আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে ভারতের সাহায্য চাইলেন জেলেনস্কি

শান্তির ফর্মুলা তথা শান্তি পদ্ধতি’ বাস্তবায়নে ভারতের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল সোমবার ফোনালাপে এই সাহায্য চান তিনি। খবর আল-জাজিরার -এমন সময় দুই নেতার মধ্যে এ আলোচনা হলো, যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত। একই সময় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অর্থায়নের সামর্থ্য সীমিত করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিমা দেশগুলো।
টুইটারে জেলেনস্কি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। জি-২০ জোটের সভাপতি হিসেবে দেশটির সাফল্য কামনা করেছি। আমি এই প্ল্যাটফর্মেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি।’ সূত্র: প্রথম আলো

ভারতের সঙ্গে কাজ করতে চায় চীন

দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত উন্নয়নের জন্য তাঁরা ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত রবিবার ‘আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের বৈদেশিক সম্পর্ক’ বিষয়ক পর্যালোচনাসভায় তিনি এ কথা জানান। অরুণাচল সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের মধ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো।ওয়াং ই গত রবিবার বেইজিংয়ে পররাষ্ট্রনীতিবিষয়ক বছর শেষের মূল্যায়নী বক্তব্যে বলেন, চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে।সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে গত ৯ ডিসেম্বর ছোট ধরনের মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনারা। সূত্র: কালের কণ্ঠ

রাশিয়ার ভিতরে হামলা ইউক্রেনের

ফের রাশিয়ার বুকে হামলা চালাল ইউক্রেন। গতকাল জেলেনস্কি বাহিনীর ওই হামলায় তিন রুশ সেনা নিহত হয়েছেন। এর পরই প্রশ্ন উঠছে, কীভাবে রাশিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করল ইউক্রেনীয় ড্রোন?রয়টার্স জানায়, গতকাল সারাটভ প্রদেশে রুশ সেনাঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনের একটি ড্রোন। তবে রুশ বাহিনী সেটিকে গুলি করে নামায়। কিন্তু উড়ন্ত যানটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ায় প্রাণ হারান তিন সেনা। বিষয়টি স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের দিক থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। রুশ-ইউক্রেন সীমান্ত থেকে ৩১০ মাইল দূরে এ বিমান ঘাঁটিটিতে রাশিয়ার দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানগুলো রাখা হয়। যেগুলো দিয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সূত্র: বিডি প্রতিদিন

Nagad

বৈশ্বিক মুদ্রাবাজারে আবারো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্বর্ণ মজুদ
দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে মজুদ কম বাংলাদেশে

বৈশ্বিক অর্থনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুদ্রাবাজারের ভবিষ্যৎ গতিনির্ধারক হয়ে উঠছে স্বর্ণ। রিজার্ভে স্বর্ণের মজুদ ক্রমেই বাড়িয়ে তুলছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। রাশিয়ার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ ও বৈশ্বিক অর্থনীতির দুর্বিপাক দেশে দেশে স্বর্ণকে নিয়ে এসেছে আর্থিক খাতের নীতিনির্ধারকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর রিজার্ভের বড় একটি অংশ এখন গড়ে উঠছে স্বর্ণের মজুদ দিয়ে, যা সামনের দিনগুলোয় আরো বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এছাড়া আপত্কালীন বিনিয়োগ হিসেবেও এখন স্বর্ণে অর্থ লগ্নির পথে ঝুঁকছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর আর্থিক খাতের নীতিনির্ধারণী সংস্থাগুলো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে স্বর্ণ মজুদ রয়েছে সবচেয়ে বেশি। এদিক বৈশ্বিক তালিকায়ও দেশটি রয়েছে নবম স্থানে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) মজুদে স্বর্ণ রয়েছে ৭৮৫ টন। প্রতিবেশী দেশটির অবস্থান ভালো হলেও রিজার্ভে স্বর্ণ মজুদের দিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ, তালিকায় ৬০-এরও পরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে স্বর্ণের পরিমাণ ১৪ টন। এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণ মজুদের পরিমাণ বাংলাদেশের চেয়ে বেশি, যথাক্রমে ৬৪ দশমিক ৬৫ ও ২১ দশমিক ৮৭ টন। নেপাল ও শ্রীলংকায় এর পরিমাণ যথাক্রমে ৭ দশমিক ৯৯ ও ৬ দশমিক ৭ টন। আদিকাল থেকেই স্বর্ণ মজুদকে ধরা হয় যেকোনো দেশের আর্থিক সক্ষমতার একটি বড় মাপকাঠি হিসেবে। বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী ধাতুটির ক্রয় বা বিক্রয় বাড়িয়ে তোলে কেন্দ্রীয় ব্যাংকগুলো। আপত্কালীন বিনিয়োগ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন স্বর্ণ মজুদ বাড়াতে প্রচুর অর্থ ব্যয় করছে। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মূল্যবান ধাতুটির মজুদ রয়েছে ৩৫ হাজার টনেরও বেশি। সব মিলিয়ে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত উত্তোলিত স্বর্ণের প্রায় এক-পঞ্চমাংশই এখন কেন্দ্রীয় ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে। চলতি বছরেও বিশ্বব্যাপী স্বর্ণের সবচেয়ে বড় নিট ক্রেতা ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলো। সূত্র: বণিক বার্তা।

