আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

বলসোনারো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। খবর রয়টার্সের।বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থান করছেন। গত সোমবার ফ্লোরিডার অরল্যান্ডোর কাছের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার তিনি হাসপাতাল ছাড়েন।অন্ত্রের ব্যথা নিয়ে বলসোনারো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৮ সালে নির্বাচনী প্রচারকালে তিনি রিকাঘাতের শিকার হয়েছিলেন। সেই আঘাত-সংশ্লিষ্ট অন্ত্রের ব্যথার কারণে তাঁকে চিকিৎসা নিতে হয়েছে। কিৎসক বলেছেন, বলসোনারোর সমস্যা গুরুতর কিছু নয়। গত বছর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে বলসোনারো পরাজিত হন। লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান বলসোনারো। সূত্র: প্রথম আলো

‘স্পেয়ার’ সংগ্রহ করতে পাঠকের দীর্ঘ সারি

প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে। বইটি বিশ্বব্যাপী একসঙ্গে ১৬টি ভাষায় প্রকাশ করা হয়েছে। বইয়ের নানা অংশের উদ্ধৃতি দিয়ে কয়েক দিন ধরেই নানা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।ব্রিটিশ রাজপরিবার থেকে বের হয়ে যাওয়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির বইটি বাজারে আসা উপলক্ষে রাত থেকেই দোকানগুলো খোলার তোড়জোড় শুরু হয়। বইটি সংগ্রহ করতে পাঠকদের দীর্ঘ সারি দেখা গেছে দোকানগুলোতে। বইটির বেশ কিছু অংশ এরই মধ্যে ফাঁস হয়েছে। এ ছাড়া এর স্প্যানিশ সংস্করণ নির্ধারিত সময়ের আগেই বাজারে আসে। এর ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডনে বইটির প্রতি তুমুল আগ্রহ তৈরি হয়। বইয়ের চাহিদা তুঙ্গে পৌঁছেছে।যুক্তরাজ্যের বুক রিটেইলার প্রতিষ্ঠান ওয়াটারস্টোনস জানায়, প্রিন্স হ্যারির বইটি ‘এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ক্রয়াদেশ পাওয়া’ বইগুলোর একটি হয়ে উঠেছে। লন্ডনে এই প্রতিষ্ঠানের প্রধান দোকানটি নির্দিষ্ট সময়ের বেশ আগেই খোলা হয়েছিল। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে এবং সেখানেও বিপুল চাহিদার কথা জানা গেছে। বইটি যুক্তরাজ্যে অনলাইন রিটেইলার অ্যামাজনের বেস্ট সেলারের তালিকায় শীর্ষে উঠে গেছে। সূত্র: কালের কণ্ঠ

রুশ বাহিনীর দখলে এখন পূর্ব ইউক্রেনের অনেক এলাকা

পূর্ব ইউক্রেনে দনবাস অঞ্চলে তীব্র যুদ্ধের পর সোলেদার নামে একটি শহরের অধিকাংশেরই নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এক মাস ধরেই এ শহরটির নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছিল, তবে গত চার দিনে রুশ বাহিনী ও তাদের সমর্থক ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা নতুন নতুন জায়গা দখল করেছে। এ শহরটি লবণখনির জন্য বিখ্যাত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোলেদারে ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়ে বলেছেন, ‘একটি দেওয়ালও অক্ষত নেই, শহরটি প্রাণশূন্য।’ তিনি আরও দাবি করেন, ‘সোলেদারের কাছাকাছি এলাকা দখলদার সেনাদের লাশে ছেয়ে গেছে। উন্মাদনা হয়তো একেই বলে।’ ইউক্রেন যুদ্ধপূর্ব সময়ে সোলেদারের মোট জনসংখ্যা ছিল প্রায় ১০ হাজার। রুশ বাহিনী এ শহরটিকে দখলে নেওয়ার জন্য বাখমুতকে গুরুত্বপূর্ণ স্থান মনে করছে। তবে এর কৌশলগত গুরুত্ব কতটা তা নিয়ে নিশ্চিত নন পশ্চিমা বিশেষজ্ঞরা। সম্প্রতি রুশ বাহিনী কয়েকটি লড়াইয়ে বিপাকে পড়ার পর সোলেদারের এ বিজয় হবে তাদের জন্য একটি ভালো খবর। বাখমুতে তীব্র যুদ্ধ চলছে এবং রুশ ও ইউক্রেনীয় উভয় বাহিনীরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বলা হচ্ছে, ১১ মাস আগে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর অন্যতম তীব্র ‘পরিখা যুদ্ধ’ হচ্ছে এখানে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

