আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

আফগান নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দায় নিরাপত্তা পরিষদ

আফগানিস্তানে নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর রয়টার্সের। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও বেসরকারি সাহায্য সংস্থায় কাজ করার ওপর তালেবানের নিষেধাজ্ঞার নিন্দা জানায়।আফগানিস্তানে বিভিন্ন ক্ষেত্রে নারী ও মেয়েদের পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।ঐকমত্যের ভিত্তিতে দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, আফগানিস্তানে হাইস্কুলে, বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের পড়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষয়ের প্রতিনিধিত্ব করে। সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়া বন্ধের প্রতিবাদ আফগানিস্তানের ছাত্রদের

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়ালেখা নিষিদ্ধ করার পর প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও সীমিত পরিসরে বিক্ষোভ চলছে দেশটিতে। মঙ্গলবার এক বিক্ষোভকারী তরুণী দেশটির প্রধান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে একাই বিক্ষোভ করেন। সেই সঙ্গে প্রতিবাদে যুক্ত হয়েছেন ছেলে শিক্ষার্থীরাও।ছেলে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তালেবানের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ছাত্রই ক্লাসে যাবেন না। এ নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাস ট্যাগ ব্যবহার করে জোরালো প্রচারও চালাচ্ছেন। খবর ওয়ান ইন্ডিয়ার।
গত দুই দিনে অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ছেলেরা ক্লাস বর্জন এবং পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা না দিয়েই বেরিয়ে যাচ্ছেন। অনেক শিক্ষকও তালেবান সরকারের এমন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ। এক শিক্ষার্থী বলেন, যে শিক্ষা তাঁদের বোনদের জন্য নিষিদ্ধ, সেই শিক্ষা তাঁদের দরকার নেই। এদিকে এনজিও সংস্থায় নারীদের চাকরি নিষিদ্ধ করার সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ বিষয়ে কাবুলে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা তালেবান সরকারের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। সূত্র: সমকাল

নেপালের প্রধানমন্ত্রীর শপথ
জোট সরকার নিয়ে স্থিতিশীলতার মিশনে প্রচণ্ড

রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলেও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন ছিল। গত সোমবার প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডর নেতৃত্বে নবগঠিত জোট সরকারের শরিকদের মধ্যে মতপার্থক্য, আদর্শহীনতা এবং দেশটির রাজনীতিতে অতীতের তিক্ততা এই সরকারের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান করে তুলছে পর্যবেক্ষকদের। বিশ্লেষকরা মনে করেন, কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন) অন্যতম উপদল মাওবাদী কেন্দ্রের (এমসি) চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচণ্ডর সরকার রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে না। আদর্শহীনতা, বিপরীত আদর্শের দলের সঙ্গে বোঝাপড়া এবং চরম সুবিধাবাদী নীতিই এর জন্য দায়ী হবে।মখন পর্যন্ত বামপন্থীদের নেতৃত্বাধীন জোট সরকার সাতটি দলের সমর্থন নিয়ে ১৬৩ জন আইন প্রণেতার সমর্থন নিশ্চিত করতে পেরেছে। দলগুলো এরই মধ্যে ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত সময় পার করছে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

যুদ্ধ বন্ধের আলটিমেটাম রাশিয়ার
সংযুক্ত চার অঞ্চল নিরস্ত্রীকরণ করতে হবে। নইলে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী * জাতিসংঘে শান্তি সম্মেলনের চিন্তা করছে ইউক্রেন

