চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

ছবি- সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসীতে ঘন কুয়াশার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২২ জন আহত হয়েছেন।

রোববার (০৮ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এই খরব নিশ্চিত করেছে।

সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (০৭ জানুয়ারি) রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। তবে খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, এলাকাটিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এই কারণে সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

সিসিটিভি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

সারাদিন/০৮ জানুয়ারি/এমবি 

Nagad