‘ইউক্রেন মস্কোর প্রস্তাব না মানলে সিদ্ধান্ত নেবে রুশ বাহিনী’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

ছবি- সংগৃহীত

ইউক্রেনকে মস্কোর সিদ্ধান্ত মেনে নিতে হবে নতুবা রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার (২৬ ডিসেম্বর) কিয়েভকে প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কিয়েভকে মস্কোর প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

সের্গেই ল্যাভরভ বলেন, “বিষয়টি সহজ। আপনার নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন। অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে।”

সারাদিন/২৭ ডিসেম্বর/এমবি 

Nagad