আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২

একাত্তরে তালাবন্দী ঘরে ঘুমিয়ে থাকা সেই শিশুটি

একাত্তরের এপ্রিল মাস। চারদিকে যুদ্ধের দামামা। পাকিস্তানি মিলিটারি শহর ছেড়ে গ্রামে ঢুকে গেছে। প্রাণ বাঁচাতে যে যাঁর মতো সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এমন এক পরিস্থিতিতে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রাম থেকে পরিবার–পরিজন নিয়ে পালাচ্ছিলেন এক মা। বাড়ি থেকে অনেক দূরে একটি মাঠে যাওয়ার পর মায়ের স্মরণ হলো, তাঁর মেয়েশিশুর কথা। সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের জিজ্ঞেস করতেই জানা গেছে, ওই শিশুকে ঘরে তালাবন্দী করে রেখে এসেছেন তাঁরা। পরে অবশ্য ওই শিশুকে উদ্ধার করা হয়। একাত্তরের ওই শিশুর নাম কল্পনা মজুমদার। মা–ভাইয়েরা ডাকতেন বিন্দা নামে। এখন ঢাকার একটি বিমা কোম্পানিতে চাকরি করেন। একাত্তরের সেই স্মৃতি কল্পনার মনে না থাকলেও মনে আছে মা মায়া রানী মজুমদার ও ভাই তাপস মজুমদারের। তাপস একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। থাকেন রাজশাহীতে।
তাপস মজুমদার যুদ্ধদিনের সেই স্মৃতিকথা নিয়ে লিখেছেন ‘কাহিনি যুদ্ধের নয় জীবনের’ নামের একটি বই। তাপসের বইয়ের শুরুতে লেখা, ‘ঠিক সে সময় মায়ের মনে নরকনৃত্য ও অগ্নিবিদ্যুৎ খেলে যাওয়ার সঠিক খবর, শুধু জগতের মায়েরাই বলতে পারেন। আমার সাধ্য কী তার বর্ণনা করি।’ সূত্র: প্রথম আলো

সংকটে বারবারই হাল ধরেছেন নারীরা

আওয়ামী লীগের কয়েকটি সম্মেলনেই কমিটিতে নারী নেতৃত্বের সংখ্যা বেড়েছে। শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দলটির সভাপতিত্ব করছেন। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যানারে নির্বাচিত ৯ জনের মধ্যে আনোয়ারা বেগম, দৌলতুন্নেসা, নূরজাহান মুর্শিদ, বদরুন্নেসা আহমেদ, সেলিনা হোসেন ও আমেনা বেগম পরে জাতীয় আন্দোলনের নেত্রী হয়ে ওঠেন। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের সময়ও বঙ্গবন্ধুসহ দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতা কারাবন্দি হলে তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদিকা আমেনা বেগম দলের হাল ধরেছিলেন। এ সময় দলের তৎকালীন সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীন রাজবন্দি সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কলকাতার সন্নিকটে গোবড়া ক্যাম্পে নারীদের প্রশিক্ষণের ও সংগঠিত করার কাজে নেতৃত্ব দিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরীসহ আরও অনেকে। পরে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় বদরুন্নেসা আহমেদ ও নূরজাহান মুর্শিদ অন্তর্ভুক্ত হন। শুরু থেকেই প্রকাশ্য ও নেপথ্যে দলের জন্য কাজ করেছেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে সভাপতি হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে একটি খণ্ড-বিখণ্ড রাজনৈতিক দলে পরিণত করে তৎকালীন সামরিক শাসকরা। সেই সংকটময় সময়ে সৈয়দা জোহরা তাজউদ্দীন এবং সৈয়দা সাজেদা চৌধুরীর ভূমিকা ছিল অতুলনীয়। ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগের ক্রান্তিকালেও সৈয়দা সাজেদা চৌধুরী (প্রয়াত), মতিয়া চৌধুরী, ডা. দীপু মনি, সাহারা খাতুন (প্রয়াত) ও শেখ ফজিলাতুন্নেসা বাপ্পির (প্রয়াত) মতো অসংখ্য নারী নেতাকর্মী দলের জন্য বিশাল ভূমিকা রাখেন। সূত্র: কাল বেলা

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
৩১ বছর পর নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন

চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করার যোগ্যতা তাদের ছিল না, তবু নিয়োগ পেয়েছেন। পদোন্নতি পেয়ে পেয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শীর্ষ পাঁচ পদের তিনটিতে আসীন হয়েছেন। এরই মধ্যে কেটে গেছে ৩১ বছর। তিন কর্মকর্তার সবাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও অর্জন করেছেন। এমন সময়ে জোরেশোরে সামনে এসেছে নিয়োগ যোগ্যতায় ঘাটতি থাকার বিষয়টি।যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার অভিযোগ ওঠা ওই তিন কর্মকর্তা হলেন- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য অশোক কুমার পাল, প্রধান চিকিৎসা কর্মকর্তা শামীম মমতাজ ফেরদৌসী বেগম এবং প্রধান চিকিৎসা কর্মকর্তার পদ থেকে অবসরোত্তর ছুটিতে থাকা আবু হায়াত মো. রফিকুল হক। সংশ্লিষ্ট সূত্র বলছে, পরমাণু শক্তি কমিশনে সাধারণত বিজ্ঞানীদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। অনেক আগে এক মাসের জন্য একজন এবং আড়াই মাসের জন্য আরেকজন চিকিৎসক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। স্বার্থসংশ্লিষ্ট এ বিষয়টি নিয়ে চিকিৎসক ও বিজ্ঞানীদের মধ্যে বিভাজন অনেকটাই প্রকাশ্য। মূলত এ কারণেই কমিশনের শীর্ষস্থানীয় পদে থাকা তিন চিকিৎসকের নিয়োগ জটিলতার বিষয়টি তাদের চাকরির শেষ দিকে আবার সামনে আসে। কমিশনের চেয়ারম্যান পদও এ মাসের মধ্যে খালি হতে যাচ্ছে, বিরোধ চাঙা হওয়ার এটিই মূল কারণ বলে কর্মকর্তাদের অনেকেই মনে করছেন। সূত্র: দৈনিক বাংলা।

Nagad

রেকর্ডের সামনে ওবায়দুল কাদের
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে, নাকি এই পদে রেকর্ড গড়তে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আজ শনিবার দলটির ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচিত হলে টানা তিন মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার রেকর্ড গড়বেন তিনি। স্বাধীন বাংলাদেশে কোনো নেতাই টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার রাতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হয়েছে। সেখানে পরিবর্তনের কোনো আভাস দেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফলে ব্যক্তিগতভাবে আমি সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছি না। ’ আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে মাত্র দুজন নেতা টানা তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাঁরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদ। তবে এই দুজনই পাকিস্তান আমলে এ পদে নির্বাচিত হন। তাজউদ্দীন আহমদ ১৯৭০ সালে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর এখনো কোনো নেতা টানা তিন মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি। সূত্র; কালের কণ্ঠ

স্কুলে নতুন ভবন নির্মাণ ভর্তিতে তাই বাড়তি ফি
চট্টগ্রাম মহানগরের হাতেগোনা কয়েকটি নামকরা, বিশ্বস্ত ও প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানকার পড়ালেখার মান ‘ভালো’- এমন সুনাম অনেক দিনের। যে কারণে প্রতিবছর অনেকেই এখানে সন্তানদের ভর্তি করাতে আপ্রাণ চেষ্টা করেন। তবে এ আস্থাকে পুঁজি করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও নীতিমালা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি ভর্তিতে ‘গলাকাটা’ ফি আদায় করছে। বাড়তি ফি দিয়ে সন্তানদের ভর্তির নির্দেশনা দিয়ে স্কুলে বিজ্ঞপ্তিও টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সরকার রাজধানীর বাইরে বেসরকারি স্কুলে ভর্তি ফি সর্বোচ্চ নির্ধারণ করেছে ৩ হাজার টাকা। তবে এমন নিয়ম মানছে না প্রতিষ্ঠানটি। এখানে প্রাক-প্রাথমিকেই এক মাসের বেতনসহ ভর্তি ফি আদায় করা হচ্ছে ১১ হাজার টাকা। আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান সেন্ট মেরিস স্কুলে ‘নতুন ভবন নির্মাণ’ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করছে ১ হাজার টাকা করে। এভাবে ভর্তি ফির পাশাপাশি নামে-বেনামে কয়েক গুণ ‘গলাকাটা’ ফি আদায় করছে চট্টগ্রামের বেশকিছু স্কুল। সরকারের বেঁধে দেওয়া নিয়ম-নির্দেশনা অমান্য করে যার যেমন ইচ্ছা, তেমন নীতিতেই বাড়তি ফি আদায় করছে তারা। গলাকাটা ফি আদায়ের তালিকায় আছে চট্টগ্রামের নামকরা ও প্রথম সারির বেশকিছু প্রতিষ্ঠানও। সূত্র: সমকাল

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ
নেতৃত্বের চ্যালেঞ্জ নির্বাচন
পায়রা উড়িয়ে উদ্বোধন করবেন শেখ হাসিনা * সাত হাজার কাউন্সিলরসহ লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন * লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ * তুলে ধরা হবে পরিকল্পনা, থাকবে দিকনির্দেশনা * সর্বত্র আলোচনা সাধারণ সম্পাদক পদ নিয়ে

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ শনিবার। সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবারের জাতীয় সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।’আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, সম্মেলনের মাধ্যমে আসা নতুন নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ আগামী জাতীয় সংসদ নির্বাচন। তাদেরই নির্বাচনি বৈতরণীতে নেতৃত্ব দিতে হবে। সে যাত্রায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা বিবেচনায় রেখেই হবে নেতা নির্বাচন। পাশাপাশি নির্বাচন সামনে রেখে সম্মেলন থেকেই জানানো হবে-আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা। নির্বাচনসহ নানা বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ এবং আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি ১৯৪৯ সালে রোজ গার্ডেনে জন্ম নেয়। দেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক এই দল। আওয়ামী লীগের নেতৃত্বেই এ দেশের স্বাধীনতা অর্জিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রক্ষমতায়। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটির সামনে এখন প্রধান লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া। সূত্র: যুগান্তর

