আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২

‘ঘোড়ার মতো’ ষাঁড়

টিকটকে অনুসারীর সংখ্যা ৬২ হাজার, ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইবার ৯০ হাজারের বেশি। ফেসবুকেও লাখখানেক মানুষ অনুসরণ করেন। এসব শুনে হয়তো ভাবছেন কোনো সেলিব্রিটির কথা বলা হচ্ছে। কিন্তু না, বলা হচ্ছে অ্যাস্টনের কথা। অ্যাস্টন একটি ষাঁড়ের নাম। তবে ষাঁড় হলেও অ্যাস্টনের আচরণ ঘোড়ার মতো।
অ্যাস্টনের জন্ম ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি গ্রামে। ওজন প্রায় দেড় টন। অ্যাস্টনের বেড়ে ওঠা স্যাবিন রোয়াস নামে এক অশ্বারোহীর তত্ত্বাবধানে। এ জন্যই হয়তো অ্যাস্টন ষাঁড়ের বৈশিষ্ট্য ছেড়ে ঘোড়ার মতো আচরণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাস্টনের ‘ব্যবস্থাপক’ হলেন স্যাবিনের স্বামী ইয়েনিক ক্রিশ্চোফার। তিনি অ্যাস্টনের নামে খোলা অ্যাকাউন্টগুলো চালান। প্রায় ৯ বছর আগে স্যাবিনের একটি পোষা ঘোড়া মারা যায়। ২০ বছর সেই ঘোড়াটি ছিল তাঁর সঙ্গী। এরপর তিনি হন্যে হয়ে একটি ঘোড়া খুঁজতে শুরু করেন। পছন্দমতো ঘোড়া না পেয়ে সিদ্ধান্ত নেন গরু পালন করবেন। পাশের গ্রামের খামারে একটি অন্তঃসত্ত্বা গরুর খোঁজ পান তিনি। ওই গরুর বাছুর কেনার কথা ভাবেন তিনি। পরে বয়স এক বছর হলে বাছুরসহ গাভিটি বাড়িতে নিয়ে আসেন তিনি। বাছুরটিকে লালন–পালন ও প্রশিক্ষণ দিতে শুরু করেন। সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রি, ফুটন্ত পানি ছুড়লেই হচ্ছে বরফ

শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এই ঝড় ‘বোম্ব সাইক্লোন’-এ রূপ নেওয়ার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন ১০ লাখের বেশি মানুষ। বন্ধ করে দেওয়া হয় মহাসড়ক, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। দেশটিতে শীত এতটাই জেঁকে বসেছে যে, ফুটন্ত পানি বাতাসে ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে বরফে পরিণত হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ভয়ংকর তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছেন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (-৫৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। খবর এএফপির।হ্যামবুগের্র বাসিন্দা ৩৯ বছর বয়সী জেনিফার অরল্যান্ডো বলেন, ‘রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। আমরা কোথাও যাচ্ছি না। মহাসড়কে একটি গাড়ি চাকা পিছলে বিদ্যুৎলাইনে ধাক্কা দেওয়ার পর তার বাসা চার ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।’পাওয়ার আউটেজ ডট ইউএসের তথ্যমতে, তীব্র শীতের মধ্যে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ গ্রাহক। টেক্সাসের এল পাসোতে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীরা উষ্ণ আশ্রয়ের সন্ধানে মরিয়া হয়ে উঠেছেন। সূত্র: কাল বেলা

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পাকিস্তান

বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ক্রমাগত কমতে থাকায় পাকিস্তানের দেউলিয়া হওয়ার ঝুঁকি বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) হাতে এখন যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে সাকল্যে এক মাসের আমদানি ব্যয় পরিশোধ করা যাবে। দ্য ডনের খবরে বলা হয়, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমছে। সর্বশেষ গত ১৬ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, রিজার্ভ ৫৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার কমে ৬১০ কোটি ডলারে নেমে এসেছে। এসবিপি গত বৃহস্পতিবার জানায়, তাদের রিজার্ভ এখন ২০১৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত এক বছরে এসবিপির রিজার্ভ ১ হাজার ১৬০ কোটি ডলার কমেছে। ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ১ হাজার ৭৭৭ কোটি ডলার। সূত্র: দৈনিক বাংলা।