পাঁচ বিচারপতির আপিল বেঞ্চের আদেশ
তিন মোবাইল কোম্পানিকে পাওনা ২৫৫০ কোটি টাকা পরিশোধ করতেই হবে

তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে পাওনা বাবদ ২ হাজার ৫৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ টাকা দিতে হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গতকাল পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। এর মধ্যে গ্রামীণফোনের কাছে ১ হাজার ৪০০ কোটি, রবির কাছে ৫০০ কোটি ও বাংলালিংকের কাছে ৬৫০ কোটি টাকা পাওনা রয়েছে।রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য সরকার যে তরঙ্গ বরাদ্দ করে তার ওপর চার্জ করা হয়। এর সঙ্গে ভ্যাট যুক্ত করা হয়। এ ভ্যাট যুক্ত করার কারণেই তারা (তিন কোম্পানি) হাইকোর্টে এসে মামলা করে। হাইকোর্ট তাদের রিট খারিজ করে দেন। এর বিরুদ্ধে তারা আপিল করলে আদালত শুনানি নিয়ে তা খারিজ করে দিয়েছেন। ফলে এখন এসব প্রতিষ্ঠান থেকে এনবিআর ও বিটিআরসি টাকা আদায় করতে পারবে। সূত্র; বণিক বার্তা।

ইরানে ‘রাষ্ট্রীয় মদদে হত্যা’য় জাতিসংঘের উদ্বেগ

ইরানে বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ডাদেশ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুয়ের্ক। ইরানে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডের সাজাকে তিনি ‘রাষ্ট্রীয় মদদে হত্যা’ হিসেবে উল্লেখ করেন। মঙ্গলবার এক বিবৃতিতে ভলকার তুয়ের্ক বলেন, ‘মৌলিক অধিকার প্রয়োগের (যেমন বিক্ষোভ সংগঠন কিংবা তাতে অংশ নেয়া) শাস্তি দিতে দণ্ডবিধিকে অস্ত্র হিসেবে ব্যবহার রাষ্ট্রীয় মদদে হত্যার শামিল।’এমন হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন ভলকার। সূত্র; দৈনিক বাংলা।

বিয়ের প্রতিশ্রুতিতে সম্মতিক্রমে যৌন সম্পর্ক ধর্ষণ নয় : ওড়িশা হাইকোর্ট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে তার সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে না বলে রায় দিয়েছেন ভারতের ওড়িশার হাইকোর্ট। সেই সঙ্গে একজন নারী তার নিজের পছন্দে কারো সঙ্গে ঘনিষ্ঠ হলে সেখানে ধর্ষণ আইন ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন আদালত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।সম্প্রতি এক ধর্ষণ মামলার শুনানি চলাকালে বিচারপতি সঞ্জীব পানিগ্রাহির একক বেঞ্চ এ রায় দেন। বিচারপতি সঞ্জীব পানিগ্রাহির মতে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ বিষয়টি ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারাকে সমর্থন করে না। এমনকি কোনো প্রতিশ্রুতি ছাড়াই সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ( ধর্ষণের জন্য শাস্তি) অধীনে বিচারিক বিষয় হওয়া উচিত না। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে ধর্ষণের আইনটি ভ্রান্ত বলে মনে হয়। সূত্র; কালবেলা ।

পাকিস্তানে গমের জন্য হাহাকার! ভর্তুকির ময়দা কিনতে গিয়ে পদদলিত মানুষ

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে গম সংকট তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ মৌসুমে কম উৎপাদন এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গমের জন্য হাহাকার শুরু হয়েছে দেশটিতে। খবর ডনের। আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানে এবার খাবারের সংকট পৌঁছেছে তুঙ্গে। দেশের খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশে চলছে গমের জন্য তীব্র হাহাকার। এমনকি বিভিন্ন স্থানে ভর্তুকির আটা/ময়দার জন্য মারামারি, লুটপাট হচ্ছে বলেও খবর গণমাধ্যমের। ডনের প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানে গম সংকট তীব্র আকার ধারণ করায় শনিবার (৭ জানুয়ারি) প্রদেশের খাদ্য মন্ত্রী জরুরি সহায়তার জন্য আর্জি জানায়। দেশের অন্যান্য প্রদেশের অবস্থাও প্রায় একইরকম। সম্প্রতি সিন্ধুর মিরপুরখাস জেলায় কম দামে ভর্তুকির ময়দা কিনতে গিয়ে এক ব্যক্তির পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে এখন ভর্তুকির ময়দার বস্তা নিয়ে চলছে কাড়াকাড়ি। যে যে রকম পারছেন, লুট করে নিয়ে যাচ্ছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পূর্ব ইউক্রেনের সোলেডার শহরের প্রায় পুরোটাই রুশ বাহিনীর দখলে

