পেলেকে শ্রদ্ধাভরে স্মরণ করলো মেসিরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলের মৃত্যুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ফুটবল বিশ্বে শোক এখনও চলছে। বিশ্বকাপ জয়ের উদযাপন করে নির্ধারিত ছুটি শেষে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজির হয়ে প্রথমবার মাঠে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বুধবার (১১ জানুয়ারি) রাতে লিগ ওয়ানে দলকে জয় উপহার দেওয়ার ম্যাচে ৮২ বছর বয়সী কিংবদন্তি পেলেকে সম্মান জানিয়েছে পিএসজি।

এদিন দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ছুটিতে আছেন। আমেরিকায় তাকে সঙ্গ দিচ্ছেন দলের আরেক তারকা আশরাফ হাকিমি। এমন অবস্থায় ঘরের মাঠে গতকাল (১১ জানুয়ারি) অ্যাঙ্গার্সকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।

মাঠের লড়াইয়ে অঁজের বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্টে পুরো দিনটাই নিজের করে নিয়েছে সদ্য বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মেসি।

বুধবার পার্ক ডি প্রিন্সেসে ফিরে ম্যাচের আগে ওয়ার্ম আপে বেশ সাধারণ ছিলেন মেসি। ক্লাবে ফেরার প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য যেখানে নিজেদের মেডেল নিয়ে উদযাপন করেছেন। সেখানে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা এদিন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ওয়ার্ম আপে তার গায়ে ছিল ‘অমর পেলে’ লেখা সাদা একটি টি-শার্ট।

যদিও মেসি একা সাদা টি-শার্টে ওয়ার্ম আপ করেননি, দলের সবাই মিলে টি-শার্টে ওয়ার্ম আপ করেছেন। মেসির ফেরার ম্যাচে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে খেলা শুরু হয়েছে।

Nagad

সারাদিন/১২ জানুয়ারি/এমবি