Nagad

রাশিয়ার লক্ষ্য যুদ্ধ শেষ করা : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ যুদ্ধ বন্ধ করতে চায় এবং এ লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার মস্কোতে যুব নারী নীতি বিষয়ক এক রাষ্ট্রীয় বৈঠকে অংশ নেওয়ার পর পুতিন এ কথা বলেন। রুশ প্রেসিডেন্টের এ বক্তব্যের একটি লক্ষণীয় দিক হচ্ছে, ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথম রাশিয়ার কর্মকাণ্ডকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছেন তিনি।সাংবাদিকদের উদ্দেশে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমাদের লক্ষ্য সামরিক দ্বন্দ্বে উসকানি দেওয়া নয়, বরং এই যুদ্ধ শেষ করা।আমরা এই লক্ষ্যে চেষ্টা চালাচ্ছি এবং চালিয়ে যাব। ’ইউক্রেনে আক্রমণের বিষয়টিকে প্রথম থেকেই ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উপস্থাপন করে আসছে রাশিয়া। রাশিয়ায় ইউক্রেন সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে ব্যাখ্যা করা নিষেধ। কথিত ‘সামরিক অভিযান’ শুরুর কিছুদিন পর গত মার্চেই নতুন এক আইনে স্বাক্ষর করে বিষয়টিকে নিষিদ্ধ করেছেন রুশ নেতা। ওই আইনে বলা হয়েছে, যুদ্ধ প্রত্যয়টি ব্যবহার করা হলে রাশিয়ার অভিযানের ব্যাপারে ‘মিথ্যাচার’ করা হবে। এ জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। স্বয়ং পুতিনের ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করার বিষয়টি নজর এড়ায়নি সমালোচকদের। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নগরকর্মী নিকিতা ইউফেরেভকে যুদ্ধবিরোধী অবস্থানের জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তিনি ‘সেনাবাহিনীর ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ানোর কারণে’ এখন পুতিনকেও সাজা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার কর্তৃপক্ষের কাছে। সূত্র: কালের কণ্ঠ

করোনার টিকা: প্রয়োগ করতে না পেরে মেয়াদ বাড়াল স্বাস্থ্য অধিদপ্তর

সঠিক সময়ে টিকা প্রয়োগ করতে না পেরে ফাইজারের টিকা মেয়াদোত্তীর্ণ হওয়ার সময় তিন মাস বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি এ সংস্থাটির দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির অনুমোদনে মেয়াদ বাড়ানো হয়েছে।দেশে ১২ বছরের বেশি বয়সীদের এখন ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এই টিকার ভায়ালে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা আছে ৩০ নভেম্বর ২০২২। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশের কোথাও মেয়াদোত্তীর্ণ করোনার টিকা দেওয়া হচ্ছে না। এই টিকা ২০২৩-এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করা যাবে। এদিকে সারাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়েছে ২০ ডিসেম্বর থেকে। চতুর্থ ডোজ হিসেবে মূলত ফাইজারের টিকাই দেওয়া হচ্ছে। দেশের কয়েকটি জায়গায় মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হচ্ছে বলে সাধারণ মানুষ অভিযোগ করেছেন। এই কারণে অনেকে কেন্দ্রে এসে টিকা না নিয়ে ফিরে যাচ্ছেন। সূত্র: সমকাল

বড়দিনের আগে বড় বিপদ যুক্তরাষ্ট্র-কানাডায়
ভয়ংকর তুষাড়ঝড় বোম্ব সাইক্লোনের পূর্বাভাস, বাতিল ৪৪শ’ উড়ান * শীতকালীন ঝড়ে ফ্রস্টবাইট হতে পারে কয়েক মিনিটে * ৩৭ রাজ্যে শীতকালীন ঝড়ের সতর্কতা

কনকনে ঠান্ডা আর তীব্র তুষারপাতে নাকাল যুক্তরাষ্ট্র-কানাডা এবার আরও বড় বিপদের মুখে পড়ছে। খ্রিষ্টীয় ধর্মোৎসব বড়দিনের (২৫ ডিসেম্বর) আগেই ভয়ংকর তুষারঝড় বোম্ব সাইক্লোনের মুখে পড়ছে শীতপ্রধান দেশ দুটি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় আজ থেকে শনিবার সকালের মধ্যেই বোম্ব সাইক্লোন আছড়ে পড়বে দেশে। এর দুদিন আগেই একই হুঁশিয়ারি দেন কানাডার আবহাওয়াবিদরাও। বিবিসি, রয়টার্স, এএফপি, সিএনএন। তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকায় যুক্তরাষ্ট্র-কানাডায় মাত্র পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে অনাবৃত ত্বকে ফ্রস্টবাইট হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সাধারণত রক্ত প্রবাহ কমে গেলে, প্রায়শই নাক, গাল বা হাত পায়ের আঙুলে ফ্রস্টবাইট হতে পারে। শরীরে উষ্ণ রক্ত প্রবাহের অভাবে ত্বকের টিস্যু জমে গিয়ে ফেটে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে অঙ্গহানি পর্যন্ত হতে পারে। সূত্র: যুগান্তর

