ঢাকাস্থ মার্কিন দূতাবাসে নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

সংগ্রহীত

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রেস অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর/ট্রান্সলেটর।

পদসংখ্যা: একজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান বা ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক/বেসরকারি/সরকারি প্রতিষ্ঠানের মিডিয়া আউটলেটে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।

চাকরির ধরন: স্থায়ী।

কর্মস্থল: ঢাকা।

Nagad

কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,১০,০০০ টাকা। এছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ জানুয়ারি, ২০২৩।

সূত্র- প্রথম আলো

সারাদিন/১৪ জানুয়ারি/এমবি