আরো দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চুক্তির পথে পেট্রোবাংলা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে দৈনিক ১০০ কোটি ঘনফুট সক্ষমতার দুটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। আমদানি সংকটের কারণে এরই মধ্যে টার্মিনাল দুটির সরবরাহ সক্ষমতা নেমেছে ৫০ শতাংশের নিচে। এ পরিস্থিতির মধ্যে আরো দুটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি করতে যাচ্ছে পেট্রোবাংলা। গ্যাস সংকটে এ ধরনের অবকাঠামোর প্রয়োজন না থাকলেও টার্মিনাল নির্মাণে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং এ খাতের স্থানীয় কোম্পানি সামিট গ্রুপ। জ্বালানি বিভাগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এক্সিলারেট এনার্জি পটুয়াখালীর পায়রায় এবং সামিট কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে এ টার্মিনাল নির্মাণে আর্থিক ও বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে দরকষাকষি চলছে পেট্রোবাংলার সঙ্গে। টার্মিনাল নির্মাণে শর্ত, অর্থনৈতিক দিক এবং চুক্তির নানা বিষয় বিশ্লেষণ চলছে। এরপর একটা পর্যায়ে পৌঁছালে নির্মাণ চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সূত্র: বণিক বার্তা

আওয়ামী লীগের সম্মেলন: ১৯৪৯ থেকে ২০২২

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নানা চড়াই-উৎরাই পেরিয়ে দলের ২২তম জাতীয় সম্মেলনে বসছে শনিবার। ঐহিত্যবাহী এ দলের আগের সম্মেলনগুলোও বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ ছিল।১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করা আওয়ামী লীগই ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের পথ ধরে বাঙালিকে পৌঁছে দিয়েছে স্বাধীনতার বন্দরে। স্বাধীন বাংলাদেশের ৫১ বছরের মধ্যে আওয়ামী লীগই ২৩ বছর সরকারের নেতৃত্ব দিয়েছে।প্রতিষ্ঠাকালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দি শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। পরের সম্মেলনেই সাধারণ সম্পাদক হন তরুণ নেতা শেখ মুজিব। রাজনৈতিক মতভিন্নতার কারণে ভাসানী ১৯৫৭ সালে দল ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।১৯৬৬ সালে ষষ্ঠ সম্মেলনে শেখ মুজিবকে করা হয় দলের সভাপতি। সূত্র: বিডি নিউজ

বড় মাছ কি পোনা মাছ: বড় ঋণ খেলাপির মামলা যেভাবে চলতেই থাকে

অগ্রণী ব্যাংকের বাবুবাজার শাখা থেকে ২০০৯ সালের মার্চ মাসে ব্যবসার জন্য সাড়ে তিন লাখ টাকা ঋণ নেন জুতা-স্যান্ডেলের খুচরা ব্যবসায়ী ইমতিয়াজ মাহমুদ। এই ঋণের সুদ-আসলের প্রায় দেড় লাখ টাকা পরিশোধে ব্যর্থ হন এই ব্যবসায়ী। ২০১৪ সালে জানুয়ারি মাসে ঢাকার অর্থঋণ আদালত-৩ এ ব্যাংক তার বিরুদ্ধে মামলা করে। এই মামলায় ২০১৬ সালের মার্চ মাসে আদালত রায় ঘোষণা করেন। ব্যাংকের কাছে ব্যবসায়ী ইমতিয়াজের বন্ধক রাখা দোকান নিলামে বিক্রয় করে টাকা আদায় করতে ব্যাংকের পক্ষে রায় ঘোষণা করেন আদালত।রবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ঢাকার মহানগর জজ আদালত-২ এ আপিল দায়ের করেন এই ব্যবসায়ী। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করে অর্থঋণ আদালতের রায় বহাল রাখেন জজ আদালত।এরপর ইমতিয়াজ ব্যাংকের সাথে আলোচনা করে সুদ-আসল এবং ক্ষতিপূরণ বাবদ আড়াই লাখ টাকা ব্যাংককে পরিশোধ করেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বেনাপোল সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর, নির্যাতন করে হত্যার অভিযোগ

মৃত্যুর প্রায় পাঁচদিন পর বাংলাদেশি যুবক শাহিনুর রহমান শাহিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের শার্শার বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহটি ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।লাশের শরীরে অনেক জখমের চিহ্ন থাকায় তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে বিএসএফ-এর দাবি আটকাবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।বেনাপোল চেকপোস্ট আইসিবি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুই দেশের প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মরদেহটি পোর্ট থানা পুলিশ গ্রহণ করেছে। সূত্র: বিবিসি বাংলা