ফারদিনের বান্ধবী বুশরার জামিন আবেদনের শুনানি ৫ জানুয়ারি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ০৫ জানুয়ানি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সেলিম রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম রেজা বলেন,গত ৩১ নভেম্বর বুশরার আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য আগামী ০৫ জানুয়ারি দিন ধার্য করেন।
ওই দিন ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ১৫ ডিসেম্বর ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুতে তার বান্ধবী আমাতুল বুশরার কোনো সংশ্লিষ্টতা নেই। মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে বলেও জানিয়েছে ডিবি।
কারাগারে বন্দি বুশরার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এটি আদালতের বিষয়। আমরা আমাদের রিপোর্টে জানিয়ে দেবো তার সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি।
সারাদিন/২৯ ডিসেম্বর/এমবি