আফগানিস্তানে সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের সাবেক নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদা’কে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হয়। দেশটির রাজধানী কাবুলে ওই নারী আইনপ্রণেতার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক আফগান নারী সংসদ সদস্য এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুরসাল নবীজাদা যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে পার্লামেন্টের সদস্য ছিলেন। তবে ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, “নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।”

স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানান, রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে।

Nagad

সারাদিন/১৬ জানুয়ারি/এমবি