ইজতেমার আখেরি মোনাজাত : মধ্যরাত থেকে বন্ধ থাকবে যেসব সড়ক
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে আজ (শনিবার) মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে। কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা এবং আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইল রোড বন্ধ থাকবে।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান।
তিনি জানান, ইজতেমার প্রথম পর্বের শেষদিন আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।
জানা যায়, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাকধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা, ড্রোনসহ বিভিন্ন মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।
সারাদিন. ১৪ জানুয়ারি