ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০, নিখোঁজ ৪০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ জন হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় ডিনিপ্রোতে একটি ৯তলা আবাসিক ভবনে ওই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নরের বরাতে কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, রাশিয়ার হামলায় ২০ জন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে এবং ৭৩ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, ৪০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডিনিপ্রোর কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত ছয় শিশুসহ ওই ভবন থেকে ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। অবশ্য আবাসিক এই অ্যাপার্টমেন্ট ব্লকটি কেন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। কারণ এই ভবনটি নিকটতম বিদ্যুৎ অবকাঠামো থেকে কিছুটা দূরে।

Nagad

সারাদিন/১৫ জানুয়ারি/এমবি