গুলশানে স্পা সেন্টারে অভিযান: ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মারা গেছেন। আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন।

নিহত তরুণীর নাম ফারজানা (১৯)। আহত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক নারীর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।

ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

Nagad

আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতেন, জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি স্পা সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান চলছিল। পরে খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজনের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন চিকিৎসক।