আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
স্বপ্নের মেট্রোরেলের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকার গণপরিবহন-ব্যবস্থায় শুরু হলো নতুন যুগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা ১১টায় বহু প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেছেন। এর মাধ্যমে যোগাযোগের নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। সুধী সমাবেশের মাধ্যমে উত্তরার ১৫ নম্বর সেক্টরের মাঠে উদ্বোধন ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন সম্প্রচার মাধ্যম। উদ্বোধনকালে এরিয়াল ভিউ ও থিম সং পরিবেশন করা হয়। নিরাপত্তার কারণে আতশবাজির ব্যবস্থা রাখা হয়নি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট এবং মেট্রোরেলের প্রথম দিনের কাভার উন্মোচন করবেন। সেই সঙ্গে উন্মোচন করেন ৫০ টাকার স্মারক নোট। এরপর প্রধানমন্ত্রী প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে উঠবেন। সময় সূচি-যানজটে অতিষ্ঠ রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে প্রথমবারের মতো যাত্রী নিয়ে ছুটবে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ট্রেন। পৌনে ১২ কিলোমিটার উড়াল-রেলপথে মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও চলে আসবে মানুষ। সূত্র: সমকাল
পদত্যাগ করলেন ডমিঙ্গো
বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি আর বাংলাদেশ দলের প্রধান কোচ পদে থাকছেন না। গতকাল রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ডমিঙ্গো পদত্যাগ করেছে। কাল রাতেই তিনি আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে।’ ২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো। জানা গেছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর বিসিবিই মূলত ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই বার্তাটা ডমিঙ্গোর কাছেও পৌঁছে দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন ডমিঙ্গো। এর মধ্যে বিসিবি নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। গুঞ্জন আছে, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। সূত্র: প্রথম আলো
৪ লাখ একর কৃষিজমি কমেছে
দেশে এখন কৃষি খানার সংখ্যা এক কোটি ৬৮ লাখ ৮১ হাজার, যাদের অধীন আবাদি জমি রয়েছে এক কোটি ৮৬ লাখ ৮১ হাজার একর। তবে ১১ বছরের ব্যবধানে দেশের মোট আবাদি জমির পরিমাণ কমেছে চার লাখ ১৬ হাজার একর। এ হিসাবে গড়ে প্রতিবছর কৃষিজমি কমছে ৩৭ হাজার ৮১৮ একর। অন্যদিকে কৃষি খানার পরিচালনাধীন মোট জমি (আবাদি ও অনাবাদি) জমির পরিমাণও কমে যাচ্ছে। মিলিয়ে এই সময়ে জমির পরিমাণ কমেছে পাঁচ লাখ ৩০ হাজার একর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কৃষি শুমারি-২০১৯-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগের কৃষি শুমারি হয়েছে ২০০৮ সালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। রাজধানীর আগারগাঁওয়ের অফিসে বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক আলাউদ্দিন আল আজাদ। সূত্র; কালের কণ্ঠ
মেট্রোর যাত্রী পরিবহণে ৩০টি দ্বিতল বাস
দেশে প্রথম মেট্রোরেলের উদ্বোধন আজ। সাধারণ যাত্রীরা এই রেলে আগামীকাল থেকে চলাচল করতে পারবেন। তাদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বিআরটিসি বিশেষ বাস চালুর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পথে বিআরটিসির ২০টি দ্বিতল বাস চলাচল করবে। আর উত্তরার হাউজ বিল্ডিং থেকে ১০টি দ্বিতল বাস চলবে দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত।বিআরটিসি সূত্র জানায়, এ লক্ষ্যে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে গত ১৭ নভেম্বর চুক্তি সই হয়েছে। ২১ ডিসেম্বর বিআরটিসির বাসগুলো পরীক্ষামূলকভাবে চালিয়ে মহড়াও দিয়েছে। সংস্থাটির কর্মকর্তারা জানান, ঢাকার নগর পরিবহণে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) যে ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছে, বিআরটিসির বাসে সে ভাড়াই আদায় করা হবে। মেট্রোরেলের যাত্রী চাহিদা বাড়লে বিআরটিসির বাসের সংখ্যাও বাড়তে পারে। সূত্র: যুগান্তর