চাল, গম আমদানিতে দিল্লির কোটার প্রতিশ্রুতি পেতে পারে ঢাকা, ঘোষণা মঙ্গলবার

দেশে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ভারতের কাছ থেকে প্রতিবছর ৬৫ লাখ টন চাল-গমসহ নির্ধারিত পরিমাণ পেঁয়াজ, ডাল, চিনি, রসুন ও আদা আমদানির জন্য কোটার নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই প্রস্তাবে সম্মতি জানিয়ে মঙ্গলবার-ই (২৭ ডিসেম্বর) ঘোষণা দেবে ভারত।
গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নয়াদিল্লি সফরে এবিষয়ে আলোচনা হয়েছে। এর আগে বাংলাদেশ ভারত থেকে প্রতিবছর ন্যূনতম কী পরিমাণ নিত্যপণ্য আমদানি করতে চায় তার একটি প্রস্তাব পাঠায়।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশে রপ্তানির জন্য প্রতিবছর ৪৫ লাখ টন গম, ২০ লাখ টন চাল, ৭ লাখ টন পেঁয়াজ, ১৫ লাখ টন চিনি, ১.২৫ লাখ টন আদা, ৩০ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন রসুনের কোটা চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।এ বিষয়ে কথা বলতে সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মন্ত্রীর সফরসঙ্গী হয়ে ভারত যাওয়া অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার প্রেস ব্রিফিং করবেন। তার আগে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নরম সুরের পরই গরম রাশিয়া
বড়দিনে ৫টি ক্ষেপণাস্ত্রসহ ৪০ রকেট হামলা * আবারও রাশিয়ার ভেতরে সামরিক ঘাঁটিতে হামলা * ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া : উপপ্রধানমন্ত্রী * নিরাপত্তা পরিষদ থেকে অপসারণের দাবি

যুদ্ধ বন্ধে নরম সুরের পরপরই আবার গরম হয়ে উঠেছে রাশিয়া। বেছে বেছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বড় হামলা চালাল। রোববার বড়দিনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া ১-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি সমঝোতার জন্য প্রস্তুত। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা পাত্তা দেয়নি। পরে ওইদিনই হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এদিন ৫টি ক্ষেপণাস্ত্র হামলাসহ ৪০টিরও বেশি রকেট ছুড়েছে রাশিয়া। খেরসনের মুখে দিনিপ্রো নদীর ডান তীরে বসতিগুলোতে আর্টিলারি গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক এলাকায় ১০টির বেশি রকেট হামলা চালিয়েছে। কুপিয়ানস্ক-লিম্যান ফ্রন্টলাইনে ২৫টির বেশি শহরে শেল ছুড়েছে রাশিয়া। ঝাপোরিঝঝিয়ায় প্রায় ২০টি শহরে হামলা চালিয়েছে। আলজাজিরা, রয়টার্স।পুতিনের এ প্রস্তাব শোনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এক টুইটে বলেন, রাশিয়া আলোচনা চায়নি। দায়িত্ব এড়াতে চেয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসার পর হামলা বাড়িয়েছে রাশিয়া। সূত্র; যুগান্তর