পূর্ব ইউক্রেনে ডনবাস অঞ্চলে তীব্র যুদ্ধের পর সোলেডার নামে একটি শহরের অধিকাংশেরই নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে রাশিয়া । বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এক মাস ধরেই এ শহরটির নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছিল, তবে গত চার দিনে রুশ বাহিনী ও তাদের সমর্থক ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা নতুন নতুন জায়গা দখল করেছে। “সম্ভবত” শহরটির অধিকাংশ এলাকাই রাশিয়ার নিয়ন্ত্রণে – বলছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লবণের খনি-সমৃদ্ধ প্রায় ১০,০০০ লোকের শহর সোলেডারের অবস্থান বাখমুট শহরের কয়েক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং এটির দখল রুশ বাহিনীর হাতে চলে গেলে বাখমুটের নিয়ন্ত্রণ দখলের যুদ্ধে তারা সুবিধাজনক অবস্থানে চলে যাবে। সূত্র: বিবিসি বাংলা ।

কেন বিক্ষোভে উত্তাল ব্রাজিল

রাজধানী ব্রাসিলিয়ার রবিবারের ঘটনা এখনও হজম করে উঠতে পারছে না অনেক ব্রাজিলিয়ান। তবে তাণ্ডবের এ কাণ্ড সহসাই ঘটেনি। এর আভাস মিলছিল বহু আগে থেকেই। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর কর্মকাণ্ডের মধ্য দিয়ে। নিজের মেয়াদে বলসোনারো একাধিকবার ব্রাজিলের রাষ্ট্রীয় কাঠামোগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হরহামেশাই সুপ্রিম কোর্টকে প্রশ্নবিদ্ধ করেছেন। দেশের সর্বোচ্চ আদালত রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ ছুড়েছেন।এমনকি গত বছরের অক্টোবরে জাতীয় নির্বাচনের আগে ভোটাভুটির প্রক্রিয়াকেও রেহাই দেননি। কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ভোটিং ব্যবস্থায় জোচ্চুরি রয়েছে বলে আঙুল তোলেন তিনি। ফলে মোটাদাগে বলসোনারো হয়তো এ দাঙ্গা বা হামলার পরিকল্পনা করেননি। কিন্তু সাবেক প্রেসিডেন্ট কোনোভাবেই এ থেকে নিজেকে আলাদা করতে পারেন না বলেই অভিমত বিশেষজ্ঞদের। কারণ তিনি যা যা বলেছিলেন, সেগুলোর প্রত্যক্ষ প্রভাব দেখা গেছে হামলার ঘটনায়। তার সমর্থকরা বেছে বেছে হামলা চালিয়েছে কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্সিয়াল প্রাসাদে। সূত্র; প্রতিদিনের বাংলাদেশ

ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধারে বাইডেনের বিস্ময় প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচিত হওয়ার আগে ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধারে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওই নথিতে কী আছে আদৌ তিনি জানেন না। তবে সেগুলো তার আইনজীবীদের দ্বারা সঠিকভাবে পরিচালনা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (১০ জানুয়ারি) মেক্সিকোতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি।’
বাইডেন বলেন, ‘লোকেরা জানে আমি শ্রেণিবদ্ধ নথি, বিশেষ করে গোপনীয় তথ্য গুরুত্ব সহকারে নেই। এ সম্পর্কে ‘আমাকে অবহিত করা হয়েছিল এবং সেই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এমন কোনো সরকারি রেকর্ড পাওয়া গেছে জেনে অবাক হয়েছি।’বার্তা সংস্থা রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, নভেম্বরে ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোম্যাসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি ফাইল পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় আর্কাইভসে হস্তান্তর করেছি। সূত্র: জাগো নিউজ