বিশ্বের এক-তৃতীয়াংশ মন্দায় পড়বে: আইএমএফ প্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

ছবি- সংগৃহীত

চলতি বছর বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

সোমবার (০২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির ধীরগতির হওয়ার কারণে গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও বেশি কঠিন’ হতে যাচ্ছে।

তার শঙ্কা, ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে। গত বছরের অক্টোবরেই আইএমএফ তাদের আগের পূর্বাভাসের তুলনায় ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা কম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল।

সিবিএস নিউজের ফেইস দ্য নেশন প্রোগ্রামে আইএমএফ প্রধান জর্জিয়েভা বলেন, “আমাদের ধারণা, বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকী যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে।”

আন্তর্জাতিক সংগঠন আইএমএফ’-এর সদস্য দেশের সংখ্যা ১৯০টি। এরা সবাই মিলে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা।

Nagad

সারাদিন/০২ জানুয়ারি/এমবি