ইউক্রেনকে যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নিতে আলিটমেটাম দিল রাশিয়া। সংযুক্ত চার অঞ্চল নিরস্ত্রীকরণ করতে হবে। মঙ্গলবার সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ । আলজাজিরা, রয়টার্স, সিএনএন।রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, চলমান সংঘাত এড়ানোর জন্য রাশিয়া ইউক্রেনের কাছে যেসব প্রস্তাব দিয়েছে, নিজেদের ভালোর জন্য কিয়েভ সেগুলো পূরণ করতে পারে। অন্যথায় সিদ্ধান্ত রুশ সেনাদের হাতে চলে যাবে। আরও বলেন, আমরা প্রস্তাব দিয়েছিলাম ইউক্রেনে রাশিয়ার অধিকৃত যেসব অঞ্চল রয়েছে সেগুলোতে কিয়েভ সরকারের নিরস্ত্রীকরণ করতে হবে। সেখানে রাশিয়া যেসব বিষয়কে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে সেগুলো দূর করতে হবে। আমরা অনেক আগে থেকেই এসব প্রস্তাব দিয়ে আসছি। সংঘাত কতদিন স্থায়ী হবে তা এখন কিয়েভ ও ওয়াশিংটনের হাতে। বিষয়টি এখন খুবই সোজা। সূত্র: যুগান্তর

১২ কোটি বছর আগের ডাইনোসরটি কী খেয়েছিল

আজ থেকে ১২ কোটি বছর আগে পৃথিবীতে দাবড়িয়ে বেড়াত ডাইনোসর। এর মধ্যে চীনের বনাঞ্চলে বিচরণ করত চার পাখার ডাইনোসর। তবে এরা ডাইনোসর হলেও এদের আকৃতি ছিল এখনকার কাকের সমান। মাইক্রোর‌্যাপ্টরস নামে পরিচিত এ ডাইনোসর প্রজাতির বিষয়ে গবেষকরা এরই মধ্যে অনেক কিছু নিশ্চিত হয়েছেন। তবে তারা কী খেত এবং কীভাবে খেত তা এতদিন জানা যায়নি। এবার সেই রহস্যেরও একটি কিনারা করা গেল। সায়েন্স অ্যালার্টের এক রিপোর্টে জানানো হয়েছে, সম্প্রতি মাইক্রোর‌্যাপ্টরসের এমন একটি ফসিল আবিষ্কার হয়েছে যা থেকে এর সর্বশেষ খাবার কী, তা জানা গেছে। বিস্ময়কর হলেও মাইক্রোর‌্যাপ্টরস একটি স্তন্যপায়ী প্রাণীকে খেয়েছিল। এ নিয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যানস লারসন বলেন, আমরা প্রথমে এটা বিশ্বাসই করতে পারছিলাম না। সূত্র: বিডি প্রতিদিন।

রাশিয়ান সসেজ টাইকুন পাভেল আন্তভ ভারতে হোটেলের জানালা দিয়ে পড়ে মারা গেছেন

ভারতের একটি হোটেলে রাশিয়ার এক রাজনীতিবিদের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবারে (২৫ ডিসেম্বর) পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার রায়গড়ের একটি হোটেলে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করার অভিযোগ ছিল। খবর বিবিসির। এর দুইদিন আগে তার সঙ্গে থাকা আরেক সঙ্গীরও রহস্যজনক মৃত্যু ঘটেছে। ভারত সরকার এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি। তবে ৬৫ বছর বয়সী এই ধনকুবেরের মৃত্যুকে স্থানীয় পুলিশ আত্মহত্যা বলেই দাবি করেছে। চলতি বছরের জুন মাসের শেষের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বেসামরিক এলাকায় রাশিয়ার মিসাইল হামলার সমালোচনা করেন আন্তোভ। তবে পরে এটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে এই সমালোচনার অভিযোগ নাকচ করেন তিনি।রুশ গণমাধ্যমে বলা হয়েছে, আন্তোভ ভারতের রায়গড় শহরের একটি হোটেলের জানালা থেকে নিচে পড়ে যান।এর আগে, শুক্রবারে (২৩ ডিসেম্বর) আন্তোভের সতীর্থ ভ্লাদামির বুদানভ একই হোটেলে মারা যান।বিবিসি বলছে, ভারতের ওড়িশা রাজ্যের রায়গড়া দেশের ট্যুরিস্ট সার্কিটে মোটেই কোনও পরিচিত নাম নয়, কিন্তু গত বুধবার (২১ ডিসেম্বর) সেখানকারই হোটেল সাই ইন্টারন্যাশনাল-এ ওঠে চারজন রুশ নাগরিকের একটি দল, সঙ্গে ছিলেন তাদের ভারতীয় ট্যুর গাইড জিতেন্দ্র সিং। পরে দলটির একজন সদস্য, ভ্লাদিমির বুদানভকে হোটেলের দোতলায় নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। সেসময় তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওয়াইনের অনেকগুলো খালি বোতল।জিতেন্দ্র সিং রিপোর্টারদের বলেন, ‘পাশে অনেক মদের বোতল পড়ে থাকা দেখে মনে হয়, তিনি মাত্রাতিরিক্ত মদ্যপান করেছেন।’ সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মেয়ের ভিডিও ছড়ানোর প্রতিবাদ করায় বিএসএফ সদস্যকে পিটিয়ে হত্যা