ইভিএম বিড়ম্বনা রংপুরে
শীতের সকালে কুয়াশার মধ্যে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। তবে সময়মতো কেন্দ্রে এলেও ইভিএমে ভোটদান ও আঙুলের ছাপ মেলানো নিয়ে বিড়ম্বনায় পড়েন ভোটাররা। ভোটদানের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আঙুলের ছাপ না মেলায় ভোট না দিয়ে ফিরে যাওয়ার অভিযোগ তুলেছেন অনেকেই। এদিকে আঙুলের ছাপ মেলাতে ভোট গ্রহণ কর্মকর্তাদের সামনে রাখা ছিল লেবু, টিস্যু ও ভ্যাসলিন। তার পরও ইভিএমে আঙুলের ছাপ মেলাতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের। ছাপ না মেলায় কর্মকর্তারা কাউকে হাত ধুয়ে আসতে বলেন, কাউকে লেবু ঘষে আসার পরামর্শ দেন। অনেক সময় আঙুলের ছাপ মেলাতে ভোটারের হাতে ভ্যাসলিন ঘষেও কাজ হয়নি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের আঙুলের ছাপ মেলেনি অনেক কেন্দ্রেই। ইভিএমে ভোটদান নিয়ে দিনভর অসন্তোষ ছিল ভোটারের মাধ্যমে। ইভিএমের ধীরগতিতে বিরক্ত ছিলেন ভোটাররা। তবে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এমন চিত্র ছিল গতকাল রংপুর সিটি নির্বাচনে। সূত্র; বিডি প্রতিদিন।
হলি আর্টিজান হামলা ও কোভিডকে হারিয়ে যেভাবে অসম্ভব একটি বিষয় সম্ভব হলো
দেশের প্রথম মেট্রোরেল এখন দৃশ্যমান। ডিসেম্বরের শেষে আংশিকভাবে চালু হবে এমআরটি পরিষেবা। তবে ঢাকার মতো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহরে মেট্রোরেল নির্মাণ সহজ ছিল না। প্রকল্পের শুরু থেকেই আমাদেরকে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে যার মধ্যে রয়েছে রেলের রাস্তা নির্ধারণ বিতর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, জঙ্গি হামলা এবং ইউটিলিটি লাইন স্থানান্তরের মতো জটিল কাজ। এছাড়া নির্মাণকাজ চলাকালে সরু রাস্তার কারণে ঢাকাবাসীকেও প্রচণ্ড যানজট সহ্য করতে হয়েছে। কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে মেট্রোরেল জাতীয় সংসদ ভবন এলাকার মূল নকশার ক্ষতি করছে কি না। পরবর্তীকালে দেখা যায় আমাদের প্রকল্পের নকশায় খেঁজুরবাগান এলাকা নেই, যেখানে সংসদসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে।আমরা আরেকটি বাধার সম্মুখীন হয়েছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রুটের নকশা নিয়ে প্রতিবাদে নামে। তারা দাবি করে মেট্রো রুট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত পরিবেশ নষ্ট করবে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সেদিকটা সামলাতে হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বিদেশি ঋণপ্রবাহে ভাটা, ৫ মাসে কমেছে ২০ শতাংশ
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২০২১-২২ অর্থবছরে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের বেশি বিদেশি ঋণ পেয়েছিল বাংলাদেশ, যা ছিল আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। আড়াই বছরের করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় চাপে পড়া অর্থনীতিকে সামাল দিতে কম সুদের বিশাল অঙ্কের এই ঋণ বেশ অবদান রেখেছিল। কিন্তু সেই জোয়ার আর নেই। বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম উৎস বিদেশি ঋণপ্রবাহে ভাটা পড়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ২৪৬ কোটি ২৫ লাখ (২ দশমিক ৪৬ বিলিয়ন) ডলারের ঋণ-সহায়তা পেয়েছে বাংলাদেশ। এই অঙ্ক গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৩০ শতাংশ কম। গত বছরের এই পাঁচ মাসে ৩০৮ কোটি ৯৫ লাখ (৩ দশমিক শূন্য ৯ বিলিয়ন) ডলার এসেছিল। সূত্র: দৈনিক বাংলা।