ক্লাউড শিল্পে মাইক্রোসফটকে ছাড়ানোর পরিকল্পনা গুগলের

ক্লাউড শিল্পের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী গুগল ক্লাউড ও মাইক্রোসফট অ্যাজুর। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার তৈরিতে কিছুদিন আগেই প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সঙ্গে যূথবদ্ধ হয়ে কাজের চুক্তি করে মাইক্রোসফট। বিপরীতে সার্চ জায়ান্ট গুগলও ক্লাউড পরিষেবা বাজার দখল করতে নেমেছে বেশ প্রস্তুতি নিয়েই। গুগলের অভ্যন্তরীণ অনুমানগুলো ইঙ্গিত দিচ্ছে অচিরেই ক্লাউড শিল্পে মাইক্রোসফটকে ছাড়িয়ে যাবে তারা। সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্যে প্রতিষ্ঠানটির এ ধরনের অনুমানের ইঙ্গিতই উঠে এসেছে। খবর টেক টাইমস। এদিকে অ্যামাজন ওয়েব পরিষেবার আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগও করেছে গুগল ও মাইক্রোসফট। সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের অভ্যন্তরীণ অনুমানমাফিক সংস্থাটি বিশ্বাস করে যে তারা বিশ্লেষকদের ধারণার চেয়ে দ্রুতই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং ক্লাউড পরিষেবায় দ্বিতীয় স্থানের কাছাকাছি অবস্থান করছে। যদিও গুগলের অনুমানটি একটি চুরি করা মাইক্রোসফট নথি ও বিভিন্ন বাজার পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি করা। তবে গুগলের এ অনুমান ইঙ্গিত দেয় যে তারা ক্লাউড শিল্পে মাইক্রোসফটের উপরে নেতৃত্ব দিতে পারে। সূত্র: বণিক বার্তা।

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন ঝড়ের কবলে ২০ কোটি মানুষ, ১২ মৃত্যু

যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটি শুরু হওয়ার আগে ব্যাপক ও তীব্র শীতকালীন ঝড়ে তুষার মুষ্টির কবলে পড়েছে প্রায় ২০ কোটি মানুষ, ইতোমধ্যেই অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।ঝড়ের কারণে শুক্রবার ১৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়।বিবিসি জানিয়েছে, সাউথ ডাকোটায় ভারি তুষারপাতের কারণে আটকা পড়া আমেরিকার স্থানীয় নৃগোষ্ঠীর কিছু বাসিন্দা জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর জামাকাপড়ে আগুন ধরিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে, এখানে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বাকি অধিকাংশ অংশে, ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফান্ডল্যান্ড পর্যন্ত, চরম শৈত্য প্রবাহ ও শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: বিডি নিউজ

হলিউড-বলিউডের মতো বড় সিনেমা ইন্ডাস্ট্রি গড়তে চায় সৌদি

সম্প্রতি চলচ্চিত্র প্রযোজনার দিকে ঝুঁকেছে সৌদি আরবের বেশ কয়েকটি মিডিয়া কোম্পানি। এরই ধারবাহিকতায় চলতি বছর মার্কিন প্রযোজনা সংস্থা এজিসি’র সঙ্গে যৌথভাবে ‘ডেজার্ট ওয়ারিওর’ নামের একটি সিনেমায় প্রযোজনা করে সৌদির সব থেকে বড় মিডিয়া কোম্পানি মিডিল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)।সপ্তম শতকের হাইন্দ নামের এক সৌদি রাজকুমারির বীরত্বগাঁথা নিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন সৌদি বংশদ্ভূত ব্রিটিশ তারকা আয়শা হার্ট ও ক্যাপটেন অ্যামেরিকার তারকা অ্যান্থনি ডুয়েন ম্যাকি।কয়েক বছর ধরে, মধ্যপ্রাচ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার দিকে মনোনিবেশ করেছে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে সৌাদির টেলিভিশনখাতে ব্যাপক পরিবর্তন আসবে। বেষণা সংস্থা ওমদিয়ার কনস্টান্টিনোস পাপাভাসিলোপোলোস বিভাগ বলছে, ২০২৩ সালে সৌদি আরবে দ্বিগুন করা হবে নিজস্ব ভাষায় নির্মিত টিভি সিরিজের সংখ্যা। তাছাড়া ২০৩০ সালের মধ্যে সৌদি সরকার কমপক্ষে ১০০টি চলচ্চিত্র নির্মাণ করতে ও প্রযোজনা করতে চায়। সূত্র: জাগো নিউজ

প্যারিসে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৪

ন্দুকধারীর অতর্কিত হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্য প্যারিসের কুর্দি অধ্যুষিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন’র।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৯ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার আসল উদ্দেশ্যর বিষয়ে এখনও সুস্পষ্টভাবে জানা না গেলেও তদন্তকারীদের ধারণা, হামলাকারী বর্ণবাদে প্ররোচিত হয়ে বিদেশিদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর সংবাদসংস্থা এএফপিকে পুলিশ বলেছে, “হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিপদ কেটে গেছে।” এদিকে, হামলার পরই প্যারিসে বসবাসকারী কুর্দি সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন।জনবহুল এলাকায় শুক্রবার দুপুর নাগাদ একটি কুর্দি কমিউনিটি সেন্টার এবং রেস্টুরেন্টকে টার্গেট হামলাটি চালানো হয়। ঘটনাস্থলে প্রচুর দোকানপাট, রেস্তোরাঁ এবং পানশালা রয়েছে। একটি হেয়ার স্যালোন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয়রা। সেই স্যালোনেই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, মোট সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।