সাইক্লোন বোমায় বিপর্যস্ত উত্তর আমেরিকা, লাখ লাখ মানুষের ঘরে বিদ্যুৎ নেই

উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ভয়ংকর শীতকালীন ঝড় এখন আঘাত হানছে, সেটির কারণে যুক্তরাষ্ট্র এবং কানাডার দশ লাখের বেশি মানুষ ক্রিসমাস কাটাচ্ছেন বিদ্যুৎ-বিহীন অবস্থায়। এই ঝড় এখন একটি সাইক্লোন বোমায় রূপ নিয়েছে। যখন বায়ুমণ্ডলের চাপ কমে যায়, তখন এরকম ঝড় তৈরি হয়। সাইক্লোন বোমার প্রভাবে প্রচণ্ড তুষারপাত ও তীব্র ঝড়ো বাতাস বইতে থাকে, এবং তাপমাত্রা হিমাংকের নীচে নেমে যায়।উত্তর আমেরিকার প্রায় ২৫ কোটি মানুষ এখন এই ঝড়ের কবলে পড়েছে। এ পর্যন্ত এতে অন্তত ১৯ জন মারা গেছে। কানাডার কিবেক হতে যুক্তরাষ্ট্রের টেক্সাস পর্যন্ত প্রায় দুই হাজার মাইল বিস্তৃত এলাকায় এখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। সূত্র: বিবিসি বাংলা ।

ইরান বিক্ষোভের ১০০ দিন গড়াল

ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়া বিক্ষোভ সোমবার ১০০ দিন পার করল। ইরান সরকারের দমন-পীড়নের মুখেও পিছু হটেনি আন্দোলনকারীরা। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লবের পর এটিই দেশটিতে দীর্ঘতম সরকারবিরোধী বিক্ষোভ। বিবিসি জানায়, ইরানে এমন দীর্ঘ বিক্ষোভের জন্য আন্দোলনকারীদের চড়া মূল্য দিতে হয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনে এ পর্যন্ত ৬৯ শিশুসহ পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। দুই বিক্ষোভকারীর ফাঁসি দেয়া হয়েছে। একই পরিণতির মুখে রয়েছে আরও ২৬ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘ভুয়া বিচারে’ আন্দোলনকারীদের ফাঁসি দিচ্ছে ইরান। সূত্র: দৈনিক বাংলা

মিসাইল পাচ্ছে ভারত

ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ করবে রাশিয়া। প্রথম দুটি স্কোয়াড্রন অনেক আগেই ভারতে পৌঁছেছে। সেগুলো উত্তর ও পূর্ব সেক্টরে মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় এ সরবরাহ নিয়ে কিছুটা জটিলতার আশঙ্কা রয়েছে। রাশিয়া থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইলের পাঁচটি স্কোয়াড্রন পেতে ভারত ৩৫ হাজার কোটি টাকায় চুক্তি করেছে।
এই মিসাইল সিস্টেমকে ভারতীয় বিমানবাহিনীর জন্য গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া- সূত্র: কালবেলা

সাগরে অন্তত ১৮০ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা ইউএনএইচসিআরের
কয়েক সপ্তাহ ধরে ভেসে থাকা সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকাটির খোঁজ নেই। আরোহীদের সঙ্গে আত্মীয়স্বজনদের যোগাযোগও বিচ্ছিন্ন।

সাগরে কয়েক সপ্তাহ ভেসে থাকার পর চলতি মাসে রোহিঙ্গাবোঝাই একটি হালকা নৌকা ডুবে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।নভেম্বরে ওই রোহিঙ্গারা বাংলাদেশ ছেড়েছিলেন বলেও জানিয়েছে তারা।অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংস্থাটি এখন বলছে, নিখোঁজ ওই ‘সমুদ্রযাত্রায় অনুপযোগী’ নৌকাটি সম্ভবত ডুবেই গেছে।“আত্মীয়স্বজনের সঙ্গে তাদের (রোহিঙ্গা) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সবাই মারা পড়েছেন বলেই ধরে নেওয়া হচ্ছে,” শনিবার টুইটারে ইউএনএইচসিআর এমনটাই লিখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৭ সালে সেনাবাহিনীর নির্মম নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা কয়েক লাখসহ ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের ভিড়ঠাসা শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে। সূত্র: বিডি নিউজ

ভারতে পাসপোর্ট বানাতে গিয়ে বাংলাদেশি আট

ভারতে পাসপোর্ট বানাতে গিয়ে আটক হয়েছেন এক বাংলাদেশি যুবক। তার নাম চন্দন মহন্ত। পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির খড়িবাড়ি থানা এলাকায় তিনি দীর্ঘদিন বসবাস করছিলেন। সম্প্রতি পাসপোর্ট বানাতে গেলে তাকে ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠায় খড়িবাড়ি থানার পুলিশ। এ সময় কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদে জানা যায়, চন্দন বাংলাদেশি নাগরিক। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক জাল ভারতীয় নথিপত্র। সূত্র: সমকাল