রোগ নির্ণয়ের নির্ভরযোগ্য পদ্ধতি নিউক্লিয়ার মেডিসিন
রোগ নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য ও আধুনিক পদ্ধতির নাম নিউক্লিয়ার মেডিসিন। এই পদ্ধতিতে বিভিন্ন জটিল ও কঠিন রোগ সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব। একই সঙ্গে অনেক মরণব্যাধির সুচিকিৎসা নিশ্চিত সম্ভব। তবে দেশে এই চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতায় বিপুলসংখ্যক রোগী এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র ও চিকিৎসক নিয়োগের মাধ্যমে সমস্যাটির সমাধান সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, নিউক্লিয়ার মেডিসিন পদ্ধতিতে রোগীর শরীরে তেজস্ক্রিয় রেডিও-আইসোটোপ প্রবেশ করানো হয়। এটা ট্যাবলেট আকারে বা ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করানো হয়। রেডিও-আইসোটোপগুলো ল্যাবরেটরিতে বিশেষভাবে তৈরি করা হয়। রোগ ও রোগীভেদে এই আইসোটোপগুলো পৃথক হয়ে থাকে। রোগীর শরীরে প্রবেশের পর আইসোটোপগুলো নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে গামা রশ্মি বা গামা ফোটন তৈরি করে। রোগীর শরীর থেকে বের হওয়া গামা রশ্মিতে রোগীর শরীরের তথ্য থাকে। গামা ক্যামেরা এই গামা ফোটনগুলো সংগ্রহ করে সেখান থেকে বিভিন্ন অর্গানের ছবি সংগ্রহ করে। এভাবেই রোগ সম্ব^ন্ধে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। অর্থাৎ তেজস্ক্রিয়তা ব্যবহার করে রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিই নিউক্লিয়ার মেডিসিন। সূত্র: দৈনিক আমাদের সময়
ওয়াসায় থামেনি ভ্রমণ নেশা
সরকারি নিষেধাজ্ঞার পরও থামছে না ঢাকা ওয়াসার কর্মকর্তাদের বিদেশ সফর। আট মাসে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৯ কর্মকর্তা বিদেশ সফর করেছেন। নলেজ অ্যান্ড এক্সপার্টিজ শেয়ারিং ট্রিপ, এক্সপোজার ভিজিট, ফিজিক্যাল ইন্সপেকশন অ্যান্ড পারফরম্যান্স টেস্ট, শিক্ষা সফর, প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিতে ১০ দেশে ১৫ বার সফর করেন তারা। এর মধ্যে সাতটি সফরের অফিস আদেশ হয় কর্মকর্তাদের বিদেশ ঘুরে আসার পর। বিদেশ সফরে যাওয়া কর্মকর্তারা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন শোধনাগার এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সফর করা দেশের মধ্যে আছে ভারত, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ফ্রান্স, সুইডেন ও জার্মানি। শিক্ষা সফর, প্রশিক্ষণ ও সেমিনারের জন্য সফরে যাওয়া কর্মকর্তাদের ব্যয় সংশ্লিষ্ট দেশ বহন করলেও ফিজিক্যাল ইন্সপেকশন অ্যান্ড পারফরম্যান্স টেস্ট, নলেজ অ্যান্ড এক্সপার্টিজ শেয়ারিং ট্রিপ এবং এক্সপোজার ভিজিটের জন্য ব্যয় মেটানো হয়েছে ওয়াসার বিভিন্ন প্রকল্প থেকে। প্রতিটি সফরেই কর্মকর্তারা ভাতা পেয়েছেন। তবে প্রকল্পের টাকায় বিদেশ ঘুরে আসা কর্মকর্তাদের ব্যয় নিয়ে আছে নানা প্রশ্ন। কর্মকর্তারা অবশ্য বলছেন, বিদেশ সফরের ৮০ ভাগ টাকার জোগান দেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ২০ ভাগের জোগান আসে ওয়াসা থেকে। সূত্র: কাল বেলা
যানজটের শহরে এলো স্বপ্নের মেট্রোরেল
দীর্ঘ প্রতীক্ষার পর বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নতুন যুগের সূচনা হয়েছে তীব্র যানজটের শহর ঢাকার গণপরিবহন–ব্যবস্থায়। ঘণ্টার পর ঘণ্টা গরমে-ঘামে ভিজে বাসে বসে থাকার দিন শেষ, মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও যাওয়া যাবে মেট্রোতে।বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণের আগে সেখানে দেশের প্রথম মেট্রোরেল- এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।এ সময় সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সূত্র: বাংলানিউজ