মেয়ের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর প্রতিবাদ করায় ভারতের গুজরাট রাজ্যে মেলাজি ভাঘেলা নামে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুজরাটের নাদিয়াদের চাকলাসি গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।মেয়ের ভিডিও ফুটেজ ছড়িয়ে দেয়ার প্রতিবাদ করতে ছেলে-স্ত্রীসহ চাকলাসি গ্রামে এক কিশোরের বাড়িতে যান মেলাজি। সেখানেই বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিশোরের পরিবারের সদস্যরা মেলাজিকে পিটিয়ে হত্যা করেন। ওই সময় আহত হন তার স্ত্রী ও ছেলে। এ ঘটনায় মেলাজির স্ত্রী থানায় হত্যা মামলা করেন। বিএসএফ জানায়, মেলাজি বিএসএফের ৫৬তম ব্যাটালিয়নে হেড কনস্টেবল ছিলেন। তিনি ঘটনার সময় ছুটিতে ছিলেন। সূত্র: বিবিসি- সূত্র: দৈনিক বাংলা।

বিশ্বের কোন দেশে কবে মেট্রোরেল চালু

মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বহু প্রতীক্ষিত এ গণপরিবহন আজ বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনের প্রথম যাত্রীও তিনি। সঙ্গে ২০০ অতিথি।আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোতে উঠতে পারবেন যাত্রীরা। এ মেট্রোরেল হচ্ছে দেশের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত ট্রেন। চলাচল করবে স্বয়ংক্রিয়ভাবে। মেট্রোরেলের টিকিট পুরোপুরিই কম্পিউটারাইজড। উত্তরার দিয়াবাড়িতে ডিপোয় একটি অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) স্থাপন করা হয়েছে। সেখানে ট্রেন কোথায় কোথায় থামবে, কত সময় থামবে, কত গতিতে চলবে এর সবই আগে থেকে নির্ধারণ করে দেওয়া হবে। ২০২২ সালের ডিসেম্বরে এসে দেশে মেট্রোরেল চালু হলো। তবে দেড় শ বছরের বেশি সময় আগে বিশ্বে এই ট্রেনে যাত্রা করে। চলুন দেখে নেওয়া যাক, কোন দেশে কবে মেট্রোরেলে উঠেছে মানুষ। সূত্র: দৈনিক আমাদের সময়

প্রস্তাব মানতে ইউক্রেনকে আলটিমেটাম রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেল ল্যাভরভ ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে। স্থানীয় সময় গত সোমবার তিনি বলেন, কিয়েভকে প্রস্তাবগুলো মেনে নিতে হবে। অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এদিকে রুশ বাহিনীর অব্যাহত হামলার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ছে ইউক্রেনের অনেক অঞ্চল। দেশটির প্রায় ৯০ লাখ মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার। মস্কোর দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টি। ইউক্রেন ইস্যুতে রাশিয়া আলোচনায় প্রস্তুত—প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের এক দিনের মাথায় আলটিমেটামের কথা জানান ল্যাভরভ। ল্যাভরভ বলেন, আপনার নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন। অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে। সূত্র: কাল বেলা

জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যু

জাপানের বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জনেরও বেশি। এছাড়া, বিদ্যুৎহীন হয়ে পড়েছে শত শত বাড়ি-ঘর।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাত শুরু হয়। যার কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে। তুষারপাতে শনিবারের মধ্যে ১১ জনের মৃত্যু হয়। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সূত্র: বাংলাদেশ