমান্ডুতে দুজন টুরিস্টকে খুনের দায়ে ১৯ বছর জেল খাটা শোভরাজকে ১৫ দিনের মধ্যে ফ্রান্সে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়েছে।১৯৭০-এর দশকে ভারতে আরও কয়েকজন টুরিস্ট হত্যার সঙ্গে জড়িত ছিলেন শোভরাজ। সেজন্য তাকে ২০ বছর ভারতে জেল খাটতে হয়।দ্য সারপেন্ট নামে কুখ্যাত শোভরাজের হাতে খুন হওয়া অধিকাংশ ব্যক্তিই ছিলেন ভারত ও থাইল্যান্ডে ঘুরতে আসা পশ্চিমা তরুণ হিপ্পি।কুখ্যাত এই খুনি দুটি যাবজ্জীবন মেয়াদের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। প্রত্যেক সাজার মেয়াদ ২০ বছর। নেপালে রাজধানীতে তিনি কারাভোগ করছেন কনি জো ব্রোনজিক নামের এক মার্কিন নারী ও তার কানাডীয় বন্ধু লরেন্ট ক্যারিয়ারকে হত্যার দায়ে। দুটি আলাদা বিচারে তিনি দোষী সাব্যস্ত হন। সর্বশেষ ২০১৪ সালে ক্যারিয়ারকে হত্যার দায়ে তার ২০ বছরের জেল হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম কোন বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইটে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও বক্তৃতা দেবেন। তিনি আশা করছেন, এই সফরের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, এই সফরের সময় ইউক্রেনকে নিরাপত্তা সহযোগিতা দেয়ার জন্য একটি বেশ গুরুত্বপূর্ণ নতুন পরিকল্পনা ঘোষণা করবেন দুই দেশের নেতৃবৃন্দ। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এর মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার কথাও রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

জার্মানি থেকে প্রথম বিদেশি কোভিড টিকা যাচ্ছে চীনে
প্রাথমিকভাবে চীনে বসবাস করা জার্মান নাগরিকদের এ টিকা দেওয়া হবে।

জার্মানির বায়োএনটেক এর কোভিড-১৯ টিকার একটি চালান চীনে পাঠানোর কথা জানিয়েছে বার্লিন। এর মধ্য দিয়ে প্রথমবারের মত বিদেশে তৈরি করোনা ভাইরাসের ‍কোনও টিকা চীনে যাচ্ছে। বুধবার জার্মান সরকারের একজন মুখপাত্র টিকার প্রথম চালানটি পাঠানোর কথা জানান।তবে কবে ওই চালান পাঠানো হয়েছে এবং সেখানে কী পরিমাণ টিকা আছে সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।তিনি বলেন, চীনে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকরাও যদি বায়োএনটেক এর টিকা নিতে চান তবে বার্লিন তাদেরও টিকা দেবে।গত মাসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বেইজিং সফরে গিয়েছিলেন। সফরে তার সঙ্গী হয়েছিলেন বায়োএনটেক এর প্রধান নির্বাহী উগুর শাহিন।তারা সেখানে চীনকে তাদের কোভিড টিকা দেওয়া আগ্রহ প্রকাশ করেন। সূত্র: বিডি নিউজ

 

মারণাস্ত্র উৎপাদনকারী শীর্ষ ৫ প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের

মারণাস্ত্র উৎপাদনকারী বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পাঁচটিই মার্কিন যুক্তরাষ্ট্রের। ষষ্ঠ অবস্থানে আছে যুক্তরাজ্য এবং সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চীনের দুই প্রতিষ্ঠান। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বিশ্বের শীর্ষ ১০০টি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের গড় প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯ শতাংশ। অর্থের অঙ্কে এর পরিমাণ ৫৯২ বিলিয়ন মার্কিন ডলার। অস্ত্র বিক্রিতে পিছিয়ে নেই এশিয়া মহাদেশও। বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে এশিয়া এবং ওশেনিয়া থেকে সম্মিলিতভাবে ২১টি প্রতিষ্ঠান রয়েছে।স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সমীক্ষার বরাত দিয়ে জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।এতে বলা হয়, ২০২১ সালে বিশ্বজুড়ে অস্ত্র, যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং এমন পণ্য বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্রের লকহেড মার্টিন। আয়ের পরিমাণ ৬০ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। অবশ্য ২০২০ সালের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ আয় কম হয়েছে প্রতিষ্ঠানটির।শুধু চীনের আটটি প্রতিষ্ঠানের সমষ্টিগত আয় ১০৯ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। দ্বিতীয় অবস্থানে আছে আরেক মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৯ দশমিক ১ শতাংশ আয় বৃদ্ধি পেয়ে রেথিয়নের মোট আয় দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা বাকি মার্কিন প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে বোয়িং, নর্থরপ গ্রুম্মান ও জেনারেল ডিনামিক্স। ২০২১ সালে প্রতিষ্ঠানগুলোর আয় যথাক্রমে ৩৩ দশমিক ৪২, ২৯ দশমিক ৮৮ এবং ২৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র: কালবেলা

হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা
যৌথ সংবাদ সম্মেলনে তারা দুজনই যুদ্ধ চান না বলেছেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৩০০ দিন পার হয়েছে। এর মাঝে ওয়াশিংটন সফরে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনোলস্কি। হোয়াইট হাউসে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। যুদ্ধের প্রথম দিকে জোরালো হামলা চালাচ্ছিল রাশিয়া। মাঝে কিছুদিন হামলার মাত্রা কমে এসেছিল। ইউক্রেনে শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে সেই হামলা আবারও জোরদার করেছে রুশ বাহিনী। এখন এই যুদ্ধে পরিসমাপ্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ধবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন তারা। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন: আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। আমি যেমনটা বলেছি, এই যুদ্ধ আজই থেমে যেতে পারত যদি পুতিনের সেই সংযম থাকত এবং ঠিক কাজটি করতে পারতেন এবং তিনি যদি তার সেনাদের বলতেন ‘ফিরে আসুন’। বাইডেন আরও বলেন, কিন্তু এমনটা ঘটবে না। সূত্র: চ্যানেল আই অনলাইন।